"জীবনের পথ"
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৫:২২ রাত
আলোকিত জীবনে বয়ে চলা পথ
যেই পথে কখনো আসেনা রাত
হতাশার কালো মেঘ
জমেনা কখনো
লক্ষ্য থাকে যার আলোকে দেখানো|
সেই পথে আমি চলি যেন মিনতি ভরে করছি মোনাজাত|
এসো এসো সকলে এই পথে চলি
চিৎকার শ্লোগানে সত্যকে বলি
নিজেকে মেলে ধরি সকলের তরে
ফুল থেকে সুরভি যেমনি ঝরে
এই পথে আমি থাকি যেন
আসুকনা যতই কঠিন আঘাৎ|
বিষয়: সাহিত্য
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন