‘’শেষ প্রহরের প্রার্থনা’’
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৪ জানুয়ারি, ২০১৩, ০৮:৪০:২১ রাত
এই নিরব রাতে নির্জন কক্ষে হে মহীয়ান তোমার কাছে করি প্রার্থনা।
সত্যের মশালকে যেন পৃথিবীর কোন শক্তি নেভাতে পারেনা।
তুমি অতন্ত্রপ্রহরী হয়ে দিও ইসলামই মশালকে প্রহরা।
নিঃশ্বেস করে দিও তাদেরকে, এই মশাল নিভাতে চায় যারা।
সত্যবাদী কলমকে সহযোগীতা করো তোমার আপন ক্ষমতায়।
যেন সত্যের কলম কোন ভয়ে থেমে না যায়।
হে আল্লাহ! এই মর্মে করি আবেদন।
এই ঘরে (দেশে) মুমিন বাদশাহ প্রয়োজন।
হে আল্লাহ! দীর্ঘায়ু কর সেই সত্যবাদী উচ্চারিত কন্ঠকে।
যেন কোন অপশক্তি থামিয়ে দিতে না পারে তাকে।
হে আল্লাহ! হুংকারে বেজে উঠা সত্যের বাণী যে করেছে প্রকাশ।
তাকে ক্ষতি থেকে রক্ষা কর তুমি, যেন শত্রু ক্ষতির না পায় অবকাশ।
হে মহীয়ান! হে ক্ষমতাবান! তুমি হও এই সময়ের নেগাহবান।
কবুল করো মুমিনের ছোট ছোট কোরবান।
হে আল্লাহ! কেউ অন্ধকারেও সাঁতার কেটে পাড় পেয়ে যায়।
আবার কেউ আলোতেও হোঁচট খায়, সবই প্রকাশ পায় তোমার একছত্র ক্ষমতায়।
হে আল্লাহ! তুমি জালিমের জুলুম থেকে বাঁচাও এ নগরী।
তুমি তো সকল ক্ষমতার আঁধার সারা বিশ্ব রক্ষার অতন্ত্রপ্রহরী।
হে আল্লাহ তুমি! সে সন্তানকে রক্ষা করো যার হাতে ন্যাস্ত হবে এনগরের ক্ষমতা।
তাঁর মগজকে সঠিক দিকনির্দশা দাও যেন সে প্রকাশ করে আল-কোরআনের পূর্ণতা।
হে আল্লাহ তুমি! শান্তনা দাও সেই মাকে যার বুক হয়েছে খালি তোমার বিধান প্রতিষ্ঠায়।
কবুল করো তাকে যে মৃত্যুকে আলিঙ্গন করে শুধুই শাহাদাতের তামান্নায়।
হে আল্লাহ! সত্যকে সঠিক ভাবে বুঝার তৌফিক দাও সবারে।
মিথ্যাচারের আঘাত থেকে রক্ষা করো এই দেশেরে।
হে আল্লাহ! গুরিয়ে দাও সে হাতকে, গোপনে আসে দিতে আঁধার কালো থাবা রুপে।
চলার ক্ষমতা কেড়ে নাও তাদের, যারা সত্যকে ঘাঁয়েল করতে আসে চুপে।
হে আল্লাহ! ক্ষমতায় বসে যারা ক্ষমতার করে অপব্যবহার।
তাদের থেকে কেড়ে নাও অচিরেই ক্ষমতার অধিকার।
হে আল্লাহ! মানব মনে প্রকাশিত করো সকল ক্ষমতাই তোমার একার।
তারা যেভাবেই করে ক্ষমতার অপব্যবহার, চূর্ণ হবেই তাদের ক্ষনিকের অহংকার।
ক্ষুদ্র এই জীবনে কে কি করে হয়েছে বড়, এটা নয় আসল বড়ত্ব।
সত্যের পিছনে থেকে যারা শাহাদাত পেয়েছে তাদেরই আসল কৃতিত্ব।
হে আল্লাহ তোমার! মনোনিত ব্যক্তিকে তুমি এবার দাও ক্ষমতার গদি।
সত্য প্রতিষ্ঠাতে যার প্রান সদা প্রস্তুত থাকবে নিরবধি।
হে আল্লাহ তুমি! ব্যাপক ভাবে করো সকল ক্ষমতাশীনকে হেদায়াত।
কবুল করো মোর এই শেষ প্রহরের আর্ত্মাদ।
হে আল্লাহ! দীর্ঘজীবি করো সত্যবাদী উচ্চকন্ঠ ধ্বনীকে
যে প্রতিষ্ঠা করতে চায় তোমার বাণীকে।
যার ত্যাগে প্রকাশিত হয় মিথ্যার ফাঁদকে,
শক্তিশালি করো অকুতভয় ছুটে চলা কলমকে।
ক্ষমতায় বসে যারা জুলুমে লিপ্ত হয় মাজলুমের উপর
হে দয়াময়! তাদের অপচেষ্টা থেকে মুক্ত করো আমাদের এই শহর।
দাঙ্গা হাঙ্গামা থেকে, ক্ষমতাধরদের জুলুম থেকে রক্ষা করো প্রিয় ভূমি
সকল ক্ষমতা তোমার সকল শক্তির চেয়ে শক্তিমান তুমি।
হে আল্লাহ! কবুল করো মোর তাহাজ্জুদ শেষের এই প্রার্থনা।
তুমিই সব পারো তুমিই সব করো আমি দূর্বল কিছুই জানিনা।
হে আল্লাহ! আমি অসহায়! আমি দূর্বল! তাই তোমার কাছে রাখলাম সকল আবেদন
আমাদের জম্মভূমিকে করো সঠিক ভাবে পরিচালন সঠিক ভাবে করো রক্ষনাবেক্ষন।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন