জীবনের উদ্দেশ্য পুরন করতে হলে.....✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ এপ্রিল, ২০১৫, ০২:২০:৫৩ রাত
একটি ভূমিকম্প এলো আর আমরা হতভম্ব হয়ে গেলাম! আমরা কি মৃত্যুর স্বাদের কথা ভুলে গেছি?
((জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে))
ভূমিকম্পের একটি আজব দৃশ্য দেখতে চাইলে এখানে ক্লিক করুন https://m.facebook.com/story.php?story_fbid=679038172206165&id=100002999668667&fs=1 আমরা প্রতিদিন মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি কিন্তু মহান আল্লাহর হকুম এলে আমরা যতই পালানোর চেষ্টা করিনা কেন মৃত্যু আমাদেরকে খূঁজে বের করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বাধ্য করবে.....!
আমরা মৃত্যুর আসংঙ্কায় পালাবো কেন? আমরা কি মৃত্যুর জন্য তৈরী নয়?
আমরা আল্লাহর হকুম অনুযায়ী জীবন যাপন করিনি বলেই আমরা মৃত্যুর আসংঙ্কায় দৌড়ে পালানোর চেষ্টা করি।
আল্লাহর হকুম অনুযায়ী জীবন যাপন করতে পারলে মৃত্যু আমাদের দেখে ভয় পেতো!
আল্লাহর হকুম ও মোহাম্মদ ( সাঃ) দেখানো পথে ক্ষণস্থায়ী জীবনকে পরিচালিত করতে হবে, তবেই জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে পারব আমরা।
জীবনের উদ্দেশ্য পুরন করতে হলে আমাদেরকে জানতে হবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি!!
কোরআন ও সহী হাদীসের আলোকে জানা যায়, মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধু মাত্র পরিক্ষার জন্য। সুতরাং ক্ষুদ্র এই জীবনে আল্লাহর কোরআন ও মোহাম্মদ ( সঃ ) রেখে যাওয়া জীবনই আমাদের পরিক্ষার জন্য প্রশ্ন ও উত্তর পত্র।
কোরআন ও সহী হাদীস জানার মানার মানসিকতা তৈরী করতে পারলেই আমরা জীবনের মূল উদ্দেশ্য পূর্ণ করতে পারব ইনশাআল্লাহ।
কোরআন ও সহী হাদীস অনুযায়ী পরিচালিত হোক আমাদের জীবন! আল্লাহ আমাদেরকে তৈফিক দান করুন। আমিন।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এই তো, এই মাত্র ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ৫ দেশ। নেপালের লামজুংয়ে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প হয়। এতে রাত ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৫-এ। আহত হয়েছেন কয়েক হাজার। হতাহতের এ সংখ্যা ক্ষণে ক্ষণে বাড়ছে। এখনো বহু লোক ধ্বংস স্তুপে আটকে আছে। ।
এখন আমাদের সবার উচিত হবে ভুমিকম্প পরবর্তি উদ্ধার তৎপরতা বন্ধ রাখা। আগে সবাইকে ধুকে ধুকে মরতে দিন এবং আল্লার স্বাধ পুরণ হতে দিন।
এখন আমাদের সবার উচিত হবে ভুমিকম্প পরবর্তি উদ্ধার তৎপরতা বন্ধ রাখা। আগে সবাইকে ধুকে ধুকে মরতে দিন এবং আল্লার স্বাধ পুরণ হতে দিন।
উদ্ধার তৎপরতা বন্ধ করার জন্য কি আমার লেখার আলোচনার বিষয়? আমার লেখার উদ্দেশ্য আপনার অবিশ্বাসী মাথায় ঠুকবেনা!
উদ্ধার তৎপরতা চালিয়ে কি আপনি মৃত ব্যক্তিকে জিন্দা উদ্ধার করতে পারবেন? না পারবেননা। সুতরাং মৃত্যুর কাজ থেকে কেউ রক্ষা পাবেনা, আমি মনে প্রাণে বিশ্বাস করি মৃত্যুর পরের জীবনকে, সেই জীবনই দির্ঘ্য স্থায়ী।
আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য নিজদের প্রস্তুত করে রাখা।
যেন মৃত্যুর পরে উত্তম জীবন পায়।
চিরন্তন সত্য মৃত্যু সবাই কে পাকড়াও করবেই!
স্বীয় আমল অনুযায়ী এই মৃত্যু কে উপভোগ করবে বান্দারা!
সত্য উপস্হাপনায় স হমত ও জাযাকাল্লাহ!!
হে আল্লাহ আমর ঈমানকে মজবুত করে দিন ।আমীন ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
বিষয়টা উল্লেখ না করলে পাঠকেরা হয়তো বিব্রত হবে, তাই..... ধন্যবাদ মন্তব্যের জন্য।
মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
সকল স্বাদ বিধ্বংষী মৃত্যুর কথা স্মরনে এনে দিয়ে এই সতর্ক পোস্টের জন্য শুকরিয়া!
সেদিন আমরা যেনো সফলকামদের তালিকায় থাকতে পারি আমিন!
শুকরিয়া!
দারুন লিখেছেন।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন