ওমর ইবনে আবুদল আযীযের ন্যায়বিচার

লিখেছেন লিখেছেন এশিয়ান স্প্রিং ০৫ জুন, ২০১৫, ০৩:০৯:২৮ দুপুর

হযরত ওমর ইবনে আবুদল আযীয় খলীফা হবার পর সমরখন্দের এক প্রতিনিধি দল এসে অভিযোগ করলো যে, সেখানকার মুসলিম বাহিনীর অধিনায়ক এলাকার একটি শহর অতর্কিতে দখল করে সেখানকার স্থানীয় অধিবাসীদের মধ্যে জোরপূর্বক মুসলমানদের বসতি গড়ে দিয়েছেন। হযরত ওমর বিন আবদুল আযীয সমরকন্দের গভর্নরকে প্রকৃত ঘটনা কি, তার তদন্ত করার নির্দেশ দিলেন। তিনি লিখলেন যে, একজন বিচারক দ্বারা তদন্ত করতে হবে। বিচারক যদি বলেন যে, সেখান হতে মুসলমানদের বেরিয়ে যাওয়া উচিত, তাহলে তৎক্ষণাত শহর খালি করে দিতে হবে।

নির্দেশ মোতাবেক একজন মুসলিম বিচারক তদন্ত করে রায় দিলেন যে, মুসলমানদের শহর ছেড়ে চলে যাওয়া উচিত। কেননা প্রথমে তাদের শহরবাসীকে সতর্ক করা উচিত ছিল যে এবং ইসলামের সমর বিধি অনুসারে সকল চুক্তি বাতিল করা উচিত ছিল, যাতে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। তাদের ওপর অতর্কিত আক্রমণ করা উচিত হয় নি।

সমরকন্দবাসী এ রায় শুনে নিশ্চিত হলো যে, ইসলামী সরকার ইনসাফ ও ন্যায়বিচারে অতুলনীয়। এ ধরনের লোকদের সাথে যুদ্ধ করা নিরর্থক এবং এদের শাসন আল্লাহর করুণা স্বরূপ। তাই তারা তাদের এলাকায় মুসলমানদের আবাসন সানন্দে মেনে নিল।

শিক্ষাঃ সুবিচার ও ন্যায় নীতিতে অবিচল থাকার মাধ্যমে মুসলমানরা যে কোন স্থানে অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। অমুসলিমদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখা ইসলাম ও মুসলমানদের স্বার্থে সব সময়ই জরুরী।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324857
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
শেখের পোলা লিখেছেন : আর এ জন্য চাই ইসলামী শাশন ব্যবস্থা৷ যতদিন তা না হচ্ছে ততদিন ব্যক্তিগত পর্যায়ে প্রতিবেশীও সংশ্লিষ্ট সকলের সাথে ন্যায় আচরণ করেযেতে হবে৷ ধন্যবাদ আপনাকে৷
324872
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
336408
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কলম চালিয়ে যান.....।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File