লোকের কথায় কি ছাঁই স্বর্ন হবে?
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:০১:১৮ রাত
কথায় বলে আপন থেকে পর ভালো! আর পর থেকে জঙ্গল ভালো! জঙ্গল থেকে কি ভালো জানা নেই! তবে এখন জঙ্গলে নয় পৃথিবীর সবচেয়ে দামী দুই জায়গার একটিতে আছি! আলহামদুলিল্লাহ্ মদিনাতে আছি। আর প্রিয়তম স্বামীর সাথে আছি। অনেকেই জানতে চায় তোমার স্বামী এত বছর বিদেশ করে কি করেছে? কত টাকা জমা করেছে? তোমাকে কত ভরি গয়না দিয়েছে। আমি বলি আলহামদুলিল্লাহ্ দুনিয়াতে তেমন কিছুই করতে পারেনি। মোহরানা ছাড়া তেমন গয়না ও আমার নেই। আর আমি মনে করি আমার স্বামীই আমার পৃথিবীর সবচেয়ে দামী অলংকার আমার গয়না। আর কোন গয়না আমার চাইনা। আর এতে আমি আফছূছ করিনা। কারন এই নিয়ে আফছূছ করে আমাদের দুজনের পার্থিব সাময়িক সুখকে আমি নষ্ট করতে চাইনা। কারন আমি বিশ্বাস করি মহান আল্লাহ যাকে যা দেবার তা কেউ নিতে পারবেনা আর যাকে না দিবে সে তা পাবেনা। যা আমার নেই তা নিয়ে আফছূছ করেও কোন লাভ নেই। যা আমার তাই নিয়ে আল্লাহর শুকরিয়া করি ও তৃপ্ত থাকি আলহামদুলিল্লাহ্! আর আল্লাহর কাছে প্রার্থনা যা পাইনি তা যেন আখেরাতে আমাদের দেন তার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে। লোকের কথায় কি ছাঁই স্বর্নে রুপান্তরিত হবে?
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মক্কা মদিনা অবশ্যই দামী জায়গা । কিন্তু নিজের দেশকে ফেলে কি সেখানে থাকতে ভাল লাগে ? ভাই সাহেবকে নিয়ে দেশে চলে আসেন । সেখানে যেমন পরিশ্রম করছেন তার অর্ধেক পরিশ্রম দেশে করলে অনেক ভাল থাকবেন।
০ তাহলে মদিনাতে তো লোকে লোকারন্য হয়ে যাবার কথা !
ইনশাআল্লাহ ২০১৮ এর মধ্যে আম্মু ও আমার স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্ব পালনের খুব আশা আছে। দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন।
মন্তব্য করতে লগইন করুন