অসভ্য কলমবাজির খপ্পরে প্রিয় স্বদেশ! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ আগস্ট, ২০১৬, ০৩:৪৩:৪৫ রাত

হাতির পা ধরে বানালো ওরা
হাতিকে বঙ্গ বাহাদুর,
তারাই কলমের খোঁচা দিয়ে
রাতকে দিন রূপ দিয়ে বানায় মধুপুর।![]()
সেই মধুপুরে আছি আমারা
বোতলে মধু দেখে যায়,
বুঝতে বাকি নেই আর
কলমের খোঁচায় বিতাড়িত ন্যায়।![]()
বাংলার মানুষের বাহাদুরী নেই
পশু এসে করে নিয়েছে দখল!
বন্যা দুর্গত এলাকায় কাঁদে মানুষ,
বাহাদুরী শেষ মানুষের অন্তরে অনল!![]()
মানুষের অনলে কলম অচল
বাহাদুরী যেন সব হাতিতে,
স্বপ্নের সোনার বাংলাটা
কাঁদে আজকে কলমের আঘাতে। ![]()
অসভ্য কলমবাজির খপ্পরে
পড়েছে আজ প্রিয় স্বদেশ!
ভালো মানুষের প্রতি নিন্দা ও চরিত্র
হননে তারা প্রতিনিয়ত উম্মেষ।![]()
যে "কলম" থাকতে পারতো
সত্যের মিছিলের প্রথম সারিতে,
সেই কলম বন্দী হলো আজ
আল্লাহ দ্রোহী দুনিয়াবী স্বার্থে। ![]()
কলমবাজি করে মগজ দোলাই
তরুণ প্রজন্মে আজ বিদ্যমান,
সত্যের আহবানে নিন্দা! কলমের
কালি প্রয়োগ, মিথ্যার জয়গান।![]()
জগো হে তরুণ, ভাবো সত্য
প্রয়োজন, সত্য মুক্তির পথ!
মিথ্যার মিছিলে ভেসে গেলে
ভেসে যাবে মূল্যবান সেই জান্নাত।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন