"আশ্রয়"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৬:২৯ রাত
সেই কত বছর ধরে মদিনাতে থাকছেন সালিমোল্লাহ! মদিনার প্রতি অগাধ ভালোবাসার টানেই থেকে গেছেন মদিনায়। বারংবার চেষ্টা করেছেন মদিনার স্থায়ী বাসিন্দা হতে কিন্তু সে সুযোগ বাঙালিদের জন্য চাঁদকে কাছে পাওয়ার অনাকাংখিত চাওয়ার মতই রয়ে যায়। অনেক চেষ্টা আর সাধনা করেছেন মদিনা বাসী হতে! চেয়েছিলেন মদিনার জীবনের সবসময় থাকার সার্টিফিকেট যদি হাতে পাই তবে এখানে একটি ছোট-খাট বাড়ি কিনে বাকি জীবনটা রাসূল (সঃ) এর চিরঘুমের দেশে নিজেও কাটিয়ে দেবেন! বাস্তবে সে আশা পূর্ণ হলোনা। তবে রাসূল (সঃ) এর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারনেই হয়তো মনের মাঝে মদিনাতে মৃত্যুর আকাংখা পোষন করতেন। তাই বন্ধু-বান্ধবদের মাঝে অনেক গৌরব করে বলতেন ও আমি ইনশা-আল্লাহ মদিনাতে বাকি জীবন কাটাবো।
অনেক চেষ্টা আর সাধনার পরেও যখন মদিনায় থাকার অনুমোদন পত্র পেলেন না। তখন আল্লাহর কাছে কায়মনোবাক্যে এই প্রার্থনা করলেন যে, হে আল্লাহ রাসূল (সঃ) এর বসবাসের স্থানে তো আশ্রয় পাইনি, আর আমি আমার দেশে ফিরেও যেতে চাইনা তাই তুমি আমাকে এই জান্নাতুল বাকিতে আশ্রয় দাও। আমি যেন হাশরের ময়দানে হাজার হাজার সাহাবী (রাযি) গণের সাথে উঠতে পারি। সৌদির বাদশার কাছে তো আমার আকুতি পৌছায়নি তাদের কাছে অনেকবার মিনতি করে নিরাশ হয়েছি কিন্তু তোমার দরবার তো সবার জন্যই উম্মুক্ত। তুমি তো কাউকেই নিরাশ করোনা। আমার বিশ্বাস তুমি আমাকেও নিরাশ করবেনা।
আল্লাহর অপার মহিমায় পৃথিবীর বুকে মদিনায় আশ্রয় না পেলেও হঠাৎ মৃত্যু বরণ করে মদিনার জান্নাতুল বাকিতে (সিটিজেনশীপ পেয়েছেন) আশ্রয় পেয়েছেন চিরদিনের জন্য (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। পৃথিবীতে যতদিন মদিনা শহর থাকবে ততদিনই তিনি থাকবেন জান্নাতুল বাকিতে কেউ তাকে সেখান থেকে আর নিরাশ করতে পারবেনা। সালিমোল্লাহ ভাইয়ের ভাগ্য নিয়ে তার বন্ধু মহলে রীতিমত ঈর্ষানিত হয়। মাঝে মাঝে তাকে স্বরণ করে বলতে থাকেন মদিনায় বেঁচে থাকতে আশ্রয় পাননি কিন্তু মরে গিয়ে চিরস্থায়ী আশ্রয় পেয়েছেন। মহান আল্লাহ এই ভাইয়ার জীবনের সকল গুনাহখাতা ক্ষমা করে দিয়ে তার উপর রাজি-খুশি হয়ে যান। আর তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। হাশরের ময়দানে কোন গুনাহের ব্যপারেই তাকে পাকড়াও না করুন। আর মদিনার তিনি প্রিয় নবী (সঃ) এর প্রতিবেশী হতে চেয়েও পারেননি। মহান আল্লাহ যেন চিরস্থায়ী জান্নাতে রাসূল (সঃ) প্রতিবেশী করেন। আমিন
বাস্তবতা নিয়ে লেখা।
আমার ওয়েবসাইট থেকে পড়ুন
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিক। জান্নাতের আ'লা মাকাম দান করুন। আমীন।
আসলে আল্লাহর কাছে কোন কিছুর অভাব নেই। ধন্যবাদ সুন্দর লেখা উপহার দেবার জন্য।
পৃথিবীর সকল কিছুর উপর আল্লাহ-রাসুল সা: এর প্রতি ভালবাসা ঈমানী মজবুতির আলামত!
দুনিয়াবী মহব্বতের প্রতিদানও শেষ বিচারে সঠিক ভাবেই পাওয়া যাবে!
আল্লাহ কারীম 'রাসুল সা:এর প্রেমে পাগল' মানুষটাকে যাবতীয় ভ্রান্তি-ভূল মাফ করে কাংখিত জাযা দান করুন-এই দুয়া! আমিন!!
মন্তব্য করতে লগইন করুন