ঊহ! একি নিরব যন্ত্রনা মগজে

লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৪ জানুয়ারি, ২০১৩, ০৮:৫৪:৫৮ রাত

দিনের আলো লুকিয়ে গেছে রাতের আঁধারের বুকে, পৃথিবী ঘুমিয়ে আছে ক্লান্ত চোখে, নিঝুম রাত চারিদিকে গভীর নিরবতা, নিরবতার জাল ছিন্ন করে হালকা বৃষ্টি বর্ষিত হচ্ছে।

ভাল লাগা গুলো যেন দিনের আলোর মত স্মৃতির বুকে লুকিয়ে আছে। জীবনের অতৃপ্ত বাসনা গুলো হাতছানি দিয়ে ডাকে, কত স্বপ্ন ছিল তোমায় নিয়ে, কত চিন্তা ছিল তোমাকে ঘিরে, সব যেন উলট-পালট হয়ে গেল এই সময়ে। চিন্তা ছিলনা তোমাকে নিয়ে এতো,

তুমি তো ছিলে স্বাধীন! বাঙালী ছিল সে স্বাধীনতার

বাহক, আজি কি হল দেশে?

**যাকেই আমরা জয়যুক্ত করে ক্ষমতার আসনে বসাই,

তারাই যেন হয়ে যায় অবশেষে কসাই।

বিক্রি করতে যায় এদেশকে, এদেশের স্বাধীনতাকে

ভাবতেই অনেক বাধার বাঁধ ভেঙে নিরবে দু’চোখে জমায়িত

কিছুটা অশ্রু না বলেই ঝড়ে পড়ে। তবুও আমি নিরব হয়ে আছি, আর ভাবছি কিই বা করার আছে আমার! আমি অসহায়

আমার দেশকে নিয়ে, কিছুই করতে পারিনি দেশের তরে, আর না করেছি মানুষের তরে কিছু, সত্য আবহমান কাল থেকে উচ্চাসনে ছিল বর্তমানে কেন মানুষের বিবেক তলে পদ-দলিত?

**কেন আজি অসত্যের বাস এই দেশেতে?

আমার ভায়েরা কি যুদ্ধ করেনি দেশের তরে?

দেয়নি কো প্রান উজার করে?

তবে সবে মিলে আজ গাইছো, কোন গীত অন্যরকম সুরে?

এতো তাড়াতাড়ি ভূলে গেলে ভায়ের জীবন দেয়াকে?

এতো তাড়াতড়ি ভূলে গেলে মায়ের সন্তান হারানোকে?

এতো তাড়াতাড়ি ভূলে গেলে বিধবা স্ত্রীকে?

এতো তাড়াতাড়ি ভূলে গেলে তাদেরকে, যারা সন্তানের লাশ ও

খুজে পায়নি দাফন করার তরে?

এতো তাড়াতাড়ি ভূলে গেলে যারা বুকের তাজা রক্তকে ঢেলে,

চোখের সব স্বপ্নকে বিলীন করে এনে দিল স্বাধীনতা?

তবে তোমরা কেমন বাঙালী হলে?

তবে আর কেমন ভালবাস বাংলাকে?

কেমন ভালবাস বাংলার পতাকাকে?

কতটুকুন সম্মান রাখলে এই ত্যাগের?

কে জবাব দেবে আমার এ প্রশ্নের?

বাংলা আজি আর্তনাদ করে বলছে হে বাঙালী জাতি তোমরা এত শহীদের লাশের জীবন বৃথা যেতে দিওনা।

**তোমরা ঠেকাও ওদের কাল হাত থেকে এ জমিনকে,

বাঁচাও ওদের কবল থেকে, ওদের গোপন ষঢ়যন্ত্র থেকে,

নইলে হারাবে শেষ ভিটে মাটি পায়ের তল থেকে,

তখন কেঁদেও কোন লাভ হবেনা কপাল ঠুকে।

মনটা আণমনে কেঁদে কয় আমরা বৃথা যেতে দেবনা আমার

ভায়ের জীবনের শেষ অবদান, শেষ মাটি, শেষ স্বপ্ন, আবার

জ্বালাবো বাংলাতে সত্যের মশাল, দুর করতে সকল আঁধার,

সাজাবো নতুন করে যে স্বপ্ন রেখে গেছে লক্ষ প্রান বিলিয়ে।

দেশের এহেন পরিস্থিতিতে মনটাতে যেন ঝড় উঠেছে।

একি নিরব যন্ত্রনা আমি পাচ্ছি। কেউ কি আমার মত এব্যথা অনুভব করছে?

জানিনা আমার মত কি সবাই কাঁদে গোপনে, নিঃশব্দে দেশের লাগি?

হায়! একি নিরব যন্ত্রনা এ মগজে? এ-মনে?

হায় দেশ! হায় মাটি! হায় জম্মভূমি!

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File