"প্রবাস থেকে ঈদ মোবারক"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৭:৩০ বিকাল
"আকাশেতে উড়ে যায় সাদা সাদা বক
তার ডানায় লেখা আছে ঈদ মোবারক"
সকল গ্লানি আর সকল কষ্টের অবসান করে আসছে ঈদ, সেই ঈদের আমেজ ছড়িয়ে দিতে প্রবাসের প্রবাসীদের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক! ঈদের আনন্দ পৌছে দাও হে আল্লাহ সকল মানুষের দ্বারে দ্বারে! সকল মানুষের প্রাণে প্রাণে! দুঃখীজনের অন্তরে! শহীদ পরিবারগুলোতে পৌছে দাও তোমার তরফ থেকে আনন্দ বার্তা! সকলের মনে আনয়ন করো প্রকৃত ঈদের আমেজ! সকলকে তুমি দাও আত্ম-প্রশান্তির অনুভূতি! তুমিই সকলের সহায় হও! এই প্রতিকূলতায় তুমিই সকলের ভরসা! ঈদ তখনই পরিপূর্ণ হয় যখন আমাদের মুসলমানদের ঘরে ঘরে সকলের প্রয়োজন পূর্ণ হয়েছে বলে জানতে পারি। হে আল্লাহ; এই কোরবানির বরকতে তুমি সকলকে পেরেশানি মুক্ত করে দাও! স্বদেশ সহ মুসলমান দেশ গুলোতে শান্তি বিরাজ করে দাও! আমরা একাকি আনন্দের সাগরে ভাসতে চাইনা! তুমি সকল মুসলমানকে প্রকৃত ঈদের আনন্দ দাও! তারেক মনোয়ারের একটি ঈদের গান শুনুন..........। বাস্তব কথাগুলো উঠে এসেছে তার গানে! ঈদের পূর্ণতা আসলে সকল দূর্নীতির অবসানে! আল্লাহ সকলের সহান হোন! পরিশেষে সবাইকে আবারো প্রবাস থেকে জানাই ঈদ মোবারক!
ঈদের গান শুনুন এখানে
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ঈদ মোবারক।
পবিত্র এমন আনন্দ আপনাদের ঘিরে রাখুক আজীবন-আল্লাহর কাছে এই দুয়া,আমিন!
মন্তব্য করতে লগইন করুন