۩۞۩ ভিক্ষুককে তাড়াবেন না (একটি কাহিনী শুনুন) ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ জানুয়ারি, ২০১৩, ০৯:১২:৫২ রাত



এক ধনী ব্যক্তি আপন স্ত্রীর সাথে বসে খানা খাচ্ছিলেন। উন্নত খাবার বিধায় ঘটা করেই তারা বসেছেন। এমন সময় এক ভিক্কুক এসে দরজার পাশে দাঁড়াল। ব্যাপারটা তাদের কাছে খুবই অস্বস্তিকর ও অপমানজনক মনে হলো। তাই ভিক্কুককে তাদের ধমক শুনতে হলো এবং সে চলে গেল।

কখনো কখনো মানুষের দু-একটি আমল এমন হয়, যার ফলে আল্লাহর গজব তেড়ে আসে। এ দম্পতির বেলায়ও তাই হলো। অল্প দিনের ব্যবধানে তাদের বিবাহ বন্ধনে ফাটল ধরল। এমনকি বিচ্ছেদের মতো তিক্ত ঘটনাও ঘটে গেল। স্ত্রী বাপের বাড়িতে চলে এলো। চার মাস ১০ দিন ইদ্দতের সময় পূর্ণ করল। তারপর অন্যত্র দ্বিতীয়বারের মতো বিয়ে হলো। দ্বিতীয় স্বামীও ছিল ধনী। একদিন তারা দু’জন খেতে বসল। এ সময় একজন ফকির এসে দরজার সামনে দাঁড়াল। স্ত্রী বলল, ইতঃপূর্বে আমি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। ভয় হয়, আল্লাহর কোনো গজব আবার আঘাত করে কি না। তাই আমি একটু আসি। আগে ফকিরটাকে কিছু দিয়ে আসি। স্বামী বলল, ঠিক আছে যাও। আগে ফকিরকে বিদায় করো, তারপর খানা খাবো।

স্ত্রী দরজায় অপেক্ষমাণ ফকিরের কাছে যখন গেল, সাথে সাথে চমকে উঠল, এ যে তার আগের স্বামী! ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে দ্রুতগতিতে বর্তমান স্বামীর কাছে ফিরে এলো। বলল, ফকিরটা যে আমার প্রথম স্বামী! সে ছিল খুব ধনী। একবার তার সাথে খেতে বসেছিলাম, আজ যেমনিভাবে আপনার সাথে বসেছি। এমন সময় দরজায় এক ভিক্কুকের আওয়াজ শুনলাম। ভিক্কুকটিকে আমার এ স্বামী তাড়িয়ে দিয়েছিল। যার কারণে সেও আজ ভিক্ষার ঝুলি নিলো।

বৃত্তান্ত শোনার পর স্বামী বলল, আরো বিস্ময়কর সংবাদ শুনবে কি? স্ত্রী বলল, বলুন, শুনব। স্বামী বলল, জানো তোমাদের দরজার সেদিনকার সেই ফকির আজ তোমার স্বামী। আমাকেই তোমরা তাড়িয়ে দিয়েছিলে।

এই হলো আল্লাহর কারিশমা। ধনদৌলতের মালিককে বানালেন ফকির। ফকিরকে করলেন ধনী।

আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।

এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে, ভিক্কুকের সাথে রূঢ় ব্যবহার করা উচিত নয়।

(হজরত আশরাফ আলী থানভী রহ)

হজরত জাবের রা: থেকে বর্ণিত- তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজনের খাবার দু’জনের জন্য যথেষ্ট। দু’জনের খাবার চারজনের জন্য যথেষ্ট। চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।

এ হাদিসে একটি মূলনীতি পেশ করা হয়েছে; তা হলোঃ খাওয়া চলাকালীন কোনো মেহমান অথবা ভিক্কুক এলে এই বলে তাদেরকে বঞ্চিত করা যাবে না যে, এখানে তো একজনের খাবার, শরিক করা হলে কম হয়ে যাবে। বরং তাকেও খাবারে শরিক করে নেবে। এতে আল্লাহ তা’আলা বরকত দেবেন।

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File