পূজা হবে ঘরে ঘরে, ঈদ হবে অনেক দূরে............।(২য় পর্ব)

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৯:৩৯ রাত

(নয়ন চ্যাটার্জি)

রিপোস্ট: ধর্মবিদ্বেষী প্রথম আলোর যে খবরকে পূজি কোরবানীর হাটকে রাজধানী থেকে দূরে সরিয়ে দিলো বাংলাদেশ সরকার------

গত ২০১৪ সালের ২৮শে সেপ্টেম্বর প্রথম পাতার অর্থেক জুড়ে একটি নিউজ করে প্রথম আলো। যার শিরোনাম-‘পশুর হাটে অবরুদ্ধ হবে চার হাসপাতাল’। (http://goo.gl/o8rlF8)

ঐ খবরে বলা হয়, আগারগাও পশুর হাটের কারণে চারটি হাসপাতালের (পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল এবং চক্ষু হাসপাতাল ) পথ অবরুদ্ধ হয়ে যায়। উক্ত খবরে, প্রথম আলো’র ক্যামেরাম্যান হাটের ভেতর থেকে হাসপাতালের সাইনবোর্ডের এমনভাবে ছবি তুলে, যেন মনে হয় হাসপাতাল গেটের পাশেই রয়েছে আগারগাও হাটের গেট।

অথচ বাস্তব হচ্ছে, হাসপাতালের গেটের রাস্তার বিপরীত বিশাল মাঠে হাট বসেছে এটা ঠিক, কিন্তু সেই হাটের গেট হাসপাতালের সামনে ছিলো না মোটেও, ছিলো অন্যদিকে। ঐ হাটের কারণে মোটেও চার হাসপাতালের রাস্তা অবরুদ্ধ হয়নি, রোগি যাওয়ার স্থান পুরোটাই ঠিকই ছিলো। বিশেষ করে নিউরোসাইন্স ইউন্সটিটিউটের সামনের রাস্তাটি ছিলো অব্যবহৃত, আর নি্উরোসাইন্স হাসপাতালটি সেই সময় খুব ব্যস্ত হাসপাতালও ছিলো না, যেই সুযোগে গরু ব্যাপারীরা গরু নিয়ে দাড়িয়ে যায় সেই রাস্তায়। অথচ ঐ ভুয়া খবরটিকে পূজি করেই এবার ঢাকাস্থ ৭০% হাটকে ঢাকা মহানগরীর বাইরে ঠেলে দেয় প্রশাসন।

উল্লেখ্য, ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের কারণে বাংলাদেশের তিনটি শীর্ষ হাসপাতালের (ঢামেক, পিজি, বারডেম) মুখ কয়েকমাস যাবত অবরুদ্ধ থাকে। এ সময় অসংখ্য রোগি অবর্ণনীয় দূর্ভোগের শিকার হয়, কিন্তু সেটা নিয়ে কোন খবর করা তো দূরের কথা, উল্টো সেই ভীড় জমতে আরো সাহায্য করেছিলো প্রথম আলো। (http://goo.gl/XuhuUA)

এ খবরের দ্বারা ধর্ম ও রাষ্ট্রবিদ্বেষী প্রথম আলো’র মুখোশ আবারো উন্মোচিত হলো

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341370
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
341381
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৫৬
শেখের পোলা লিখেছেন : ইসলামের বিরোধিতাই যাদের লক্ষ তারাই এমন আচরণ করে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File