গ্রামকে শান্তির নীড় বানাতে হলে
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৯ মে, ২০১৫, ০২:০৬:২৭ দুপুর
গ্রামকে আমরা সবাই ভালোবাসি, বিভিন্ন কারনে গ্রামের বাইরে বা দেশের বাইরে থাকতে হয়। আমরা যে যেখানেই থাকি ছায়া-মায়া ঘেরা এই গ্রামকে আমরা ভূলতে পারি না। প্রিয় এই গ্রামকে বসবাসের অনুপযুক্ত হতে দেয়া কি ঠিক হবে? নিশ্চয়ই না।বরং শান্তির নীড় বানাতে হবে, গ্রামকে গড়তে হবে। পরিশুদ্ধ করতে হবে। না করলে আবর্জনায় ভরে যাবে। অবস্থা এমনও হতে পারে নিজের কমতির কারনে ভালোবাসার এই গ্রামে থাকাটা বিরক্তিকর ও বিপজ্জনক হবে।একথাটা এজন্যে বললাম আজ-কাল শুনা যায়, দেখা যায় কোন কোন এলাকায় ১৪/১৫ বছরের ছেলেরা চাঁদাবাজি করে কেউ ঘর করতে গেলে, বিদেশ থেকে গেলে চাদা দাবী করে। কারো হাতে আগ্নেয়াস্ত্র, চাপাতি, রামদা আরো কত কি! এদের সং্খ্যা নিতান্তই কম হলেও বেশীর ভাগ মানুষ এদের যন্ত্রণায় অতিষ্ঠ ।আমি মনে করি এটা শান্তি কামি মানুষের ব্যর্থতা কারন তারা এদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি। ।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন