আবারও সু..স্বাগতম টুডেব্লগকে!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৩:১৪ রাত

আবারও স্বাগতম টুডে ব্লগকে!!

গত বুধবার ২৮ শে আগষ্ট থেকে খুব হতাশায় পড়ে গেছিলাম টুডে ব্লগে লগিন করতে না পেরে। মদিনায় একজন বন্ধুকে জানালাম কি হল টুডে ব্লগের? কেন লগিন হচ্ছে না? তিনি তো আমার কথা বিশ্বাসই পারছেন না তাই উনার ওখানে লগিন করে দেখেছেন উনার ওখানে লগিন হয় কিন্তু আমি যত বারই লগিন করতে চাই ততবারই সাদা পেইজ এসে থাকে তাতে করে আমার মনে ভয়ের উদয় হল যে, সোনার বাংলাদেশ ব্লগের মত কি টুডে ব্লগও বন্ধ করে দেয়া হয়েছে? তাহলে তো দেশের টাটকা সব খবরগুলো ধামা চাপা পড়ে যাবে মিথ্যার গহরবে। আর আমরা জনসাধারন মিথ্যার অন্ধকারে নিমজ্জিত থাকবো। আফছূছে যেন আমার বুকটা ফেটে যেতে চাইছিল কি করি? আমি তো কান্না করছি রীতিমত কিন্তু কিছুই করার নেই। আমি পরের দিন আবারও সেই বন্ধুর কাছে জানতে চাইলাম কেন এমনটি হচ্ছে? আমি উনাকে আরো বললাম আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশে এই সমস্যা নয়তো আপনার ওখানে লগিন হচ্ছে আর বাংলাদেশে হচ্ছে না। তখন উনি আমাকে বললেন হয়তো আপনার ওখানেই নেটে কোন সমস্যা। উনি আমাকে শান্তনা দিয়ে বললেন অপেক্ষা করতে হয়তো অচিরেই সমাধান হবে। উনার কথায় আরেকটু ধৈর্যধারন করলাম কিন্তু যতই সময় যেতে থাকলো মনের মাঝে ততই কষ্ট বাড়তে থাকলো আর এই অস্থীরতা থেকে বাঁচতে অবশেষে একান্তে প্রার্থনা করেছি মহান স্রষ্টা যেন টুডে ব্লগকে আবারও আমাদের জন্য উম্মুক্ত করে দেন। যেন আবারও হয় আমাদের ‘’সকলের মতের মিলনমেলা’’। তাই আজকে এখন যখনই ঢুকতে পারলাম তখনই এই লেখাটা পোস্ট করলাম। আর প্রথমে মহান প্রতিপালক স্রষ্টাকে ধন্যবাদ আর আবারও টুডে ব্লগকে সু..স্বাগতম সাথে সব ব্লগার ভাই ও বোনদেরকে ও অভিনন্দন।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File