Rose Rose সন্ধ্যা'তারা'পিকে নিয়ে!! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২১ মে, ২০১৫, ০২:৩৫:০৬ রাত

কয়েক দিন ধরে খুজে বেড়াই

ব্লগে পাইনা দেখা।

লেখা পোস্ট নেই মন্তব্য নেই

হয়ে গেলাম একা।

যত তাড়াতাড়ি পারেন আপনি

দিয়ে যান আমায় সঙ্গ।

আপনি যে আমার প্রিয় বোন

হৃদয়ের অর্ধাঙ্গ।

আল্লাহর জন্য ভালোবাসি

তাই নেই খোজ-খবর।

অনেকদিন হলো ধৈর্য ধরেছি

আর পারছিনা করতে সবর।

নিয়মিত হউন আবার

এই হৃদয়ের আশা।

বুঝাতে পারবোনা আপনার জন্য

কত যে ভালোবাসা?

হতাশা আর ব্যথা নিয়ে

লিখছি কি যে জানিনা।

আপনাকে ব্লগে না দেখে

থাকতে যে আর পারিনা।

রান্নার ফাঁকে দেখি বারংবার

টুডে ব্লগ পাড়া।

আপনার লেখা পড়লে আমার

হৃদয় জাগে সারা।

ক'দিন থেকে পাইনা মন্তব্য

পাইনা আপনার লেখা।

ব্লগ পরিবারে পরিচয় আমাদের

বাস্তবে হয়নি দেখা।

না দেখে ও কত ভালোবাসা মনে

বোঝাই আমি কি করে?

আপনার উপস্থিতি হৃদয় আমার

আনন্দে দেয় ভরে।

এজীবনে দেখা হবে কিনা জানিনা

দেখবো প্রাণ ভরে জান্নাতে।

অনুরোধ বোনের সেদিন আপনি

আপন মনে করে নিয়েন সাথে।

এপৃথিবীতে কেউ চিরদিন রবেনা

একে একে যেতে হবে ছাড়ি।

দোয়া করবেন বোনটির জন্য

যেন আল্লাহকে খুশি করে যেতে পারি।

প্রার্থনা করি আনমনে আমি

রাখি তার সমীপে আবেদন।

যেন জান্নাতের বাগানে বেড়াতে পারি

অদেখা দুইবোন।

আল্লাহ চাইলে আমাদের

দেখা হবে পৃথিবীতে।

নয়তো শুধু ব্লগেই আলাপন

সাক্ষাত হবে জান্নাতের সিঁড়িতে।

দাওয়াত রইলো আপুনির

কখনো যদি আসেন মদিনাতে।

মেহমান হবেন তখন

আমার ছোট্ট ঘরেতে।

ছোট্ট বোনের পাগলামি ছলে ক্ষমা করবেন বড়আপনি।

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321486
২১ মে ২০১৫ রাত ০২:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মাশা আল্লাহ

আমাদের সবার প্রিয় আপুনি সন্ধাতারা'পু কে নিয়ে লিখা চমৎকার কবিতাটি ভীশন রকম ভালোলাগায় আপ্লুত হলাম! জাযাকিল্লাহু খাইর আপুনি! Rose Good Luck Love Struck Angel Praying
২১ মে ২০১৫ দুপুর ১২:৫৫
262610
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুনি! আপনার মন্তব্য পড়ে মন পুলকিত হল হে প্রিয় বোন আমার। জাযাকিল্লাহু খাইরান আপি।

২৬ মে ২০১৫ রাত ১২:১৭
263647
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাদিয়ামণি। তোমাদের ভালোবাসায় আমিও সত্যি সত্যিই অন্নেক অন্নেক আপ্লুত।
321495
২১ মে ২০১৫ রাত ০৩:০৪
সন্ধাতারা লিখেছেন : Salam my beloved little apuji. It is really amaizing and heart melting writing what I can not express my inner feelings in words. I shall comment in Bengali later on as I can not comment it now. Jajakallahu khair apumoni.
২১ মে ২০১৫ দুপুর ১২:৫৭
262612
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুনি! আপনার আগমন মনের মাঝে আনন্দের ঢেউ তুলেছে আলহামদুলিল্লাহ। আপনি নিয়মিত আসুন, আমাদের মাঝে থাকুন এটাই আল্লাহর প্রার্থনা।
জাযাকিল্লাহু খাইরান আপি।

২২ মে ২০১৫ রাত ০৯:০৪
262941
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি কোথায়? ছোট ভাইটা আপনাকে খুঁজে বেড়াচ্ছে!!!!! আমার দুঃসময়ে আপনি শুধু পাশে নেই! কিন্তু কেন? @ সন্ধ্যাতারা
২৬ মে ২০১৫ রাত ১২:১৯
263648
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছোট ভাই। কে বলেছে পাশে নেই? পাশে আছি এবং সবসময় থাকার চেষ্টা থাকবে ইনশাল্লাহ।
321506
২১ মে ২০১৫ সকাল ০৫:১৪
কাহাফ লিখেছেন :
শ্রদ্ধেয়া আপুজ্বী সন্ধাতারা নিয়ে আন্তরিক দরদময় ছন্দায়োজনে আপনাকেও জাযাকিল্লাহ হে শ্রদ্ধেয়া বোন মাহবুবা সুলতানা লায়লা!
আপুজ্বী তো এসেই গেলেন আপনার লেখা দেখে!
আলহামদু লিল্লাহ! আলহামদু লিল্লাহ!! আলহামদু লিল্লাহ!!!
২১ মে ২০১৫ দুপুর ১২:৫৭
262614
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া!
আলহামদু লিল্লাহ! আলহামদু লিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!!
২৬ মে ২০১৫ রাত ১২:২১
263649
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্রদ্ধেয় কাহাফ ভাইয়া। ব্লগিং জীবনে যাদের কাছে ঋণী হয়ে আছি আমি তাদের মধ্যে অন্যতম ভাইয়া। আপনার শুধুই দোয়া।

২৬ মে ২০১৫ সকাল ০৫:৫৬
263682
কাহাফ লিখেছেন :
আপনদের পবিত্র ঈমানী সান্নিধ্য আমাদের ভাগ্যে মহান আল্লাহ অনেক অনেক দীর্ঘায়িত করুন-এই আর্জি তাঁর দরবারে শ্রদ্ধেয়া সন্ধাতারা ও মাহবুবা সুলতানা লায়লা আপুদ্বয়!
জাযাকুমাল্লাহু খাইরান ফিদ দারাইন!!
321538
২১ মে ২০১৫ সকাল ১১:৩০
বুসিফেলাস লিখেছেন : ফিরে আসুন Call Me
২১ মে ২০১৫ দুপুর ১২:৫৮
262615
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! জাযাকুমুল্লাহ খাইরান আপনাকে মন্তব্যের জন্য।
২৬ মে ২০১৫ রাত ১২:২৩
263650
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্রদ্ধেয় ভাইয়া। আপনাদের ডাকে ফিরে এলাম।
321543
২১ মে ২০১৫ সকাল ১১:৪১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু, আমার প্রিয় খালাম্মুনিকে নিয়ে আপনার লিখা কবিতাটি প্রাণ ছুয়ে গেল। জাযাকিল্লাহ খাইর।
২১ মে ২০১৫ দুপুর ১২:৫৯
262616
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান।
২৬ মে ২০১৫ রাত ১২:২৪
263651
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্রদ্ধেয় আংকেল। আসলেই ছোট বোনের মায়াভরা হৃদয়স্পর্শী কবিতাটি আমারও প্রাণ ছুয়ে গেল।
321549
২১ মে ২০১৫ দুপুর ১২:০১
ছালসাবিল লিখেছেন : সন্ধার তারা তাই দিনের বেলা কিভাবে দেখা যাবে! Tongue সারা রাত দেখা যাবে ইনশা আল্লাহ Love Struck Smug Day Dreaming
২১ মে ২০১৫ দুপুর ০১:০৩
262618
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট ভাইয়া! আমার সন্ধ্যা'তারাপি তো পৃথিবীর সন্ধ্যা তারাপি তাই সব সময়ি আসতে পারে। যদি আকাশের সন্ধ্যা তারাপি হতো তবে তো শুধু রাতেই আসতো। আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান।
২১ মে ২০১৫ দুপুর ০১:৩৭
262627
ছালসাবিল লিখেছেন : আপনার আপপপপি একজন কিপ্টুসসস লেডি Smug Worried Broken Heart
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১১
262694
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! কি জন্য এই কথা? ব্যাখ্যা চাই।
২২ মে ২০১৫ রাত ০৯:৫৩
262951
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম, দেখুন একটুও খাবার দাবারের ছবি দেয়না Worried খেতে না পারলেও তো একটু দেখে শান্তি পেতাম Crying
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২২
263155
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া!







