ভাল দৃষ্টান্ত স্থাপন করা কি এদের পক্ষে এতই কঠিন??
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৭ জুন, ২০১৪, ০৭:৩০:৫১ সন্ধ্যা
আমাদের পরলোকগত প্রেসিডেন্ট জনাব জিল্সালুর রহমান সাহেব তার শেষ জীবনে যে শ্রেষ্ঠ কাজগুলি করে নিজেকে এমন এক ব্যক্তি হিসাবে প্রমাণ করে গিয়েছেন যা বাংলাদেশের সচেতন ও বিবেকবান মানুষেরা বহুদিন ধরে বিবেকের দংশনে জর্জরিত হতে থাকবে। আর অপরাধীরা তার মত লোকের অপেক্ষায় থেকে অনায়াসে খুন খারাবী করতে থাকবে।
কাজগুলো হলো -
খুনি সাজাপ্রাপ্ত ও ফাসির দন্ডাদেশ প্রাপ্ত এমন ২২ সন্ত্রাসীদের নিজের ক্ষমতা বলে মাফ করে দিয়ে আরো খুন করতে সহায়তা করার সুযোগ করে দিয়ে গেছেন।
আবার শেখ হাসিনাও যে রেকর্ড সৃষ্টি করল তাও বিবেকবানদের জন্য মর্মপীড়া হয়ে থাকবে এবং গড ফাদাররা হুঙকআর দিয়ে দেশে চরম অরাজকতা সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করতে থাকবে।
ছবি দেখেই বুঝবেন তিনি কি করতে চান।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সুন্দন মন্তব্যের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন