তাঁর ভয়ে মু'মিন হও

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ জুন, ২০১৪, ০৭:৪৬:০৫ সন্ধ্যা



ফুল ফলে শস্যে পূর্ণ

আমাদের এই দেশ!

সবুজ শ্যামল বন-বনানী

রূপের নেই যে শেষ!

নদী-নালা সাগর তীরে

বৃষ্টি মেঘের খেলা!

বাংলা যেন ঐ মহানের

নেয়ামতের মেলা!

লক্ষ কোটি নেয়ামতে

এই ভূমি যে ভরা!

মন্দ লোকের অপকর্মে

নেমে আসে খরা!

নদী-নালা গাছ-গাছালি

পাখ-পাখালি দিয়ে!

ছোট্ট এই জম্মভূমি

দিয়েছেন সাজিয়ে!

ষড় ঋতুর নানা রূপ

দিয়েছেন প্রভু!

সৃষ্টি রাজির অকল্যাণ

হয় না যেন কভু!

আল্লাহ দিলেন শুদ্ধ খাবার

মানুষ তাতে মিশায় বিষ!

মানুষ হত্যায় কি যে শাস্তি

রাখেনা তো তার হদিস!

শোন মানুষ, সব কাজেতে

সদাই সত্য কথা কও,

এক আল্লাহর পথে চলে

তাঁর ভয়েতে মু'মিন হও।

৫ই জুন ২০১৪ মদিনা মনোয়ারা সৌদি আরব!

বিষয়: সাহিত্য

১০০৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231945
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
পুস্পিতা লিখেছেন : এই একটি ভয়ই সবকিছুকেই সুন্দর করতে পারে।
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
178680
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সঠিক কথা বলেছেন পুস্পিতা আপু, শুধুমাত্র ভয়ই মানুষকে মু'মিন বানাতে পারে! আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন। আমিন।
231948
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
ছিঁচকে চোর লিখেছেন : শোন মানুষ, সব কাজেতে
সদাই সত্য কথা কও,
এক আল্লাহর পথে চলে
তাঁর ভয়েতে মু'মিন হও।

Rose
০৭ জুন ২০১৪ রাত ০৮:০৮
178684
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য যাযাকাল্লাহু খাইরান ফিদ্দারইন!
231968
০৭ জুন ২০১৪ রাত ০৮:২৯
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের দেশে কি নেই? নেই শুধু ভাল মানুষ। মানুষ কত কিছুই না করছে..মারামারি থেকে শুরু করে হত্যা-গুম-চিনতাই-আরেকজনকে টকানো....
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০৫
178967
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শুধুমাত্র আল্লাহর ভায়ই মানুষকে সৎ পথে রাখতে পারে। নয়তো মানুষ মিথ্যার সাগরে ডুবে মরবে, হারাবে দু'কূল! আল্লাহ হেদায়াত দিন সবাইকে
231978
০৭ জুন ২০১৪ রাত ০৮:৪২
সন্ধাতারা লিখেছেন : একটি ধর্মীয় অনুশীলন যাবতীয় পাপাচার থেকে রক্ষা করে। এ কারণেই বলা হয়, মিথ্যা কথা সকল পাপ কাজের মা।
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০৫
178968
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর বলেছেন!
শুধুমাত্র আল্লাহর ভয়ই মানুষকে সৎ পথে রাখতে পারে। নয়তো মানুষ মিথ্যার সাগরে ডুবে মরবে, হারাবে দু'কূল! আল্লাহ হেদায়াত দিন সবাইকে
232032
০৭ জুন ২০১৪ রাত ০৯:৪০
আহ জীবন লিখেছেন : তারে ভয় পাই কাজের পর বিপদে পড়লে,তার আগে ভুলে থাকি।
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০৬
178970
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ঠিকই বলেছেন!
শুধুমাত্র আল্লাহর ভয়ই মানুষকে সৎ পথে রাখতে পারে। নয়তো মানুষ মিথ্যার সাগরে ডুবে মরবে, হারাবে দু'কূল! আল্লাহ হেদায়াত দিন সবাইকে
232121
০৮ জুন ২০১৪ রাত ১২:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর কবিতা শুভ কামনা কবির জন্য
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০৬
178971
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার জন্যেও শুভ কামনা!
০৮ জুন ২০১৪ দুপুর ০১:১১
178973
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4114/sirajazad/46684#.U5QMXSdPLE
আপনাকে পড়ার আমন্ত্রণ
০৮ জুন ২০১৪ দুপুর ০১:১১
178974
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : Click this link
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৩
186241
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ধন্যবাদ দেখে নেবো সময় করে ইনশা-আল্লাহ
০৯ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৮
196557
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ঘুরে আসলাম আপনার ব্লগে! অভিজ্ঞতা হলো অনেক! ধন্যবাদ উপকারি লেখা পোষ্ট করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File