বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আবদুল মুবিন ভারতের মিলিটারী একাডেমীতে কুচকাওয়াজ পরিদর্শন করছেন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ জুন, ২০১৫, ০৮:৩৫:০১ রাত
বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন প্রধান অতিথি হিসেবে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে (এনডিএ) পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেছিলেন। চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ-এর লং কোর্সে ক্যাডেটদের কমিশন কুচকাওয়াজে আগামী ১৬ জুন প্রধান অতিথি হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। অন্যান্য দেশের ন্যায় মুলত প্রতিবেশী দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক বাড়াতেই এই আমন্ত্রন। সেই দৃষ্টিকোন থেকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্রের সেনা প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে আরও উন্নত মর্যদায় অধিষ্ঠিত করবে বলে আমরা আশাবাদী। এনিয়ে সমালোচনার করা- কোন সুবিবেকবান নাগরিকের পরিচয় বহন করে না। দেশের রীতি-নীতি তার প্রচলিত নিয়মেই চলছে এবং চলবে। যে বা যারা এটাকে পুঁজি করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চায়- তাদের উদ্দেশ্যে নিশ্চই কোন অসৎ উদ্দেশ্যে। দেশকে এগিয়ে নিতে হলে তাদেরকে এই ধরণের হীন মনস্ক পরিহার করতে হবে।
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন