কিছু কিছু লোক নিজেদেরকে সহীহ আকিদার লোক বলে দাবি করেন।

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ২৪ নভেম্বর, ২০১৪, ০২:১০:০০ রাত

কিছু কিছু লোক নিজেদেরকে সহীহ আকিদার লোক বলে দাবি করেন। অথচ দ্বীন কায়েমের আন্দোলনের মতো একটা ফরজ কাজে তারা নাই। সূরা -আশ-শূরার ১৩ এবং সূরা আস-সফ -এর ৯ নং আয়াত পড়লে -এটা যে নাবী ওয়ালা কাজ এবং এর ফারজিয়াত সম্পর্কে কোনো সন্দেহ থাকার কথা নয়। প্রশ্ন হলো এতোগুলো তাফসির এবং হাদীসের কিতাব পড়ার পরও কুরআন হাদীসের সুস্পষ্ট নির্দেশ না মেনে তারা তাদের আকিদা কি দিয়ে সহীহ করলেন? তঁারা আবার বলেন জামা'আতের আকিদা খারাপ। জামা'আত কোন আকিদা পোষন করে তা তাদের গঠনতন্ত্রে লেখা আছে, তারা কি কখনো তা পড়ে দেখেছেন? জামা'আত সম্পর্কে না জেনে, শুনা কথার উপর ভিত্তি করে যাচাই-বাচাই না করে ফতোয়া বিক্রি করে বেড়ানো (সিদ্ধান্ত ঘোষনা করা) কোন ধরনের আকিদা? নিজেদের সংশোধনের চিন্তা বাদ দিয়ে জামা'আতকে সংশোধনের এজেন্ডা ? (কর্মসূচি) তারাই নিয়েছেন নাকি তাদের অজান্তেই তাদের হাতে কেউ ধরিয়ে দিয়েছে? সহীহ আকিদার(?) দাবীদারদের ফতোয়া কাদের পক্ষে যায়? ইসলাম বিরোধীদের চতুর্মুখী আক্রমণ এবং এদের ফতোয়া কী একই সূতায় গঁাথা? দেশের বর্তমান অবস্থায় করনীয় কি জিজ্ঞেস করলে তঁারা বলেন দেশ নিয়ে ভাবার অনেক লোক আছে। দেশ নিয়ে ভাবার দায়িত্ব অন্যকে দিয়ে জামা'আত নিয়ে ভাবার অর্পিত দায়িত্ব ধারাবাহিক ভাবে ঠিকই পালন করে যেতে হচ্ছে।

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File