''আসল বাড়ি''

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১২ জানুয়ারি, ২০১৩, ০৮:০৮:০৩ রাত

‘’আসল বাড়ি’’

কবর নামের ঘরটা মোদের

বাতি ছাড়া হবে।

এমন আঁধার ঘরের কথা

কেউ কি আজ ভাবে?

কবর হবে সাথী ছাড়া

একা থাকার গর্ত

এখানে যেতে হলে,

মানতে হবে শর্ত

প্রথম শর্ত হলো

প্রভুর গুন জানা।

জেনে জেনে ধীরে ধীরে

প্রভুর হুকুম মানা।

দ্বিতীয় শর্ত হল

নবী (সঃ)এর পথে চলা।

দ্বীনের পথে দাওয়াত দিতে

নবী (সঃ)এর কথা বলা।

এভাবে চললে নাকি

মৃত্যু হবে ভালো।

মৃত্যু হবে নাজাতেরই

কবর হবে আলো।

সবাইকে যেতে হবে

এই ধরার বাড়ি, ছাড়ি

ধনী গরীব সবারই

কবর আসল বাড়ি

০৫ই মে ২০০৫

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File