অসভ্য কলমবাজির খপ্পরে প্রিয় স্বদেশ! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ আগস্ট, ২০১৬, ০৩:৪৩:৪৫ রাত



হাতির পা ধরে বানালো ওরা

হাতিকে বঙ্গ বাহাদুর,

তারাই কলমের খোঁচা দিয়ে

রাতকে দিন রূপ দিয়ে বানায় মধুপুর।

Winking

সেই মধুপুরে আছি আমারা

বোতলে মধু দেখে যায়,

বুঝতে বাকি নেই আর

কলমের খোঁচায় বিতাড়িত ন্যায়।

Winking

বাংলার মানুষের বাহাদুরী নেই

পশু এসে করে নিয়েছে দখল!

বন্যা দুর্গত এলাকায় কাঁদে মানুষ,

বাহাদুরী শেষ মানুষের অন্তরে অনল!

Winking

মানুষের অনলে কলম অচল

বাহাদুরী যেন সব হাতিতে,

স্বপ্নের সোনার বাংলাটা

কাঁদে আজকে কলমের আঘাতে।

Happy

অসভ্য কলমবাজির খপ্পরে

পড়েছে আজ প্রিয় স্বদেশ!

ভালো মানুষের প্রতি নিন্দা ও চরিত্র

হননে তারা প্রতিনিয়ত উম্মেষ।

Happy

যে "কলম" থাকতে পারতো

সত্যের মিছিলের প্রথম সারিতে,

সেই কলম বন্দী হলো আজ

আল্লাহ দ্রোহী দুনিয়াবী স্বার্থে।

Winking

কলমবাজি করে মগজ দোলাই

তরুণ প্রজন্মে আজ বিদ্যমান,

সত্যের আহবানে নিন্দা! কলমের

কালি প্রয়োগ, মিথ্যার জয়গান।

Winking

জগো হে তরুণ, ভাবো সত্য

প্রয়োজন, সত্য মুক্তির পথ!

মিথ্যার মিছিলে ভেসে গেলে

ভেসে যাবে মূল্যবান সেই জান্নাত।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376444
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:২৬
কুয়েত থেকে লিখেছেন : হাতিকে বঙ্গ বাহাদুর,তারাই কলমের খোঁচা দিয়ে রাতকে দিন রূপ দিয়ে বানায় মধুপুর। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ
২০ আগস্ট ২০১৬ রাত ০১:৪৬
312106
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
২০ আগস্ট ২০১৬ রাত ০৮:১৯
312132
কুয়েত থেকে লিখেছেন : অনেক অনেক ধন্যবাদGood Luck Good Luck
376458
১৮ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশ বলে কিছু আর আছে নাকি!!
২০ আগস্ট ২০১৬ রাত ০১:৪৬
312107
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিন্তার বিষয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File