কাব্যে সূরা- ইখলাছ
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৮ অক্টোবর, ২০১৪, ০১:৪৮:৪৮ রাত
মুশরিকরা যখন জানতে চেয়েছিল
আল্লাহ তায়ালার বংশ পরিচয়
তার জবাবে এ সূরাটি
তখন নাজিল হয়।
যুগে যুগে আল্লাহর একত্ববাদের
ঘোষণা দিয়েছে যারা
ইখলাছ মানে আন্তরিকতা
মেনে নিয়েছে তারা।
আল্লাহ একক অদ্বিতীয়
নেই কেউ শরিক তার
শরিক যারা করে তারাই
কূফরী শক্তির তাবেদার।
আল্লাহ তায়ালা অমূখাপেক্ষী
স্বয়ং সম্পূর্ণ
শরিক করে যারা মূখাপেক্ষী তারা
তারাই অপরিপূর্ণ।
তিনি কাউকে দেন নাই জন্ম
তাঁকেও জন্ম দেয় নাই কেউ
যারা বলে তাঁর সন্তান আছে
এবং বিশ্বাস করে যে বে কুফ সে ও।
তার সমকক্ষ নেই কেহ নেই
ত্রিভূবনের মাঝে
এ সত্যটুকু স্বীকার করতে
কেন মর তুমি লাজে।
আল্লাহ একক অদ্বিতীয়
সবকিছু তাঁর সৃষ্টি
আমরা শুধু চাই যে তোমার
রহমতেরই দৃষ্টি।
বিষয়: সাহিত্য
১০২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে আমার প্রিয়তে রাখলাম।
সবাই যখন বলছে "ভালো"
আমি কি বলবো "নয়"?
মাত্রা-প্রমাদ শব্দচয়ন-
পড়তে যে কষ্ট হয়
উপায় কি মহাশয়???
জানি মাত্রা-প্রমাদ শব্দচয়ন পড়তে কষ্ট হয়
এই জন্যত লেখাটা বন্দ করা ঠিক নয়
লিখতে লিখতে একদিন জানি
পাকা লেখক হয়।
প্রথম প্রথম একটু কষ্ট করে
পড়ে নিতে হয়।
মন্তব্য করতে লগইন করুন