Rose Good Luckমু’মিন Good Luck Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৮ অক্টোবর, ২০১৪, ০১:৫০:২৮ রাত

হেলা খেলায় যাচ্ছে চলে

এই দুনিয়ার জীবন।

কখন যেন ছিনতাইকারির বেশে

হানা দেবে মরন।

জানি না’কো কেমন জানি

মৃত্যু হবে আমার।

হাদীসে পড়ে ছিলাম

শেষ ভাল যার সব ভাল তার।

এমন করেই মৃত্যু মোর

ঈমানের সাথে হয়।

ভাবতে পারি আমি

আমার আখেরাত হবে কল্যানময়।

এর বিপরীত হয় যদি

আল্লাহ না করুন।

আমার আখেরাত হবে তখন

কতই না নিদারুন।

আমার আখের পরিণতি দেখে

হাসবে জান্নাতবাসীগণ।

তাই আমলের সাথে চলবো আমি

করছি আজি পণ।

আল্লাহ করুন মু’মিনাহ হয়ে

মরন যেন হয়।

প্রার্থনা করি সদাই

আখেরাত যেন হয় শান্তিময়।

দুনিয়াতে আমি গরীব হয়েই

যায় চলে যাক দিন।

আখেরাতে যেন পরিচিত হই

আমি একজন মু’মিন।

দুনিয়া দিও সাদাসিদা

আখেরে দিও নাজাত

এপ্রার্থনাই সকাল সাঝে

এই তো মনের একান্ত আর্তনাদ।

১৫ই মার্চ ২০১৪

মদিনা মনোয়ারাহ্

বিষয়: সাহিত্য

১০১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278784
২৮ অক্টোবর ২০১৪ রাত ০২:০১
আফরা লিখেছেন : মরন কখন কোথায় আসবে জানি না । মৃত্যুটা কেমন হবে তাও জানি না ।

হে আল্লাহ যখন যে অবস্থায় মৃত্যু হোক মৃত্যুটা ঈমানের সাথে দিও । আমীন ।

কবিতা ভাল হয়েছে আপু ।
২৮ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৫
222520
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন ছুম্মা আমিন!
278790
২৮ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।। যেতেই হবে।।
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
222695
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : এটাই পরম সত্য কথা!
278792
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৩:৩৪
নাছির আলী লিখেছেন : আমিন।
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
222696
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন ছুম্মা আমিন!
278814
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩১
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
222697
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালোলাগা অনুভুতি রেখা যাবার জন্য যাযাকুমুল্লাহ
278830
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৯
মামুন লিখেছেন : ভালো লাগার অনুভূতি রেখে গেলাম... Rose
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
222698
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালোলাগা অনুভুতি রেখা যাবার জন্য যাযাকুমুল্লাহ খাইরান!
278842
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০২
কাহাফ লিখেছেন :
মহান রবের কাছে আকুতিপুর্ণ এমন নান্দনিক কাব্যিকতার সুবাস ছড়িয়ে গেলেন শ্রদ্ধেয়া মাহবুবা সুলতানা লায়লা আপুজ্বী!
পরওয়ারদিগারের কাছে অনুরুপ মিনতী আমারও!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান আপনাকে। Thumbs Up Thumbs Up Thumbs Up
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
222699
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ সবার সাথেই নিরাপদ ব্যবহার করুন! আমিন!
284175
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : একদিন চলে যাব,একদিন চলে যেতেই হবে
ভাবতে এই মনে বড় কষ্ট হয় । Sad Sad Sad
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৩
227577
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চলে যাওয়াটাই বড় সত্য!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File