"মদিনার চত্বরে" ছবি ব্লগ (৮ পর্ব )
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৯ মে, ২০১৫, ০২:০৪:২৪ দুপুর
মসজিদে নব্বীর রাসূল (সঃ) রওজার সবুজ গম্বুজ! এটা অবলোকন করে লোকে বুঝতে পারে এখানে অবস্থিত বিয়াদুল জান্নাহ! এই স্থান ভ্রমণকারিদের আকাংখিত স্থান! মক্কা মদিনায় সফরে যারাই আসেন তাদের প্রায় সকলেরই আকাংখিত এই স্থান! এই স্থানে না গেলে যেন সফর আত্মতৃপ্তি লাভ হয়না! আল্লাহ সবাইকে তৌফিক দিন মক্কা-মদিনা সফর করার!
মসজিদে নব্বীতে প্রবেশের দরজা বিশেষ!
মসজিদে নব্বীতে মুসল্লির জুতা রাখার আলমারি বিশেষ।
মসজিদে নব্বীতে প্রবেশ পথে উপরে ঝুলানো ঝা'র বাতি বিশেষের ছবি!
মসজিদে নব্বীর চত্বরের ছাতা বিশেষের ছবি!
মসজিদে নব্বীর চত্বরের ছবি! এখানে সাধারনগণ সহ সকল হাজীগণ বসে সময় কাটান! মসজিদে নব্বীতে সময় কাটানোর আনন্দই আলাদা! মহান আল্লাহ সবাইকে এই সুযোগ দান করুন!
মসজিদে নব্বীর ছাতার ছবি বিশেষ! খুব বেশী রোদের সময় বা খুব শীতল বাতাসের সময় বা ধূলি ঝড়ের সময় এই ছাতাদ্বয় এভাবেই খুলে দেয়া হয় মুসল্লিগণের জন্য!
মসজিদে নব্বীতে প্রবেশের মহিলাদের দরজা বিশেষ!
মসজিদে নব্বীর তেরো নম্বর গেটের পাশে মহান আল্লাহর আস-মাউল হুসনা প্রদর্শনি আছে! এইগুলো সেই আস-মাউল প্রদর্শনি থেকে উঠানো কিছু ছবি বিশেষ।
মসজিদে নব্বীর সবচেয়ে আকর্শনীয় এই প্রদর্শনি! না দেখলে সবচেয়ে সবভুল হবে!
ছবি দেখতে দেখতে আমার পোস্ট অনেক বড় হয়ে গেছে কখন টেরই পাইনি! তাই এখন ইতি টানছি পোস্টের! ইতির আগের বলতে চাই মনের যত কষ্ট আছে মসজিদে নব্বীতে আসলে তা দুর হয়ে যায়! মনের মাঝে প্রশান্তি অনুভুত হয়! স্বদেশের কথা মনে পড়ছে? চলে যাই মসজিদে নব্বীতে! সেখানে গেলে ভুলে যাই আপন মাতৃভূমি থেকে দুরে থাকার কষ্ট! প্রিয়জনদের কথা মনে পড়ছে? ছুটে যাই সেই প্রিয়তম নবী (সঃ) এর মসজিদে নব্বীতে! আর রিয়াদুল জান্নাহর কথা তো না বললেই নয়! সেখানে গেলে মনে হয় যেন পৃথিবীর মধ্যেই একটি জান্নাতে আছি আলহামদুলিল্লাহ! আমার এই ক্ষদ্র নজরে আর ক্ষুদ্র লেখায় এর সৌন্দর্য বর্ণনা করা কঠিন! তাই বলবো যাদের সামর্থ আছে তারা মক্কায়- নবীর জন্মভূমিতে ও মদিনায় নবী (সঃ) এর মসজিদে নব্বীর মেহমান হয়ে যান! তবেই অনুধাবন করতে পারবেন এর প্রকৃত সৌন্দর্য! আমি এখানে থাকতে পেরে আনন্দিত ও মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি! মহান আল্লাহ পৃথিবীর সকল মুসলমানকে এই অবর্ণনীয় সৌন্দর্যকে স্বচোক্ষে দেখার তৌফিক দান করুন! আমিন ছুম্মা আমিন!
বিষয়: সাহিত্য
১৬২৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ এই সুন্দর পোষ্টটির জন্য।
জাযাকিল্লাহু খাইর আপু!
যেদিকে তাকাই সেদিকেই শুধু আবেগের ছড়াছড়ি! এমন আবেগ সত্যিকার অর্থেই ভালো, কিন্তু বাড়াবাড়ি ইমান আমল কেই হালকা করে দেয়।
শেয়ার করার জন্য ধন্যবাদ জানবেন।
জাযাকাল্লাহু খাইরান!
মন্তব্য করতে লগইন করুন