মু’মিন
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৮ অক্টোবর, ২০১৪, ০১:৫০:২৮ রাত
হেলা খেলায় যাচ্ছে চলে
এই দুনিয়ার জীবন।
কখন যেন ছিনতাইকারির বেশে
হানা দেবে মরন।
জানি না’কো কেমন জানি
মৃত্যু হবে আমার।
হাদীসে পড়ে ছিলাম
শেষ ভাল যার সব ভাল তার।
এমন করেই মৃত্যু মোর
ঈমানের সাথে হয়।
ভাবতে পারি আমি
আমার আখেরাত হবে কল্যানময়।
এর বিপরীত হয় যদি
আল্লাহ না করুন।
আমার আখেরাত হবে তখন
কতই না নিদারুন।
আমার আখের পরিণতি দেখে
হাসবে জান্নাতবাসীগণ।
তাই আমলের সাথে চলবো আমি
করছি আজি পণ।
আল্লাহ করুন মু’মিনাহ হয়ে
মরন যেন হয়।
প্রার্থনা করি সদাই
আখেরাত যেন হয় শান্তিময়।
দুনিয়াতে আমি গরীব হয়েই
যায় চলে যাক দিন।
আখেরাতে যেন পরিচিত হই
আমি একজন মু’মিন।
দুনিয়া দিও সাদাসিদা
আখেরে দিও নাজাত
এপ্রার্থনাই সকাল সাঝে
এই তো মনের একান্ত আর্তনাদ।
১৫ই মার্চ ২০১৪
মদিনা মনোয়ারাহ্
বিষয়: সাহিত্য
১০১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ যখন যে অবস্থায় মৃত্যু হোক মৃত্যুটা ঈমানের সাথে দিও । আমীন ।
কবিতা ভাল হয়েছে আপু ।
মহান রবের কাছে আকুতিপুর্ণ এমন নান্দনিক কাব্যিকতার সুবাস ছড়িয়ে গেলেন শ্রদ্ধেয়া মাহবুবা সুলতানা লায়লা আপুজ্বী!
পরওয়ারদিগারের কাছে অনুরুপ মিনতী আমারও!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান আপনাকে।
ভাবতে এই মনে বড় কষ্ট হয় ।
মন্তব্য করতে লগইন করুন