বাংলা ভাষাকে যারা হিন্দুয়ানী ভাষা বলেছিল সে সব গবেটদের প্রেতাত্বারাই শুধু বাংলা সনকে হারাম ও পহেলা বৈশাখ পালনকে হারাম বলতে পারে - লোকমান বিন ইউসুপ ( সাবেক শিবির নেতা )

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৭ মে, ২০১৫, ১০:৩৬:৫৯ সকাল



দয়া করে কেহ কি বলবেন :

১। বৈশাখ কোন ধর্মীয় উৎসব নয়। বৈশাখ কোন বিজাতীয় প্রোগ্রামও নয়। এটা বাঙ্গালী ও বাংলাদেশীদের সম্পদ। - এই কথাটা কতটুকু সঠিক ।

২। বৈশাখ সম্রাট আকবর শুরু করলে এইটা হিন্দুয়ানী হয় কেমনে? - দয়া করে বলবেন কি “ সম্রাট আকবর কি মুসলিম ? দিন-ই-ইলাহীর নবী কে ? “

৩। সম্রাট আকবরের সময় বাংলাদেশে মুসলিম জনসংখ্যা কত ছিল ? আমার জানা মতে বিট্রিশ আমলে ১৮৫৪ সালের আগে দুই বাংলা মিলে মুসলিমরা সংখ্যালঘু ছিল । তারা নববর্ষ পালন করতো না । - এই ব্যাপারে কেহ কি আরো তথ্য দিতে পারবেন ? ??

৪। মুসলিমদের প্রতিটা কাজই ইবাদত । কারণ আল্লাহ বলেছেন : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সুরা জারিয়াত : ৫৬ ।

সুতরাং মুসলিমদের জীবনে ধর্মনিরোপেক্ষ কোন উৎসব পালনের কথা আছে কি ? ইসলাম কি কোন জাতি বা ভাষা বা দেশ নির্ভর । যেমন : বাঙ্গালী / বাংলাদেশি ।

৫। আমি যত দুর জানি শাহবাগী নাস্তিক ও কমিউনিস্টরা ১৯৫৪ সালে সর্বপ্রথম হিন্দুয়ানী বাংলা নববর্ষ চালু করে । আর স্বেরাচারী লে জে হু মো এরশাদ ১৯৮৯ সালে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন ধার্য করেন । ১৯৮৩ সালে রমনা রেস্তোরা সর্বপ্রথম পান্তা ইলিশ চালু করে । কয়েক বছরের পুরাতন উৎসব কীভাবে হাজার বছরের ঐতিহ্য হয় ?

আর মুসলিমরা কেন চিহ্নিত নাস্তিক মিতা হক , ওহাহিদুল হক ও সাঞ্জিদা খাতুন প্রমুখদের বানানো হিন্দুয়ানী উৎসবে মজা করবে ।

৬। আর বেপর্দা আর খবিস নারীদের জমায়েত ঘটে হিন্দুয়ানী বাংলা নববর্ষের দিন । এই দিন কেন মুসলিম ছেলেরা বেপর্দা মেয়েদের কাছে যাবে ? ? ?

৭ । মুসলিম নববর্ষ হলো পহেলা মহহরম । এই দিন মুসলিমরা কেন পালন করবে না ? দয়া করে বলবেন কি ?

বিস্তারিত তথ্য আছে এই গানে :




https://www.youtube.com/watch?v=eEmyC5Dt32U




https://www.youtube.com/watch?v=A2_iCCJHXA8

ব্যতিক্রমধর্মী একটা স্যাটাস ফেসবুকে দেখায় তা আমি আপনাদের কাছে শেয়ার করলাম । সেই স্যাটাসের কিছু মন্তব্য তুলে ধরছি । কাউকে হেও করা বা অপমান করা আমার ‍উদ্দেশ্য নয় । আমার উদ্দেশ্য আপনার ইসলামের সঠিক মর্মবাণী সমাজে তুলে ধরুন । অন্তত এই পোস্টে ।









Md Azimul Islam : Vai na Jene, wrong info post kora thik na with due respect ...

April 13 at 8:48am · Like · 3

Abdul Karim এই সব মোল্লারা ফাতওয়ার মাধ্যমে হিন্দুকরণে আগ্রনি ভুমিকা রাখছে। রবিন্দ্র মৌলবাদি লুজার হিন্দির দালাদের কারনে মোল্লারা কঠোর অবস্থানে গিয়েছে।

April 13 at 9:13am · Like

Asraful Alam Complicated. .

April 13 at 9:19am · Like

AbuSamihah Sirajul-Islam This post only exposes your ignorance.....

April 13 at 9:21am · Like · 2

Mansur Rahman It is a sign of sickness.

April 13 at 9:25am · Like

Shuvro Chowdhury সায়াকুলুস সুফাহা...

April 13 at 10:01am · Like

Shuvro Chowdhury আর এই যে, তোমাদের কণ্ঠ ভুয়া হুকুম জারী করে বলতে থাকে এটি হালাল এবং ওটি হারাম, এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না।

সূরা আন নাহল/১১৬

April 13 at 10:04am · Like · 2

Md Azimul Islam Lok man Vai plz see my post

April 13 at 10:04am · Like

Eng Md Shajhan এ বিষয়টি অবশ্যই ব্যাখ্যার দাবি রাখে। যাতে কেউ ভিন্নভাবে না বুঝে।

April 13 at 10:32am · Like · 1

Abusaif Rahman আসসালাম....

প্রান্তিক চিন্তা ও বচন পরিতাজ্য,

যদিও তাতে আংশিক সত্যতা থাকে।

April 13 at 11:00am · Like · 2

নানা ভাই এমন প্রান্তিক বক্তব্য গ্রহণযোগ্য নয়।

April 13 at 11:21am · Like · 1

Shahin Hasnat "খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান" আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ও তাদের ভাষা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ সকল ভাষাই আল্লাহর সৃষ্টি। নববর্ষ উদযাপনে সমস্যা নাই তবে পদ্ধতিতে সমস্যা।

April 13 at 11:41am · Like · 10

Morshed Alam ভাই একটু বেশী হয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যে সহন শীল হওয়া ভাল্

April 13 at 11:47am · Like · 4

Jihad Ibney Emdad একটু বেশিই হয়ে গেল। আপনার মত পড়াশুনা জানা মানুষদের পক্ষ থেকে এরকম বক্তব্য আহত করে।

April 13 at 11:52am · Like · 5

Md Ziaur তোমাদের মত শিক্ষিত গাঁধারা যখন মাতৃভাষা দিবসকে ইংরেজী তারিখে পালন কর তখন তোমাদের বাংলা ভাষা প্রীতি কোথায় থাকে? এটা কি বাংলা ভাষা এবং তারিখকে অবমাননা এবং ইতিহাসকে আড়াল করা হয়না? নাকি চোরের মায়ের বড় গলা!

April 13 at 12:20pm · Edited · Like · 1

Badrul A Haroon ইসলামি সংস্কৃতি নিজেই স্বয়ংসম্পুর্ন। তা নাহলে খৃীষ্টিয় সাল গণনার প্রচলন থাকা স্বত্বে ও হিজরি সাল গণনার প্রয়োজন পড়তো না।

April 13 at 4:38pm · Like · 2

Khan Afroja বাংলা নববর্ষ পালন করা হারাম নাকি বাংলা নববর্ষ যে ভাবে পালন করা হচ্ছে এর বিকল্প ইসলামী নিয়মনীতি প্রচলন করতে না পারা ইসলামপন্থীদের ব্যার্থতা? বিকল্প নিয়মনীতি চালু না করতে পারলেই তাকে হারাম বলতে হবে এটি কোন ধরনের ফতোয়া?

টিভি দেখা হারাম কিন্তু টিভি প্রোগামের বিকল্প অনুষ্ঠান ডাঃ জাকির নায়েক প্রচলন করায় এখন ডাঃ জাকির নায়েক নিজেই হারাম(!) হায়রে ফতোয়।।

April 13 at 5:44pm · Like · 2

Lokman Bin Yousuf Badrul A Haroon খ্রীষ্টিয় সাল কি কুরআন বিরোধী?

April 13 at 6:23pm · Like

Lokman Bin Yousuf Khan Afroja এই ক্ষেত্রে আপনি চিন্তার সঠিক লাইনে আছেন।

April 13 at 6:24pm · Like

Lokman Bin Yousuf Moin Chowdhury আচ্ছা আপনি বলতে চাচ্ছেন ডা. জাকির নায়েক জাহান্নামে যাবেন? grin emoticon grin emoticon

April 13 at 6:25pm · Like

Lokman Bin Yousuf Moin Chowdhury বৈশাখ কোন ধর্মীয় উৎসব নয়। বৈশাখ কোন বিজাতীয় প্রোগ্রামও নয়। এটা বাঙ্গালী ও বাংলাদেশীদের সম্পদ।

বৈশাখ কোন ধর্মীয় উৎসব নয়। বৈশাখ কোন বিজাতীয় প্রোগ্রামও নয়। এটা বাঙ্গালী ও বাংলাদেশীদের সম্পদ।

April 13 at 6:27pm · Like

Lokman Bin Yousuf দিবস ও রাতের মালিক আল্লাহ। কোন দিবস তথাকথিত বিজাতি তৈরী করতে পারেনা। Moin Chowdhury

April 13 at 6:29pm · Like

Lokman Bin Yousuf Moin Chowdhury আচ্ছা টিভি সংবাদপত্র নেট কম্পিউটার গনিত বিজ্ঞান সহ অনেক কিছু পাশ্চাত্যর সাথে মিলে যাচ্ছে। এমন কি আপনার ফেইসবুকও। তাইলে কেমনে কি... আর যদি বুঝিয়ে থাকেন ,,...অন্যধর্মের সাথে মিলে যাচ্ছে তবে তা ঠিক আছে।

April 13 at 6:31pm · Like

Lokman Bin Yousuf Siddique Ahamed ঘৃনা দিয়ে পৃথিবী জয় করা যাবেনা। বৈশাখ সম্রাট আকবর শুরু করলে এইটা হিন্দুয়ানী হয় কেমনে?শুধু সেকুলার নয় পৃথিবীর সকল ভালপন্থীদের ভাল কাজকে বরন করতে ইসলামের কোন সমস্যা নেই। পৃথিবীর সকল সম্পদায়ের সব ভাল উদাহরনে কার্পন্যতা দেখানোটাই হল মননের

April 13 at 6:40pm · Like · 1

Lokman Bin Yousuf Md Ziaur আওয়ামীলীগ নাকি কমুনিস্ট? প্রথম দিনেই তুমিতে শুরু। তো তালতোভাই ভালা আছনি?

April 13 at 6:42pm · Like

Lokman Bin Yousuf Jihad Ibney Emdad পলিটিকেল ও বিদ্বেষ প্রসুত হারাম ইসলামকে বিকৃত উপস্থাপনায় সহায়ক।

April 13 at 6:43pm · Like

Lokman Bin Yousuf Morshed Alam পলিটিকেল ও বিদ্বেষ প্রসুত হারাম ঘোষনাকারীদের সাথে সহনশীলতা নয়। ইসলামকে তার রুপে উপস্থাপন জরুরী।

April 13 at 6:45pm · Like

Lokman Bin Yousuf Shahin Hasnat agree sir ....

April 13 at 6:45pm · Like

Lokman Bin Yousuf Mansur Rahman স্যার আপনার প্রেসক্রিপশান লেখার ফি কত... সিকনেসের জন্যে দেখা করতে চাই। যাক এমন ডাক্তার থাকলে শণৈ শণৈ উন্নতি। নো বল প্রাইজ নিশ্চিত।

April 13 at 6:47pm · Like

Jihad Ibney Emdad এখানে নিজেও আপনি বিদ্বেষ ছড়িয়েছেন।

আপনি একটা ক্লাশ করে দিয়েছেন ...

April 13 at 6:50pm · Like · 1

Morshed Alam পলিটিক্যাল বিকার গ্রস্থ হেয়ে চিন্তা কররে সমাজ জাতি সহ কেউ কিছু পাবেনা বরং যুগযুগথরে যা হয়ে আসচে সেটাই থাকবে । দরকার সটিক বুজের ও জ্ঞানের প্রসার ঘটিয়ে অগ্রসর হওয়া। হঠাত করে হাউ কাউ করলে বিশৃংক্ষলা হতে পারে।

April 13 at 6:53pm · Like

Lokman Bin Yousuf @AbuSamihah Sirajul-Islam সম্মানীয়...

অনেকক্ষন চিন্তা করলাম কি বলব। উত্তর খুজে পেলাম না। তবে একটি কথা মনে পড়ে গেল "আপনার থানার একজন বড় নেতা ব্যক্তিগত আলাপে আমাকে বলেছিল হিন্দুদের পড়তে দিয়ে আমার কষ্ট হচ্ছে।"। পরে আমি চিন্তা করলাম উনার আল্লাহ অমুসলিমদে...

April 13 at 6:54pm · Like · 1

Lokman Bin Yousuf Jihad Ibney Emdad যারা হারাম ঘোষনার খোদায়ী দায়িত্ব নিজের করে নিতে চায় তাদের জন্যে জেনে শুনে একটু কঠিন ভাষায় বললাম। কিছু করার ছিলনা। এই রকম পলিটিকেল হারাম ও বিদ্বেষ প্রসুত হারাম আমার অগ্রজ অনেকেই করেছেন।

April 13 at 6:56pm · Edited · Like

Moin Chowdhury jara fatwa diyacan tara ami r apner moto aam manus noy..rather knowledgeable manus in quran n authentic hadith....

facebook tho jogajoger maddom...kno practise noy...r facebook a valo karap 2ta way ta use kora jay...ami apnaka hadith reference dilam..b...See More

April 13 at 6:56pm · Like

Lokman Bin Yousuf Md Azimul Islam কুরআন পড়তে থাক ছোট ভাই। কুরআনই সমাধান।

April 13 at 6:57pm · Like

Moin Chowdhury and math, computer bla bla...gian er maddom...practise noy

April 13 at 6:57pm · Like

Badrul A Haroon আমি কুরআন বিরোধী বলিনি। আমি বলতে চেয়েছি মুসলমানদের নিজস্ব সাল গণনার নিশ্চয় আবশ্যকতা ছিলো বিধায় হিজরি সাল গণনা পদ্ধতি চালু করা হয়েছিলো তা না হলে তো খ্রীষ্টিয় পদ্ধতিই মুসলমানরা গ্রহন করে নিতো নতুন পদ্ধতি র প্রয়োজন পড়তোনা। ইসলামে এ পদ্ধতি চালু হয় নাই এজন্য যে মুসলমানরা নিজস্ব পদ্ধতি সরিয়ে রেখে অন্য সংস্কৃতি অনুসরন করবে।

ইসলাম শুধুই কি ধর্ম,

সংস্কৃতি নয় কি!!??@ Lokman Bin Yousuf

April 13 at 6:59pm · Like

Moin Chowdhury ar amr koter sata zakir naik er ki somporko?

April 13 at 7:01pm · Like

Lokman Bin Yousuf Moin Chowdhury প্রথমত ইসলাম পুরোহিতদের ধর্ম নয় যে একক ভাবে কেউ ফতোয়া দেয়ার অধিকার পেতে পারে। সেটা আমি আপনি আর যাদের প্রতি আপনার প্রচন্ড ঈমান তাদের কারো নেই। কুরআন তিবইয়ানান লিকুল্লি শাইয়িন। আমার মনোযোগ আল্লাহ ও তার কুরআনের প্রতি । আর কুরআন রাসুল সা: কে...

April 13 at 7:05pm · Edited · Like

Lokman Bin Yousuf Badrul A Haroon আপনি লজিকে আছেন। ব্যক্তি আক্রমনে যাননি।যা কুরআন বিরোধী নয় তা গ্রহনে কোন সমস্যা নেই। হিজরী সাল কে চালু করেছেন জানেন? আর সূর্য ও চন্দ্র এই দুটিকে বিবেচনায় নিয়ে ক্যালেন্ডারের ধারনা কুরআনে রয়েছে। সুতরাং খ্রিষ্টীয় বা ঈসায়ী সালও কুরআন বিরোধী ...

April 13 at 7:13pm · Like

Tanha Jinnat bortoman moderate muslim ra haram k jekono way te halal korar chestay lipto...era abar makkah madinar alem olamader cheyeo onk besi gyan rakhen...status dara tai promanito...

April 13 at 7:13pm · Like · 1

Ariyan Khan Hasib #right tanha...muslimder duy dibosh bade ar kono dibosh ney...1.Eid-Ul-Fitr..2.Eid-Ul-Adha..

April 13 at 7:17pm · Like

Ariyan Khan Hasib আমার বুঝে আসে না!!যারা হিন্দুদের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি হিসেবে পালন করে তারা আবার কেমন করে নিজেকে পাক্কা মুসলমান দাবি করে!! gasp emoticon ....আমি বলতে চাই,আপনি একজন মুসলমান হয়ে আপনি কেন হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করবেন!! gasp emoticon ...যেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য কত নব...See More

April 13 at 7:17pm · Like · 2

Md Azimul Islam Ok happy new year acceptable for Muslims !! Lok man Vai and chai

April 13 at 7:18pm · Like

Lokman Bin Yousuf Tanha Jinnat হারামকে হালাল আবার হালালকে হারাম বানানোর কোন সুযোগ নেই। আর মক্কামদীনার আলিমের চেয়ে কম বেশী বুঝে না বলে রেফারেন্স দিয়ে কথা বলুন। এখানে বৈশাখকে বাংলা সনকে আর বাংলাভাষাকে বিদ্বেষপ্রসুত ভাবে হারাম করার অনধিকার চর্চা করা হয়েছে। হারাম করার অধিকার শুধুমাত্র আল্লাহর।

April 13 at 7:18pm · Like

Mansur Rahman বৈশাখ পালনের কোন কোন অংশ ইসলাম সমর্থন করে।

April 13 at 7:19pm · Like

Badrul A Haroon আমি পজিটিভ ই থাকতে চাই। ভিন্নমত হলেই ব্যক্তি আক্রমন আমার অপছন্দ।

আমি শুধু বলতে চেয়েছি,

মুসলমানদের যেখানে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেখানে একই বিষয়ে নিজস্বটা রেখে ভিন্ন সংস্কৃতির চর্চা সংগত কি না!? @Lokman Bin Yousuf

April 13 at 7:20pm · Like

Mohammed Mostafa Ripon এভাবে পোস্ট দিয়ে বুজানো অনেক জটিল।এটা আজকের সৃষ্ট নয়।মোল্লাদের ফতওয়ার কারনে আমরা এইসব বিয়য়কে ইগনোর করতে করতে আমরা আমাদের জাতিতাত্তিক সংস্কৃতির উপাদান গুলুকে পৌত্তলিকদের হাতে ছেড়ে দিয়েছি।অবস্থা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে এগুলু থেকে পুরু জাতিকে বের করা আনা...See More

April 13 at 7:24pm · Like

Lokman Bin Yousuf Mansur Rahman ছিছি ,,... শরম ..সিক ,মানুষের সাথে কথা বলতে নেই। রেস্ট নিন। ঘুমান। কালকে পহেলা বৈশাখ। বৈশাখে কিন্তু বৃষ্টি হয়। আর শীতকালে খেজুরের রস খাইয়েন। বর্ষাকালে হাতে ছাগাটা রাইখেন। সিক ব্যক্তির কথার নজরানা।

April 13 at 7:24pm · Like

Lokman Bin Yousuf Mohammed Mostafa Ripon এরা যুগে যুগে চপেটাঘাত খাবে। আর চোখের পানি ফেলে পরাজিত হতে হতে এরা বুঝে যাবে। সামনের থ্রেড হল আমাদের জাতির নারীরা।

April 13 at 7:25pm · Like · 1

Lokman Bin Yousuf Badrul A Haroon কুরআন বিরোধী নয় এমন কোন কিছুকে গ্রহনে বাধা নেই।

April 13 at 7:26pm · Like

Badrul A Haroon আর সুন্নাহ!?

April 13 at 7:28pm · Like

Lokman Bin Yousuf Tanha Jinnat মক্কামদীনার আলিম এটি স্পিসিপিক করুন।

April 13 at 7:28pm · Like

Lokman Bin Yousuf Badrul A Haroon সুন্নাহ নিয়ে আপনার ধারনা ব্যাখ্যা করলে বলতে পারি। কুরআনে রাসুল সা: এর দায়িত্ব বণির্ত রয়েছে।

April 13 at 7:29pm · Like

সীমান্ত ঈগল বুঝছি!! নতুন হিন্দুয়ানী মুফতি সার্টিফিকেট পাইছেন।

April 13 at 7:30pm · Like · 1

Lokman Bin Yousuf K M Ariyan Hasib যাক মুহতারাম.... ইসলাম কায়িম কি.... এটা একটু ব্যাখ্যা করবেন? অনেক দিন ধরে বিশ্বস্ত লোক খুজতেছি ...ইসলাম কায়িম কি এটার উত্তর পাওয়ার জন্যে। উত্তর দিয়ে বাধিত করবেন।

April 13 at 7:32pm · Like

Badrul A Haroon রাসুল(সHappy এর পুরো যাপিত জীবন ই আমার মতে সুন্নাহ।

April 13 at 7:35pm · Like

Lokman Bin Yousuf Badrul A Haroon সব সুন্নাহ পালনে অবলিগেশান নেই।

April 13 at 7:36pm · Like

Siddique Ahamed বাংলাভাষী মুসলিমদের বর্ষবরন সংস্কৃতি আর্য্য কর্তৃক বহু পূর্বেই হাইজ্যেক হয়েছে।

মুসলিমগন অবশ্যই ইসলাম বিরুধী ষডযন্তকে ঘৃনা করবে।ইদানীংপহেলা বৈশাখ

পালন বাংলাদেশী মুসলিম বিরুধী ষডযন্ত।...See More

April 13 at 7:37pm · Like

Abdul Karim ছবির সহিত, সাউদির জাতিয় দিবস পালনের বেলায় উক্ত আলেমদের ফাত্বওয়া ঝনঝন করেনা।

April 13 at 7:46pm · Like

Abdul Karim উপমহাদেশের মূসলিম শাসকরা বহিরাগত, এখানের অনেক মুসলিম তাদের ন্যারেটিভে ভাবে

April 13 at 7:49pm · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই bangali chetona, bangla vashar chetona, bangalio culture ar name a akhon ja kora hosse aguloke konodino ar islami koron shomvob noi, karon agulo nastik abong hindu guruder dara drived hoia gese already

April 13 at 7:49pm · Like · 1

জামাত-দেওবন্দী ঐক্য চাই islame kono borshoboron jaij nei sohih hadis dara promanito

April 13 at 7:51pm · Edited · Like

গোলামের গোলাম পহেলা বৈশাখের উৎসবের নামে বাজনার তালে তালে লাফালাফি করা অবশ্যই ইসলাম বিরোধী কাজ। মুসলমানদের যাপিত জীবন, ইবাদত বন্দেগি সব কিছুই চান্দ্র বছরের উপর নির্ভরশীল। এর মধ্যে নতুন কিছু যুক্ত করাই বিদাত বলে অবশ্যই পরিত্যজ্য।

April 13 at 7:53pm · Like

Lokman Bin Yousuf Siddique Ahamed সব কিছুতে ষড়যন্ত্র তত্ত্ব খুজিনা। ষড়যন্ত্রকে সপ্তযন্ত্র দিয়ে মোকাবিলা করা যায়। চোর চোর মানসিকতা ছাড়তে হবে। আমরা সন অব সয়েল। সকল কিছুকেই ইসলামী করন করা যায়। শুধুমাত্র কুরআন ঘোষিত হারাম ছাড়া। কুরআন ঘোষিত হারামের সামঞ্জস্য বিষয়ও হালালযোগ্য নয়। সকল ভাল কিছু ইসলাম এর সিনোনিমস।

April 13 at 8:10pm · Like

Moin Chowdhury soto vrantho logic diya harram ka halal korra jay na...jara ai fatwa diyacan, jannasunay diyacan....

April 13 at 8:10pm · Like

Lokman Bin Yousuf গোলামের গোলাম জুহরের সালাত এর আয়াতে সুর্য ধারনা আছে।আমার মনে হচ্ছে আপনার বিদাতের ধানা পরিষ্কার নয়। প্লিজ ক্লারিফাই।

April 13 at 8:13pm · Edited · Like

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই "সহীহ" কনসেপ্ট মানুষ ঘোষিত ও নির্ধারিত। কুরআনই সন্দেহমুক্ত একমাত্র সহীহ।

April 13 at 8:14pm · Like

Lokman Bin Yousuf Siddique Ahamed পলিটিকেলী ও বিদ্বেষপ্রসুত ভাবে হালালকে হারামও করা যায় না। Moin Chowdhury

April 13 at 8:26pm · Edited · Like · 1

Lokman Bin Yousuf Moin Chowdhury হাদীস কুরআনের সাথে কনফ্লিক্ট করলে বাতিল।

April 13 at 8:16pm · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই আল্লাহ আপনার উপর কিতাব (আল-কুরআন) ও হিকমাহ নাযিল করেছেন।” [সূরা নিসা:১১৩]

রাসুল সা.- বলেন, আমাকে কুরআন এবং অনুরুপ আরেকটি বস্তু দেয়া হয়েছে। অচিরেই একদল লোক আসবে ,যারা সোফাতে হেলান দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলবে, তোমরা শুধু কুরআন মানবে।...See More

April 13 at 8:16pm · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই http://www.today-bd.net/.../detail/4803/TrueIslam/9201...

টুডে ব্লগঃ হাদীস অস্বিকার কারী আহলে কুরআনগণ নি:সন্দেহে অমুসলিম

এ ব্লগে সেলিম জাহাঙ্গির সহ কিছু ব্লগে কিছু ব্লগার রয়েছেন যারা হাদীস...

today-bd.net

April 13 at 8:17pm · Like

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই হাদীস কুরআনের সাথে কনফ্লিক্ট করলে বাতিল।

April 13 at 8:17pm · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই shei foisala mujtahidgon diai gesen

April 13 at 8:18pm · Like · 1

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই মুজতাহিদের সংজ্ঞা কি?

April 13 at 8:20pm · Like

Siddique Ahamed উট পাখি বালিতে মাথা ঘুঝে রাখলে বালি ঝড় বন্দ্ব হয়?আপনি না চাইলে ও এদের ষডযন্ত বন্দ্ব হবে না। সংস্কৃতি রাজনীতির হৃদস্পন্দন।

April 13 at 8:21pm · Like

Moin Chowdhury o tay vuji..

I m striving hard to clarify myself....do it off yours...please

u thought u just explore quraan.......See More

April 13 at 8:22pm · Edited · Like

Siddique Ahamed Lokman Bin Yousuf

April 13 at 8:22pm · Like

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই

Lokman Bin Yousuf's photo.

April 13 at 8:24pm · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই kon kon hadis rasuler nijer ijtihad silo ar kon kon hadis ohi silo all e ase fikaher kitabe, fikah opurnago noi completely ase shob

April 13 at 8:27pm · Like

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই ফিকাহর কিতাব শেষ সমাধান নয়। ফিকাহ কিয়ামাত পর্যন্ত তৈরী হতে থাকবে। গবেষনার দরজা উন্মূক্ত ও উৎসাহিত করা হয়েছে। অনেক ফিকাহর কিতাব আপগ্রেডেশানের দরকার। যুগের অনেক প্রশ্নে সমাধান পুরোনো ফিকাহতে নেই।

April 13 at 8:30pm · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই u have no idea about ruls of fikah, keamot porjonto all shomossha shomadhaner usul ase usule fikahte, ja dia all juger mujtahidgon e tader nij nij juger foisala dia jassen abong jaben keamot porjonto, boishakhi udjaponer name ja cholse ta je 100 % haram ta all mujtahidgon akmot, apni nijeke mujtahid dabi korle aladabepar, akjon mujtahid hote hole take koiti gean a parodorshi hote hoi ta may be apni janenna

April 13 at 8:33pm · Like

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই //u have no idea about ruls of fikah,//এতক্ষন তো বিতর্কের লাইনে ছিলেন। আর এখন তো গায়েব ধইরা টান দিলেন।

April 13 at 8:38pm · Like

Koushik Ahmed হা ,হা হা , যাক মেলাদিন পরে একটা চুপা মালু @Lokman Bin Yousuf ধরা পড়িছে ।

April 13 at 8:44pm · Edited · Like

জামাত-দেওবন্দী ঐক্য চাই gaib noi apnar privious coment dara jeta bujha jai tai bollam vai

April 13 at 8:42pm · Like

Lokman Bin Yousuf জামাত-দেওবন্দী ঐক্য চাই মুজতাহিদের ধারনাটি মানুষের মনে করা নিয়ে। যাদের আপনি মুজতাহিদ ভাবেন তারা কি নিজেদের মুজতাহিদ দাবী করেছেন? না কি মুজতাহিদ সার্টিফিকেট দেয়ার কোন বৈধ কর্তৃপক্ষ আছে? এটা মুসলিম জনতার বা মুসলিম জ্ঞানীদের কারো জ্ঞানে কোন কোন আলিমকে সম...See More

April 13 at 8:42pm · Like

Lokman Bin Yousuf Koushik Ahmed ফ্রেন্ডলিস্ট থেকে বিদায় হোন নিজ দায়িত্বে। ব্যক্তি আক্রমনকারীদের সাথে তাদের মতই আচরন করে থাকি।

April 13 at 8:43pm · Like

Md Azimul Islam নতুন দিন তথা সূর্যকে স্বাগত জানানো:

এ ধরনের কর্মকান্ড মূলত সূর্য-পূজারী ও প্রকৃতি-পূজারী বিভিন্ন সম্প্রদায়ের অনুকরণ মাত্র, যা আধুনিক মানুষের দৃষ্টিতে পুনরায় শোভনীয় হয়ে উঠেছে।

তথাকথিত বুদ্ধিজীবী সমাজের অনেকেরই ধর্মের নাম শোনামাত্র গাত্রদাহ সৃষ্টি হল...See More

April 13 at 8:45pm · Like

বিষয়: বিবিধ

২০৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320506
১৭ মে ২০১৫ সকাল ১১:১৫
বেআক্কেল লিখেছেন : বহুত লম্বা লিখা কখন শেষ হইবে বুঝিতে পারলাম না, তাই সারাংশ দিয়া কহিলাম, 'বৈশাখের সাথে মুসলমানের কুন সম্পর্ক নাই, এইটা হিন্দুদের অনুষ্ঠান, তথা বাঙ্গালীদের অনুষ্ঠান, আর হিন্দু সুশীলেরা দাবী করে যে, বাঙ্গালী মানেই হল পিন্দু'
১৭ মে ২০১৫ সকাল ১১:২৭
261581
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনার কথা ১০০% সঠিক ।

আমরা বড় জোড় মুসলিম বাঙ্গালী আর নাগরিক হিসেবে বাংলাদেশি ।

আমরা বাঙ্গালী মুসলিম নই । আমরা মুসলিম বাঙ্গালী । আমরা আগে মুসলিম , তারপর বাঙ্গালী আর সবার শেষে বাংলাদেশি ।

যদি আমাদের কেহ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেয়, তখন সে হবে মুসলিম বাঙ্গালী এবং নাগরিক হিসেবে সে অস্ট্রেলিয়ান ।

আমি বাংলাদেশি । কারণ আমার বাংলাদেশের পরিচয়পত্র আছে । পাসপোর্ট আছে । যদি এই দেশের রাষ্ট্র নায়করা এই দেশকে সাংবিধানিকভাবে নাস্তিক রাষ্ট্র বা ধর্মহীন রাষ্ট্র ঘোষনা করে, তাহলে মুসলিম হিসেবে এই রাষ্ট্রশক্তির বিরোদ্ধে জান-মাল দিয়ে যুদ্ধ ঘোষনা করা আমার ঈমানী দায়িত্ব ।

আমাদের ভুলে গেলে চলবে না - এই দেশ মুসলিমদের দেশ । এই দেশ ১৯০৫ সাল ও ১৯৪৭ সালের চেতনার ধারাবাহিকতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে ।

