বাংলাদেশের নারীদের শিক্ষা,স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন উল্লেখ করার মত

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৬:৪২ দুপুর

আর্থ-সামাজিক উন্নয়নের মূল ধারায় নারীর পূর্ণ ও সম অংশগ্রহণ এবং সামাজিক ও অর্থনৈতিক পরিমন্ডলে নারীর অবদানের কথা অনস্বীকার্য। সম্প্রতি এডিবির সমীক্ষায় বাংলাদেশের নারীরা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো আছেন। অবকাঠামোগত উন্নয়নের জন্যই এ পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন পরিস্থিতির উন্নতি হয়েছে তেমনি অবকাঠামো নারীদের শিক্ষার হার, লিঙ্গ-বৈষম্য হ্রাস প্রভৃতি নারীদের অবস্থার উন্নতিতে সহায়ক ভূমিকা রেখেছে। তৈরি পোষাক খাতে নারীর কর্মসংস্থান বিশেষ লক্ষ্যণীয়। গ্রামাঞ্চলে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার ২০০১ সালে ছিল ২৩ শতাংশ এবং ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে ওই একই সময়ে এই হার ২৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশ। বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী। নারী উন্নয়ন তাই জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। সকল ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে একান্ত অপরিহার্য। বাংলাদেশের অর্থনীতিতে যতোগুলো চ্যালেঞ্জ এসেছে তার মধ্যে সর্বাগ্রে রয়েছে সরকারিভাবে স্বীকৃত এ দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী সম্প্রদায়ভুক্ত যাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। নারীরা আজ বৃহদাংশ প্রতিভার প্রতিনিধিত্বকারী, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রায় শতকরা ৬০ ভাগ বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী হচ্ছে নারী এবং বাংলাদেশেও এ হার শতকরা ৪০-৪৫ ভাগ এরই মধ্যে হবে যা প্রত্যাশা করা যায়। বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রীয় ও গনজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের যেমন সমান অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে তেমনি নিরাপত্তা ও নিশ্চিত করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File