জন্মের আগে মৃত্যু!!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৫ জুন, ২০১৫, ০৪:০০:৩৬ বিকাল
সুন্দর পৃথিবীতে আগমণের পর সবচেয়ে বড় ও সবচেয়ে কঠিন সত্য হলো মৃত্যু! জন্ম যখন হয়েছে তখন মৃত্যুও অবশ্যাম্বী। কিন্তু গতকাল জানতে পারলাম জন্মের আগেও মানুষ মৃত্যু বরণ করে। কেমনে? পাশের এলাকায় এক বাঙালি প্রতিবেশি ভাবির একটি ছেলে সন্তান পৃথিবীতে আগমণের আগেই মায়ের পেটে মৃত্যু বরণ করেছে। "(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজীউন)"। এরপর এই মায়ের সিমাহীন কষ্টের পর এই সন্তান পৃথিবীতে আগমণ করেছে। আমার প্রিয় ব্লগের প্রিয় সকল ব্লগারের কাছে দোয়া চাই এই ভাবি ও তার পরিবারের সবাই যেন উত্তম ধৈর্যধারণ করতে পারে আপনারা সকলে দোয়া করবেন।
প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
আল-কোরআন
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন