"হে ভাই ও বোন দেখুন জান্নাতী স্বামী স্ত্রীর প্রতিচ্ছবি"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৮ আগস্ট, ২০১৬, ০৮:০০:৪৩ সকাল
সুমাইয়া ফজরের নামাজের জন্য তার বরকে ডাকতে ডাকতে গলা শুঁকিয়ে আসছে। তবুও সা'দের উঠার নাম নেই। সে বলে আরেকটু পর আরেকটু পর। সাদিয়ার মাথায় এক বুদ্ধি আসলো সে ফটাফট জগ থেকে হাতে পানি নিয়ে সা'দের দু'চোখের ফেলে বলতে লাগলো ঘুম কিছুটা সময়ের জন্য তুমি ঘুরে এসো আর আমার স্বামীকে সুযোগ দাও আল্লাহ্ তা'য়ালা হুকুম পালন করতে। এই বলেই সুমাইয়া হাসতে থাকে আর হাতটা ঝারতে থাকে। সুমাইয়া বলতে থাকে ওগো প্রাণের স্বামী আমি তোমাকে ছেড়ে একাকি জান্নাতে যেতে চাইনা তাই তুমি ওঠো আর ফজরের সালাত আদায় করে এসো। আমি দুনিয়াতে ও তোমার পাশে থাকতে চাই আর জান্নাতেও। ওঠো আমার দোজাহানের সাথি। সা'দ প্রথমে কিছুটা রাগার চেষ্টা করলেও সা'দ দেখে আসছে সেই বিয়ের প্রথম দিন থেকেই সুমাইয়ার এই আচরণ।
তাই সা'দ রাগের পরিবর্তে সুমাইয়ার কথার জাদুতে যেন রাগের কথা ভুলে সুন্দর কথা বলতে থাকে হে জান্নাতী হুর সত্যিই তুমি উত্তম। সত্যিই তোমার মতো সহধর্মীনি যার আছে সে তো জান্নাতের নিকটবর্তী। সা'দ মসজিদ থেকে ফজর পড়ে আসে সুমাইয়া ও নামাজ শেষ করে। দুজনে দুই কক্ষে বসে মহান আল্লাহ্ তা'য়ালার ঐশী বাণী আল-কোরআন তেলোয়াতে মগ্ন। এই দৃশ যেন পৃথিবীতে জান্নাতের প্রতিচ্ছবি। মহান আল্লাহ সকল স্বামী স্ত্রীর মাঝে জান্নাতী ভালোবাসা স্থাপন করে দিন।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন