Rose Rose"মদিনার চত্বরে" ছবি ব্লগ (৯পর্ব) Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৭ মে, ২০১৫, ১১:১৪:৫৫ সকাল



এই ছবিটা মসজিদে নব্বীর অভ্যন্তরীন অংশ! রিয়াদ্বুল জান্নাহ এর পাশে।



রিয়াদ্বুল জান্নাহ থেকে বের হয়ে আসার সময় উপরে রাসূল (সঃ) এর রওজার সবুজ গম্বুজের ছবি।



রিয়াদ্বুল জান্নাহ বরাবর উপরের ছবি। এখানে গিয়েই মানুষ দুই রাকাত নামাজ পড়ে।



মসজিদে নব্বীর মহিলাদের বাউন্ডারি মধ্যে পানির পান-পাত্র। সাথে ওয়ান টাইম গ্লাসের ব্যবস্থা। তবে এটা জমজম না।

মসজিদে নব্বীর ভেতরের পিলার। এর চতুর্পাশে আল-কোরআন রাখা থাকে! যাতে করে সহজেই মুসল্লিগণ পড়তে পারে। এছাড়া ও আল-কোরআন রাখার আলমারি বিশেষ ও আছে। সেখানে আল-কোরআন ও রেহাল একই সাথে রাখা। মুসল্লির গণের পড়ার সুবিদার্থে।



মসজিদের মহিলা সাইডে আল-কোরআন রাখার জন্য আলমারি বিশেষ।



মসজিদে নব্বীর উপরে গম্বুজ বিষিষ্ট ছাদ। এটা মাঝে মাঝে একপাশে খুলে দেয়া হয়। শীতের সময় রোদের জন্যে খোলা হয়। আর বেশী মেঘলা ধরে থাকলেও খুলে দেয়া হয়। এটা খুললে সরাসরি আকাশ দেখা যায় মসজিদে নব্বীতে বসে।



(জান্নাতুল) বা'কী কবরস্থানের পাশ দিয়ে মসজিদে নব্বীতে প্রবেশের রাস্তা।



জু'মার দিনে পায়ে হেটে মুসল্লিগণ মসজিদে প্রবেস করছেন।



মসজিদে নব্বীর চত্বরের ছবি।



মসজিদে নব্বীর কাঠের গম্বুজ খুলতে দেখা যাচ্ছে। এটা সুইচ দিলে একপাশে সরে গিয়ে আলোকিত করে দেয়।



মদিনার খেজুরের বাগান সমূহ!



মদিনার শহরে কিছু সবুজের দেখা পাওয়া যায়। যা মক্কা-মোকাররমায় চোখে পড়েনা। মদিনা শহরেই সবুজের কিছু কিছু দেখা মেলে। শহরের বাহিরে শুধুই মরুভূমি।



মদিনা শহরের রাস্তা ও রাস্তার মধ্যখানে খেজুর গাছের সারি।

আজকে আর নয়। আবার অন্যকোন পোস্টে ছবি শেয়ার করবো ইনশা-আল্লাহ!

