আমার নীল পরি কি হয়েছে তোর???

লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ২১ মে, ২০১৫, ০২:০৮:০৭ রাত

দুঃখিত আপনার ডায়াল কৃত নম্বরটি এই মুহুর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন।।

হ্যা তোর নম্বরে আজ সারাদিন চেষ্টা করেছি। যদিও বিকেলে একটু ফোনটা অন করেছিলি তবুও রিসিভ করিস নি।

অনেক গুলো এস এম এস করেছি তোকে ভেবেছিলাম রিপ্লে দিবি। না তাও দিলিনা!!!

তোর কন্ঠ না শুনে আবারও চলে গেছে আরো ২৪টা ঘন্টা। আমার কাছে এই ২৪ ঘন্টা মনে হয়েছে ২৪ দিনের মতো। কিন্তু কেন???

তুই তো এমন ছিলিনা। তুই কি সেই লিমা যে এক মুহুর্ত আমার সাথে কথা না বলে থাকতে পারতিনা?

বড় জানতে ইচ্ছে করে তুই কি সেই লিমা? আমি ব্যাস্ততার কারণে ফোন রিসিভ না করলে যে লিমা অভিমান করে কাঁদতিস???

তুই কি আমার সেই বন্ধু যার সব কিছু আমার করতিস???

তুই এত্ত বেইমান কিভাবে হইলি? তুই না বলতি বেচে থাকলে প্রতিদিন এক সেকেণ্ড হলেও তোর খবরাখবর আমাকে জানাবি???

আজ দু দিন হয়ে গেলো তোর অবস্থা কিছুই জানলাম না। কেমন আছিস? কি হালে আছিস? বেচে আছিস? কিনা মরে গেছিস??

আরে বাবা মরে গেলেও তো তোর ফ্যামিলির কেউ ফোনটা রিসিভ করতে পারে? তোর ফোনটা চুরি হয়ে গেলে তো তোর কম্পিউটার থেকে ফেবুতে লগ ইন করে কিছু একটা উত্তর দিতে পারিস???

যেখানেই থাক ভালো থাকিস আমার বন্ধুত্ব ও ভালোবাসাটাকে যতনে রাখিস???

ইতি তোর--যাদু সোনা

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321487
২১ মে ২০১৫ রাত ০২:৪৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
321546
২১ মে ২০১৫ সকাল ১১:৪৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মানুষ বেচে থাকলে বদলায়, কারনে অকারনে বদলায়, সকাল বিকাল বদলায়.....।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File