সুতরাং ইসলাম ধর্মের লোকদের চিন্তা-চেতনাকেই সবার আগে এই দেশের রাষ্ট্রযন্ত্রকে মূল্য দিতে হবে ।
১৭ মে ২০১৫ দুপুর ১২:৩২
261598
হতভাগা লিখেছেন :
আমরা আগে মুসলিম , তারপর বাঙ্গালী আর সবার শেষে বাংলাদেশি ।


০ আমরা সবার আগে মুসলিম ঠিক , তবে এরপর বাংলাদেশী এবং পরে বাঙ্গালী । কারণ বাঙ্গালী দুই প্রকার এক হল কাপুরুষ বাঙ্গালী যারা অন্য ভাষার আগ্রাসনে নিজেদের বিলিয়ে দেয় আর আরেকটা হল বাংলাদেশী বাঙ্গালী যারা ভাষার জন্য রক্ত দিতে পারে।
১৭ মে ২০১৫ দুপুর ০১:১৫
261604
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : হতভাগা : আপনার কথা যুক্তিসংগত ।

আমরা মুসলিম । তারপর বাংলাদেশি । সবার শেষে সাহসী বাঙ্গালী ।

বাঙ্গালী হিন্দুরা হলো কাপুরুষ ও ভীতুর জাত । তারা শুধু পারে মুসলিমদের বিরোদ্ধে ষড়যন্ত্র করতে ।
320524
১৭ মে ২০১৫ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : বাংলা নববর্ষের প্রনেতা দ্বীন-এ-ইলাহীর প্রবর্তক সম্রাট আকবর । এটা হল বিভিন্ন ধর্মের একটা মিক্সচার ।

সম্রাট আকবর হিন্দু বাইজীর (যোধা) প্রেমে মজে ছিলেন বিধায় হিন্দুদের প্রতি এবং হিন্দু ধর্মের প্রতি উনার একটা দূর্বলতা ছিল । আবার নিজের ধর্মকেও ছাড়তে পারেন না ।

ইসলাম এগুলোকে অনুমোদন করে না ।

আর ১ লা বৈশাখের বেশীর ভাগ একটিভিটিজই হল হিন্দুয়ানী সংষ্কৃতি থেকে লব্ধ যেটা ইসলামী শরিয়তের সাথে স্বাভাবিক ভাবেই সাংঘর্ষিক ।

বাঙ্গালীর চেতনা ও ঐতিহ্য এখন থেকে বাংলাদেশী মুসলমানদের কালচার থেকেই আসা উচিত যেটা অবশ্যই হবে ইসলামে শরিয়তের সাথে সামন্জস্যপূর্ণ । কারণ বাঙ্গালী চেতনার ধারক বাহক বাংলাদেশী মুসলমানেরা । দাদারা নন।
১৭ মে ২০১৫ দুপুর ০১:২৩
261605
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি ভারত বেড়াতে গিয়েছিলাম । দেখলাম আকবর হলো বদের হাড্ডি । সে তার মহলে হিন্দু পতিতাদের জন্য মন্দির বানিয়েছে । আর আরবী ফার্সি অক্ষরে চীন আর ইরান থেকে শিল্পী এনে লিখেছে : পৃথিবীতে থাকে যদি জান্নাত, তাহলে এই সেই । (নাউজুবিল্লাহ)

এই জন্য এই মুর্তাদটার নাম লেখার সময় অমুসলিমরা লেখে আকবর দি গ্রেট ।

তার ছেলে জাহাঙ্গীর তার আত্মজীবনীতে তার বাবা যে ইসলাম ত্যাগী মুর্তাদ ও কাফের ছিল তা স্বীকার করেছেন । তিনি বলেছেন : আমি আমার বাবার কাজের সাথে এক মত নই । তবে আমি শাসক হিসেবে হিন্দুদের সহানুভতির নজরে দেখবো । কারণ তারা আমার প্রজা । তাদের ভাল-মন্দ দেখার দায়িত্ব আমার । তবে আমি তাদের হিদায়াত প্রদর্শনের চেষ্টা করছি । কিন্তু আমি ব্যর্থ । কারণ তারা প্রচন্ড গোড়ামীপূর্ণ লোক ।
মুসলিমদের উচিত সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী পড়া । তাহলে আকবর যে কি শয়তান - তা বোঝতে পারবে । কিন্তু সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্হায় হিন্দুরা নিয়ন্ত্রন করে । পাঠ্যপুস্তকগুলোকে হিন্দুয়ানী করা হয়েছে । শাহবাগী মার্কা করা হয়েছে । ধর্মহীন করা হয়েছে । এই অশুভ কাজের বিরোদ্ধে জনগণকে সাথে নিয়ে এই অশুভ কর্মকারী লোক ও গোষ্ঠীকে প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File