মনটাকে উদার রাখা দরকার;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:৩৪:৩৯ বিকাল
সব চাইতে খারাপ থেকে ভালোটা বেছে নেওয়া খুবই কঠিন কাজ;
সব চাইতে ভালোর মাজে কিছু খারাপ থাকে, আবার সবচাইতে খারাপের মধ্যেও কিছু ভালো থাকে।
হয়তোবা বেশী খারাপের মাঝে মিশ্রিত ভালোটাকে আমরা খারাপই ধরে নেই, আসলে এটা কি ঠিক করি??
আমরা ভুলে যাই হাজার নষ্ট বীজের মাঝ খানে একটা ভালো বীজ থাকতে পারে, যা কিনা একটি বিশাল বৃক্ষে পরিনত হতে পারে, ছড়িয়ে দিতে পারে শীতল ছায়া।
সুতরাং ছোট্ট ভালোটা কে খারাপ ভাবার কোন অবকাশ নাই।
কারোও বিরোধীতার খাতিরে বিরোধীতা না করে তার সামান্য ভালো কাজকে উৎসাহিত করলে এটাই তাকে ভালোর দিকে নিয়ে আসার অবলম্বন হতে পারে।
মনে রাখা দরকার মুমিনের কাজ "সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বিরত রাখা " তাই কোন খারাপের মাঝে একটা ভালো কাজ দেখলে সেটাকে পুঁজি করে আরেকটা ভালো কাজের উৎসাহ দেওয়ার সুযোগ নেওয়া দরকার, অন্তত নিজের দায়িত্ব পালনের জন্য।
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন