আমার দুই নম্বরী পোস্ট
লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ১২ জুলাই, ২০১৩, ১০:৪১:৪৫ রাত
দুই নম্বরী কাজের জন্য শুরুতেই মাফ চাচ্ছি -
লেখাটা পড়ে লোভে সামলাতে পারিনি তাই আপনাদের নিয়ে শেয়ার করবো বলেই কপি-পেস্ট মেরে দিলাম দেখুনঃ
মীর জাফর কারা!
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর হারে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের তরুণ এমপি গোলাম মাওলা রনি। তিনি তার ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, কোথায় আমাদের দলীয় আমলা ও পুলিশ কর্তারা, যারা আমাদেরকে জয়ের স্বপ্ন দেখাতো? কোথায় আমাদের তথাকথিত চামচারা, যারা বলতো সবকিছু ঠিক আছে? গাজীপুরে জয় নয়, সম্মানজনক পরাজয়টুকুও কেনো পেলাম না?
কোথায় আমাদের চাল, গম, মরিচ আর ভূট্রা কন্যা? আমরা খুঁজছি আমাদের সমুদ্রকন্যা, বই বিতরণপুত্র ও রাবিসের বাবাকে! এরা আমাদের সর্বশেষ পারমানবিক অস্ত্র। আর সেই অস্ত্রের সাহায্যে আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করবো এতে কি কারো সন্দেহ আছে?
প্রার্থী আজমত উল্লার কি দোষ ছিলো? কেনো গাজীপুরে গেলেন না সফেদ সাদা বেশধারী ও কেশধারী ব্যবসায়ী নেতারা? যাদেরকে এতগুলো টেলিভিশন, কুইক রেন্টাল, ব্যাংক, বীমা এবং শেয়ার বাজার দেয়া হলো- তারা আজ কোথায়? দেশ প্রেমিকেরই বা কি হলো?
যারা আগুন লাগালো তারা মীর জাফর না যারা আগুনের ব্যাপারে সর্তক করলো তারা? সেলুকাস তুমি কোথায়! দেখো বঙ্গের মীর জাফররা কিভাবে মালয়েশিয়া ও কানাডা পালাচ্ছে!
মূল সূত্রঃ Click this link
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন