আলহামদুলিল্লাহ! আহাঃ কি আনন্দ আকাশে-বাতাসে
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৪ জুন, ২০১৫, ০৯:০২:০৫ রাত
আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে, তিনি আবারো টুডে ব্লগের পথ চলা সহজ করে দিয়েছেন! দোয়া করি আল্লাহ টুডে ব্লগের পথ চলাকে দীর্ঘায়ু করুন! আর এই পথ চলাকে সহজ করণে সম্মানিত মডারেটর যথাসাধ্য চেষ্টা করেছেন ও তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ! টুডে ব্লগের চলা শুরু হলেও আমি আমার কয়েকটি লেখা মন্তব্য সহ খুজে পাচ্ছিনা! কেন পাচ্ছিনা বুঝতে পারছিনা! ইনশা-আল্লাহ আশা করছি পাবো! হে সম্মানিত মডারেটর আপনার আপ্রাণ প্রচেষ্টার ফলে আমরা আবারো আমাদের প্রিয় ব্লগে অবস্থান করতে পারছি! এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ! এবং আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি! আর পরিশেষে জানতে চাইছি আমার মত আরো যাদের লেখা গুলো পাওয়া যাচ্ছেনা সেগুলো কি আদৌ ফিরে পাবার? নাকি আর ফিরে পাওয়া হবেনা! জানালে উপকৃত হবো! মহান আল্লাহ এই বাঁধাহীন লেখার অঙ্গীকার নিয়ে চলা ব্লগকে আগামিতে আরো বাঁধাহীন ভাবে চলার তৌফিক দিন! আমিন!
আমার এই লেখাটা পোস্ট করেছিলাম নয় তারিখে, সেটা খুজে পাচ্ছিনা।
এই লেখার মন্তব্যগুলো ও হারিয়ে গেছে! আদৌ কি পাবো সেই লেখা ও মন্তব্যগুলো? আর যদি না পাই তবে কি আবারো উপরের লেখাটা পোস্ট করতে পারবো? জানালে উপকৃত হবো! হে প্রিয় ভাইয়া ও আপুরা আপনারা উত্তম পরামর্শ দিন!
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন