Rose Rose"হে ভাই ও বোন দেখুন জান্নাতী স্বামী স্ত্রীর প্রতিচ্ছবি"Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৮ আগস্ট, ২০১৬, ০৮:০০:৪৩ সকাল

সুমাইয়া ফজরের নামাজের জন্য তার বরকে ডাকতে ডাকতে গলা শুঁকিয়ে আসছে। তবুও সা'দের উঠার নাম নেই। সে বলে আরেকটু পর আরেকটু পর। সাদিয়ার মাথায় এক বুদ্ধি আসলো সে ফটাফট জগ থেকে হাতে পানি নিয়ে সা'দের দু'চোখের ফেলে বলতে লাগলো ঘুম কিছুটা সময়ের জন্য তুমি ঘুরে এসো আর আমার স্বামীকে সুযোগ দাও আল্লাহ্ তা'য়ালা হুকুম পালন করতে। এই বলেই সুমাইয়া হাসতে থাকে আর হাতটা ঝারতে থাকে। সুমাইয়া বলতে থাকে ওগো প্রাণের স্বামী আমি তোমাকে ছেড়ে একাকি জান্নাতে যেতে চাইনা তাই তুমি ওঠো আর ফজরের সালাত আদায় করে এসো। আমি দুনিয়াতে ও তোমার পাশে থাকতে চাই আর জান্নাতেও। ওঠো আমার দোজাহানের সাথি। সা'দ প্রথমে কিছুটা রাগার চেষ্টা করলেও সা'দ দেখে আসছে সেই বিয়ের প্রথম দিন থেকেই সুমাইয়ার এই আচরণ।

তাই সা'দ রাগের পরিবর্তে সুমাইয়ার কথার জাদুতে যেন রাগের কথা ভুলে সুন্দর কথা বলতে থাকে হে জান্নাতী হুর সত্যিই তুমি উত্তম। সত্যিই তোমার মতো সহধর্মীনি যার আছে সে তো জান্নাতের নিকটবর্তী। সা'দ মসজিদ থেকে ফজর পড়ে আসে সুমাইয়া ও নামাজ শেষ করে। দুজনে দুই কক্ষে বসে মহান আল্লাহ্ তা'য়ালার ঐশী বাণী আল-কোরআন তেলোয়াতে মগ্ন। এই দৃশ যেন পৃথিবীতে জান্নাতের প্রতিচ্ছবি। মহান আল্লাহ সকল স্বামী স্ত্রীর মাঝে জান্নাতী ভালোবাসা স্থাপন করে দিন।

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376433
১৮ আগস্ট ২০১৬ সকাল ০৯:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। এগুলো পড়তে সত্যিই অসাধারণ লাগে। মুমিন পতি-পত্নি যখন একে অপরের তাকিয়ে ভালবাসার দৃষ্টিতে হাসে, মহান আল্লাহ তাদের দিক তাকিয়ে ভালবাসার দৃষ্টিতে হাসেন। কিন্তু এখন এসব জিনিসগুলি সম্ভবত শুধুমাত্র গদ্য-পদ্যের মাঝেই টিকে আছে সুখপাঠ্য হয়ে। বাস্তব জীবনে নারী-পুরুষেরা ভোগবাদী তাদের বিয়ের মাঝে ভালবাসা,সন্মান,মমত্ববোধ,সহযোগীতা,নির্ভরশীলতা,বিশ্বাস কোন কিছুই টিকে নেই। বিয়ের ব্যাপারে ইসলাম যে মুলনীতি গুলো ফলো করতে বলেছে তা কখনো মানা হয়না তাই এসব বিয়ে কতখানি বিশুদ্ধ হয় সে ব্যাপারে তো প্রশ্ন আসেই। এখন অধিকাংশ মানুষ সন্তান নিতে চাননা। পরিবারের চাপে বা ৩-৪ বছর পার হবার পর নিছক শখ পুরণে একজন সন্তান নিলেও সেই সন্তান আবার বাবা মায়ের উটকো ঝামেলা হিসেবে আসে। মা সারাদিন অফিসে থাকেন আজকালকার বাচ্চারা মূলত বড় হয় কাজের মহিলাদের কাছে। হাদিসে তো বলাই হয়েছে বিয়ের ব্যাপারে যখন তোমরা ইসলামিক নীতিগুলো আর অনুসরণ করবেনা, তোমরা ধ্বংংস হবে। হচ্ছেও তাই।
২০ আগস্ট ২০১৬ সকাল ০৫:১১
312114
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপু আপনার সাথে সহমত!
376442
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:২২
কুয়েত থেকে লিখেছেন : হে জান্নাতী হুর সত্যিই তুমি উত্তম। এরকম স্ত্রী তোমার মতো সহধর্মীনি যার আছে সে তো জান্নাতের নিকটবর্তী কোন সন্দেহ নেই। অনেক ভালো লাগলো লেখাটি অসংখ্য ধন্যবাদ আপনাকে
২০ আগস্ট ২০১৬ সকাল ০৫:১১
312115
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার আগমন সত্যিই আমাকে উৎসাহিত করে। জাযাকুমুল্লাহ্ ভাইয়া।
২০ আগস্ট ২০১৬ রাত ০৮:১৭
312131
কুয়েত থেকে লিখেছেন : মাশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে সন্তুষ্ট করুন। আল্লাহ বলেন মু'মিন নারী মু'মিন পুরুষ বন্দু ভাবাপন্ন। আপনাকে অনেক ধন্যবাদGood Luck Good Luck
২১ আগস্ট ২০১৬ দুপুর ০১:০৫
312166
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : জাযাকুমুল্লাহ্ ভাইয়া।
376457
১৮ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বর্তমানে মাইক্রোস্কোপ দিয়া খুঁজেও এমন বউ পাওয়া যাবেনা!!
২০ আগস্ট ২০১৬ সকাল ০৫:১২
312116
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আছে ভাইয়া আছে এমন অনেক নেককার বোন আছে যাদেরকে আধুনিক ভাইয়ারা পছন্দ করেনা। আবার অনেক আধুনিকা মেয়েরাও নেককার পাত্র পছন্দ করেনা।
376460
১৮ আগস্ট ২০১৬ রাত ০৮:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২০ আগস্ট ২০১৬ সকাল ০৫:১৩
312117
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার ভালোলাগা আমার আগামির পাথেয়। সাথে রাখলাম। জাযামুকুল্লাহ্।
376490
২০ আগস্ট ২০১৬ সকাল ১১:৩৩
নিমু মাহবুব লিখেছেন : ভালো লাগল,ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
২০ আগস্ট ২০১৬ দুপুর ১২:১৯
312120
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার ভালোলাগা আমার আগামির পাথেয়। সাথে রাখলাম। জাযামুকুল্লাহ্।
383773
১৩ আগস্ট ২০১৭ রাত ০৮:৪৭
Ruman লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ জানুয়ারি ২০১৮ রাত ০৮:৫০
317234
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File