বিষয়: বিবিধ

২০৬৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320511
১৭ মে ২০১৫ সকাল ১১:৩৩
আহমেদ ফিরোজ লিখেছেন : অনেক ভালো লাগলো। সরাসরি দেখতে না পারলেও ঢাকায় বসেই নিজেকে মদিনায় অনুভব করলাম। আল্লাহ যেনো সরাসরি দেখার তাওপিক দেন।
১৮ মে ২০১৫ দুপুর ১২:১০
261839
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে!
১৮ মে ২০১৫ বিকাল ০৫:২৬
261955
আহমেদ ফিরোজ লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম। আমিন।
320514
১৭ মে ২০১৫ সকাল ১১:৪৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আহমেদ ফিরোজ লিখেছেন : অনেক ভালো লাগলো। সরাসরি দেখতে না পারলেও ঢাকায় বসেই নিজেকে মদিনায় অনুভব করলাম। আল্লাহ যেনো সরাসরি দেখার তাওপিক দেন।
আমিও উনার সাথে তাওফিক কামনা করতেছি...।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৮ মে ২০১৫ দুপুর ১২:১০
261840
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে!
320522
১৭ মে ২০১৫ দুপুর ১২:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : May Almighty ALLAH except us to go there. show us the Holly place
১৮ মে ২০১৫ দুপুর ১২:১০
261841
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে!
১৮ মে ২০১৫ দুপুর ০২:১৭
261890
লজিকাল ভাইছা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু , আপু । আমীন ছুম্মা আমীন।
১৮ মে ২০১৫ দুপুর ০২:১৯
261891
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : জাযাকুমুল্লাহু খাইরান ফিদ্দারইন!
320539
১৭ মে ২০১৫ দুপুর ০১:৫০
হোসেন খিলজী লিখেছেন : আপনার লেখা ভালো লাগে । নিয়মিত লিখুন
১৮ মে ২০১৫ দুপুর ১২:১০
261842
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে!
320591
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান আপু । ছবি গুলো অনেক সুন্দর হয়েছে ।
১৮ মে ২০১৫ দুপুর ১২:১১
261843
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে! জাযাকিল্লাহ খাইরান!
320657
১৭ মে ২০১৫ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
বিশেষ করে রওজাতুজজান্নাত এর ছবি দেখে।
১৮ মে ২০১৫ দুপুর ১২:১১
261844
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে! জাযাকিল্লাহ খাইরান!
320704
১৮ মে ২০১৫ রাত ০৩:৩৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু! দেখতেই ইচ্ছে হয় শুধু তবু নয়ন যেনো জুড়ায় না! Day Dreaming

শুকরিয়া! Love Struck
১৮ মে ২০১৫ দুপুর ১২:১২
261845
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে! জাযাকিল্লাহ খাইরান!
320734
১৮ মে ২০১৫ সকাল ১১:২৬
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১৮ মে ২০১৫ দুপুর ১২:১৩
261846
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন আপনাকে সহ আপনার পরিবারকে মদিনাতে! জাযাকুল্লাহু খাইরান ফিদ্দারইন!
১৮ মে ২০১৫ রাত ০৯:৩৮
262006
আবু জান্নাত লিখেছেন : وعليكم السلام ورحمة الله و بركاته আপু আপনার দোয়াতে আমার মন ভরে গেল। হে মহান আল্লাহ, মদিনার মুসাফির তোমার এক বান্দী আমার জন্য দোয়া করেছেন, দয়া করে কবুল করগো মাওলা।
320843
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
আমিও লিখা শুরু করব ইন শা আললাহ।
ভালো লাগা রেখে গেলাম................
১৮ মে ২০১৫ রাত ০৮:৪৮
262000
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! শুরু করেন। আপনি তো ছেলে মানুষ যেখানে সেখানে দাড়িয়ে ছবি তুলতে পারেন আপনার লেখা খুবই ভালো হবে আশা করি ইনশা-আল্লাহ। ভালোলাগা রেখে যাবার জন্য আপনাকে জাযাকুমুল্লাহ!
১০
320879
১৮ মে ২০১৫ রাত ০৯:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বলতে ইচ্ছে করছে কবির সেই ইসলামী গান।..
“কে যাবে আজ বন্ধুরা মোর জলদি ছুটে আয়
মস্কো, পিকিং, আমেরিকা নয় সোনার মদিনায়।..
আপনাকে ধন্যবাদ।
১৯ মে ২০১৫ বিকাল ০৪:২৪
262157
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! উৎসাহ মূলক মন্তব্য দিয়ে যাবার জন্য আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান!
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
262178
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মন্তব্যের জন্য যেমন ধন্যবাদ আমাকে দিলেন, তেমনি প্রতি মন্তব্যের জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File