Samsung Galaxy S4 কে টেক্কা দিতে বাজারে Sony Xperia Z

লিখেছেন লিখেছেন অপরাজিতা ১২ জানুয়ারি, ২০১৩, ০৮:০৩:১৩ রাত

প্রিয় বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালই আছেন। গত কয়েক বছর বাজারে একক আধিপত্য ধরে রেখেছিল আইফোন। আর এই আইফোনকে বেশ ভালোই ভুগিয়েছে সামসাং গ্যালাক্সি সিরিজের সেটগুলি। বর্তমানে বাজারে আসতে চলেছে বহুল আলোচিত Samsung এর Galaxy S4। ওটাকে টেক্কা দিতে অনেকগুলি মুটোফোন নির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে। তার মধ্যে একটি হল Sony Xperia Z। চলুন দেখি মুটোফোনটির ফিচারগুলি কেমন।



সম্পূর্ণ এইচডি স্ক্রিন

5 ইঞ্চি ডিসপ্লে রেজুলেশন 1080 পিক্সেল

ওয়াটার প্রুফ

HDR ভিডিও রেকর্ড করতে পারেন

মাইক্রোএসডি স্লট

2জিবি র‌্যাম

1.5GHz কোয়ার্ড কোর প্রসেসর

13 মেগাপিক্সেল ক্যামেরা

অ্যানড্রইড 4.1 Jelly Bean ইন্টারফেস

বিল্ট ইন স্টোরেজ 16 গিগাবাইট (৩২ জিবি সাপোর্টেড মেমোরি স্লট)

ডিজাইনের মান:

440x330-sony-xperia-z-3

139mm দীর্ঘ এবং 71mm চওড়ার 5 ইঞ্চি ডিসপ্লে, ওজন 146 গ্রাম (অবশ্য এস৩ এবং আইফোন5 থেকে একটু ভাড়ী), যদিও 7.9mm পুরু এটি অ্যাপল এর আইফোন 5 হিসাবে হাড্ডিসার। আপনি আপনার জিন্স পকেট এর মধ্যে আরামেই ব্যবহার করতে পারবেন।

ক্ষমতা এবং সফ্টওয়্যার:





Z একটি 1.5GHz কোয়ার্ড কোর প্রসেসর এবং 2GB RAM দ্বারা চালিত হয়। সে ক্ষমতা খুবই উদার সার্ভিং তাই একটি এমনকি কাজগুলো অধিকাংশ দাবিদার জন্য খুব ক্ষিপ্রগতি কর্মক্ষমতা রয়েছে । এটি Android এর সর্বশেষ অ্যানড্রইড 4.1 Jelly Bean এর সাপোর্টেড এবং উন্মুক্ত সফটওয়্যার সাপোর্ট।

ক্যামেরা:

13 মেগাপিক্সেল ক্যামেরাতে আপনি অত্যন্ত অন্ধকার জায়গাতেও পরিষ্কার ছবি তুলতে পারবেন। এর জন্য রয়েছে অত্যন্ত শক্তিশালী ফ্লাশের ব্যবস্থা। তাছাড়া এইচডি ভিডিও রেকর্ডেও এর জুড়ি মেলা ভার।







প্রিয় প্রযুক্তি প্রেমী বন্ধুরা ফোনটি সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই পেলাম। আশা করি মুটোফোন বাজার এবার ভালোই জমবে।

বিষয়: বিবিধ

১৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File