সরকার পরিবর্তনের গন্ধে যার শরীরে একজিমা ধরেছে সেই ইনু-ই খালেদা জিয়া এবং জামায়াতকে বেশী কটাক্ষ করছে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:১৩:০৯ বিকাল
১.সিইসি রাজাকার না হলে বিএনপির মন ভরবে না: ইনু
২.বিএনপি নির্বাচন কমিশন প্রধান চায় রাজাকারকে : ইনু
৩.‘বিএনপির মূল উদ্দেশ্য নির্বাচন নয়, অছিলা তৈরি করা: ইনু
৪.নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক: ইনু
৫.পাকিস্তান দূতাবাসে কাশ্মির দিবস পালনে তথ্যমন্ত্রীর অসন্তোষ: ইনু
৬.সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল : ইনু
৭.বিএনপি পরিস্থিতি ঘোলাটে করছে : ইনু
৮.সার্চ কমিটি দলনিরপেক্ষ: ইনু
৯.সার্চ কমিটি ‘শতভাগ নিরপেক্ষ’: ইনু
১০.খালেদা জিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে: ইনু
১১.বিএনপি নেত্রীর মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : ইনু
১২.‘খালেদার মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র’: ইনু
১৩.নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব অসাংবিধানিক:: ইনু
১৪.সংবিধানবহির্ভূত বিষয় নিয়ে সংলাপ হতে পারে না: ইনু
১৫.রাজাকার জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : ইনু
১৬.জামায়াত-জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত হয় না: ইনু
১৭.খালেদা জিয়া যৌথক্লাবের সভাপতি : ইনু
১৮.বিএনপি-জামায়াতের এজেন্টরা অনৈক্য সৃষ্টি করছে: ইনু
১৯.যেকোনো মূল্যে আ.লীগ-জাসদ ঐক্য রক্ষা করতে হবে : ইনু
২০.ভারতে বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা হচ্ছে: ইনু
২১.খালেদা জঙ্গি ও রাজাকারদের তোতা পাখি : ইনু
২২.খালেদা জঙ্গি-রাজাকারদের পৃষ্ঠপোষক: ইনু
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেটা হচ্ছে - সে যখন দেখে যে তার পজিশন নিয়ে আওয়ামী লীগে অসন্তোষ সৃষ্টি হচ্ছে তখনই সে জিয়া - খালেদা জিয়াকে নিয়ে ফাঁপড়বাজি শুরু করে দেয় । সে জানে যে জোট প্রধানকে ইমপ্রেসড করার মোক্ষম অস্ত্র হচ্ছে জিয়া ও খালেদা জিয়াকে মহা পঁচান পঁচানো । এটা তার চেয়ে ভাল আর কেউই করতে পারে না । মন্ত্রীত্ব হারানো হাসান মাহমুদ ও হানিফ বার বার ট্রাই করছে , কিন্তু ইনুর মত অতটা ইমপ্রেসিভভাবে করতে পারে না।
মন্তব্য করতে লগইন করুন