নাও ছোট্ট ভাই এবার মনকে শান্তি করে পেট ভরে খেয়ে নাও। এবার খুশি?

২৪ মে ২০১৫ দুপুর ০৩:০০
263265
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুম আসালাম আপপপি Love Struck
চোখ ভরছে দেখে,
পেট ভরছে চেখে,
চোখের দেখা ফ্রি,
মুখে দিলে নট ফ্রি Crying
২৬ মে ২০১৫ রাত ১২:২৫
263652
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই বুঝি?
২৬ মে ২০১৫ রাত ১২:২৭
263653
সন্ধাতারা লিখেছেন : এতবড় শাস্তি ভাইয়া...!!
২৬ মে ২০১৫ রাত ১২:২৯
263654
সন্ধাতারা লিখেছেন : আমি অনেক ব্যস্ত তাই আমার ছোট বোন আপনাকে আপ্যায়িত করেছে। খেয়ে একটু বিশ্রাম করুণ কেমন!
321662
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সন্ধার আগে দেখা পাবেন কেমনে? সন্ধায় হাজির!
২২ মে ২০১৫ দুপুর ০১:৪৩
262862
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আমার সন্ধ্যা'তারাপি তো পৃথিবীর সন্ধ্যা তারাপি তাই সব সময়ি আসতে পারে। যদি আকাশের সন্ধ্যা তারাপি হতো তবে তো শুধু রাতেই আসতো। আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান।
২৬ মে ২০১৫ রাত ১২:৩১
263655
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় ভাইয়া। তাই বুঝি?
321937
২৩ মে ২০১৫ রাত ০৩:০৭
আব্দুল গাফফার লিখেছেন : মাসাল্লাহ!হৃদয়স্পর্শী প্রাণজুড়ানো ছন্দে ছন্দে প্রিয়আপনির জন্য লেখা ছড়াটা পড়ে ভীষণ ভালো লাগেছে । জাজাকাল্লাহু খাইরান
২৩ মে ২০১৫ সকাল ১০:০৬
263061
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! পড়ে মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান।
322015
২৩ মে ২০১৫ দুপুর ০২:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সন্ধ্যাতারা এসে পড়েছে....!ধন্যবাদ আপনাকে।
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
263156
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া ও ভাবি! আপনাকে সহ সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান সন্ধ্যাতারাপি আসার খবর দেয়ার জন্য!
১০
322146
২৪ মে ২০১৫ সকাল ০৮:০৯
বৃত্তের বাইরে লিখেছেন : এত মায়াময় ছন্দ দেখে ভালো লাগায় আপ্লুত হলাম। আপুর ব্যাস্ততা যাচ্ছে তাই কিছুদিন নিয়মিত হতে পারবেন না বলেছেন। আপু আমাদের সবার প্রিয়, বেশিদিন দূরে থাকতে পারবেন না আমাদের ছেড়ে Love Struck ধন্যবাদ আপনাকে আপু।
২৫ মে ২০১৫ দুপুর ০৩:২৫
263512
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার মন্তব্যের সাথে সহমত প্রকাশ করছি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File