Rose Rose আত্মার খোরাক (১৩) Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৬ এপ্রিল, ২০১৫, ০২:১০:২১ রাত

মুসলামানের পরষ্পরের উপর পরষ্পরের হক্ব সম্পর্কে হাদীসঃ-

"হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ মুসলমান পরষ্পরের ভাই। সতরাং সে তার উপর কোন প্রকার জুলুমও করতে পারেনা এবং তাকে অসহায় অবস্থায় ফেলতে পারেনা। আর যে তার মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। অনুরুপ ভাবে যে কোন মুসলমানের দুঃখ দুর করে দিবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দুর করে দিবেন। আর যে ব্যাক্তি কোন মুসলমানের ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ হাশরের দিন তার ত্রুটিও গোপন করে রাখবেন।"

(বুখারী, মুসলিম)

হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ তোমার মুসলমান ভাই জালেম হোক, কিংবা মজলুম হোক, তাকে তুমি সাহায্য করবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী (সঃ)! মজলুম কে তো আমি সাহায্য করতে পারি, কিন্তু জালেমকে আমি কি করে সাহায্য করবো? হুযুর (সঃ) বললেন, তুমি তাকে জুলুম হতে বিরত রাখবে এটাই হবে তোমার জন্য তাকে সাহায্য করা।"(অর্থ্যাৎ একজান মুসলমানকে যখন জুলুম হতে বিরত রাখা হয়, তখন তাকে একটি ভয়ংকর পাপ কার্য হতে ফিরান হয়, পাপ কার্যটি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতো। আর এটাই হলো তাকে সাহায্য করা।)

(বুখারী,মুসলিম)

হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ যে মহা-মহীয়ান আল্লাহর হাতে আমার জান, আমি তার শপথ করে বলছি, কোন লোকই প্রকৃত মু'মিন হতে পারবেনা, যে পর্যন্ত না সে নিজের জন্য পছন্দ যা করে, তা তার অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে।"

(বুখারী, মুসলিম)

হযরত আবু আইউব আনসারী (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) কারো পক্ষে (মুসলমান) ভাইয়ের সহিত তিন দিন ও রাত্রি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ হবে না, এমন ভাবে যে, পরষ্পর পরষ্পর হতে মুখ ফিরিয়ে নিবে। হাঁ তাদের এ নিরবতা প্রথমে যে সালাম দিয়ে ভঙ্গ করবে সেই উত্তম।"

(বুখারী, মুসলিম)

ব্যাখ্যাঃ- যদি কোন কারনে দু'জন মুসলমানের মধ্যে মনোমালিন্য ঘটে আর তার ফলে তাদের সম্পর্ক তিক্ত হয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়, তাহলে তাদের এ অবস্থানটা তিন দিনের বেশী বজায় থাকাটা ইসলামের দৃষ্টিতে দোষণীয়। তিন দিনের মধ্যেই তাদের মনোমালিন্য মিটিয়ে ফেলা উচিৎ। আর এব্যাপারে উভয়েরমধ্য যে ব্যক্তি প্রথম তার রাগ প্রশমিত করে অন্য ভাইয়ের প্রতি মিলনের হাত প্রসারিত করবে, তাকেই হুযুর (সঃ) উত্তম ব্যাক্তি বলে আখ্যায়িত করেছেন।

শিক্ষাঃ- এই হাদীসদ্বয় থেকে আমাদের জন্য শিক্ষনীয় হলো মানুষের হক্ব সম্পর্কে জানা ও মানুষের হক্ব পুরোপুরি আদায় করতে সচেষ্ট হওয়া। বর্তমানে আমরা মানুষের হক্ব তো আদায় করিইনা তারউপর যত জুলুম আছে তা প্রয়োগ করি। মহান আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন জানার তৌফিক দিন ও সে অনুযায়ী আমল করার ও তৌফিক দিন। আমিন ছুম্মা আমিন!

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316880
২৬ এপ্রিল ২০১৫ রাত ০২:১৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ!

হাদীসগুলো পড়ার সুযোগ করে দেয়ার জন্য শুকরিয়া! শুধু পড়ে যাওয়া নয় বরং যথাযথ আমল করার জন্য দোআ প্রার্থী! জাযাকিল্লাহু খাইর! Good Luck
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৯
258076
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন!
316885
২৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ ইসলামী বিষয় নিয়ে আলোচনাটি উপহার দেবার জন্য।
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২০
258077
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন! আপনাকে যাযাকুমুল্লাহ!
316908
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:০১
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। নিত্য কোরআন হাদিস পড়ে,শত কর্মীর সামনে হযরত ্ওমর ্ওসমানের হৃদয় বিদারক গল্প বলে অন্যকে অবেগাপ্লুত নেতার চরিত্রে হিংসাত্মক ভাব দেখে কেবলী হতাশ হই। তিলকে তাল করে ও এরা ক্ষান্ত হয়না। এদের দৌদন্ড প্রতাপে চার বছর সংগঠন থেকে দুরে ছিলাম। মাঝে মধ্যে কেন জানি খুব হতাশা অনুভব করি।

ধন্যবাদ আপনাকে সে সব অমুল্য কথাগুলো তুলে ধরার জন্য।
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৩
258078
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! মজুমদার ভাইয়াকে বলবো কোন ব্যক্তির কারনে জ্ঞানার্জন থেকে দুরে থাকা ঠিক নয়। কোন ব্যক্তি কোন কাজে দোষারোপিত হয় মনে রাখতে হবে সে একাই দোষী, ব্যক্তির কারনে সংগটন বা কোন প্রতিষ্ঠান দায়ী নয়। মহান আল্লাহ আমাদেরকে সহীহ বুঝ দান করুন আমিন আল্লাহ কবুল করুন! আপনাকে যাযাকুমুল্লাহ!
316912
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। আল্লাহ আমাদের এসব মানার তৌফিক দান করুক।
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৩
258079
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন! আপনাকে যাযাকুমুল্লাহ!
316929
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪১
আফরা লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু আপু ।

জাজাকাল্লাহ খাইরান আপু ।
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫০
258088
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন! আপনাকে যাযাকুমুল্লাহ!
317225
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
দারুন লিখেছেন।অনেক ধন্যবাদ।
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৮
258462
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমিন আল্লাহ কবুল করুন! আপনাকে যাযাকুমুল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File