হ্যা তুই এখনো আছিস। হ্যা আমিও এখনো আছি।
লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ০২ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৪:৫৭ রাত
"হ্যা এখনো জেগে আছি হয়তো আরো অনেক রাত জেগে থাকবো। তবে এখ ফোনে ঘন্টার ঘন্টা কথা বলার জন্য তোর মতো অভিমান করেনা,
:
"হ্যা, আগেও রাতে আকাশে চাঁদ উঠতো, এখনো উঠে তবে আগের মতো চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে মনের কথা বলার জন্য তোর মতো কেউ আকুল হয়না, আমিও চাঁদ দেখিনা,
:
"হ্যা নদীটাও আগেও ছিলো এখনো আছে শুষ্ক মওসুম তাই নদীর যৌবন নাই। বর্ষায় যৌবন ফিরে আসবে, এখন আর নদীর পাড়ে যাইনা, মনের কথা বলে নদীরপাড়ে যাওয়ার অনুভুতি জাগানোর জন্য তোর মতো আজ কেউ রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেনা।।
:
"হ্যা আগেও আগেও মোর অস্তীত্বে ছিলো, এখনো আছিস, থাকবিও, তুই তোর মতো ছিলি, এখনো তোর আছিস, থাকবিও। তবে আজ আমার চুম্বনের জন্য কেউ আজ অপেক্ষা করেনা,
।
"হ্যা আমি ছিলাম। আমি আছি, আমি থাকবোও, তবে হাঁসি খুশিতে রাখার জন্য তোর মতো কেউ কল দেয়, কাঁদতে না চাইলেও এখন কাঁন্না চলে আসে,
.
"হ্যা আগেও তোকে ভালোবাসতাম। এখনো ভালোবাসি। হ্যা আমি এখনো আছি।তবে আগের ভালো মতো নাই, মনে রাখিস আমি আছি। হ্যা আমি না মরে বেঁচে আছি। হ্যা আমি এখনো আছি।।
বিষয়: সাহিত্য
১৫৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন