ভাল বন্ধু হয়ে!! ( ধারাবাহিক গল্প ৫)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৩১:৩৪ বিকাল
ভাবি মনে অনেক কষ্ট পেল পরশ যায়না ভাবির ঘরে তাই। ভাবি ভাবতে লাগলো কোন কথায় হয়তো কষ্ট পেয়েছে পরশ কিন্তু খুজে পেলনা কোন উত্তর! মনে পড়লো ভাবির পরশের একটি কথা পরশ একদিন বলেছিল আমি আল্লাহর জন্য আপনার সাথে সম্পর্ক করবো আর তারই জন্য ভাঙবো। পরশ আরো বলেছিলো আমি ততক্ষন সময়ই ওখানে অবস্থান করি যতক্ষন সময় ওখানে আমার সম্মান থাকে এরপর যখন আমার সম্মানে আঘাত আসার কোন সম্ভবনা থাকে বা ভয় করি আমি সেখানে আর থাকিনা।
এবং আপনি যতসময় আমাকে ভাল ভাববেন ততসময়ই আপনার সাথি হবো কোন কারনে খারাপ ভাবলে আর আমি তা জানতে পারলে আমি নিরবে সরে যাবো ভাবি! তবে আমাদের সম্পর্ক থাকবে দুরবর্তী হয়ে সেদিন যদি আপনার মনে কষ্ট আসে তো আমার ক্ষমা করে দেবেন! সেদিন পরশ একথা গুলো বলেছিল হাসতে হাসতে আর ভাবিও হেসেই বলেছিল তোর বর আসলেও আমার থেকে অনুমতি নিয়ে তোকে নিতে হবে! তোর বরেরও সাহস হবেনা আমার পরশকে আমার অনুমতি ছাড়া নিয়ে যায়!
রোকেয়া ভাবলো এমনি কিছু হয়েছে হয়তো কোন কারনে পরশ মনে কষ্ট পেয়েছে! ভাবি পরশের জন্য কয়েকবার আসল দিনের বেলা কিন্তু পেলোনা পরশকে। সন্ধ্যার পর এসে পেলো; বলল কিরে পরশ কি পাইছত আমার সাথে কয়েকদিন ধরে দেখা নাই আমার ঘরে যাসনা কারন কি?
পরশ ও ভাবীর সম্পর্ক নিয়ে নানা জনে নানান মন্তব্য করলেও ভাবী কিছুই মানতে পারেনা।
পরশ ভাবির কাছ থেকে লোকের ভিন্ন কথা গুলো লুকাতে চাইলো কারন পরশ চায়না কোন সমস্যা করে ভাবির সাথে তার সম্পর্ক ভেঙে যাক। সে চায় সম্পর্ক থাকুক তবে আসা যাওয়া কমিয়ে দেবে। যাতে করে লোকের মন্দ মন্তব্য থেকে বেঁচে থাকতে পারে তারা উভয়েই। কিন্তু ভাবি বেচারা নাছোড় বান্দি সে পরশকে নানা ভাবে জিজ্ঞাসা করছে কেন পরশ তুই আমার ঘরে যাসনা? কে কি বলেছে আমাকে বল।
পরশ চুপ করে থেকে বলে ভাবি কেউই কিছু বলেনি তবে আমার সামনে পরীক্ষা তাই আমি পড়াশুনা নিয়ে ব্যস্ত আপনি কিছু মনে করবেন না ভাবি। রোকেয়া মানতে পারেনা সে বলে আমি জানি আমার পরশ বোনটার মাথা এত গোবর দিয়ে বানানো না। সে অল্প পড়েও ভালো পরীক্ষা দেয়ার মত মাথা আল্লাহ তাকে দিয়েছে।
আমি কিছুই জানিনা তুই চল আমার সাথে আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি, ভেবেছি তুই দুপুরে আসবি তাই আমিও তোর জন্য একাকি খাইনি। যখন আসলি না, ভাবলাম বিকেলে হয়তো আসবি তখন দুজনে একসাথে খাবো। কিন্তু বিকেল গড়িয়ে রাত হয়ে গেলো তুই আসলিনা তাই তোকে নিতে এসেছি চল আমার সাথে।
পরশ বলে ভাবি আপনি যান আমি আরেকদিন আসবো ইনশা-আল্লাহ এখন যাবোনা। পরশ ভাবির হাত থেকে নিজের হাত ছাড়াতে চায় কিন্তু পারেনা। ভাবি খুবই কষে ধরে আছে পরশের হাত। পরশ কয়েকবার ছাড়াতে চেষ্টা করে এবার চুপচাপ বসে আছে। ভাবি টানাটানি করতে থাকে পরশকে কিন্তু পরশ শুধু বলে ভাবি আমাকে জোর করতে হবেনা আমি আজকে না আরেক সময় যাবো। আপনি চলে যান।
চলছে, চলবে.........।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালোলাগা।
মন্তব্য করতে লগইন করুন