''মুসলমানের প্রতিজ্ঞা''

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ আগস্ট, ২০১৩, ০৮:১৯:৪৬ রাত

মুসলিম হয়ে জন্মেছি মোরা

করবো ভাল কাজ,

গুনাহ থেকে থাকবো ফিরে

চোখে রাখবো লাজ,

শির্ক থেকে থাকবো বেঁচে

সকল মুসলমান।

গরীব দুঃখী সব মানুষকে

করবো দু'হাতে দান।

ঈমানের অংশ লজ্জা

মেনে চলবো সদা।

ভুল হলে মাফ করো

ওগো দয়াল খোদা।

ভাল লাগা, মন্দ লাগা

যেন তোমার তরেই হয়।

মুসলিম মোরা আদম সন্তান

এই তো পরিচয়।

ভুল করলেও চালিও সদা

তোমার রাজীর পথে।

শক্তি দিও চলতে মোদের

ঈমানী প্রতিজ্ঞাতে,

পাপ করি, ভুল করি

মাফ করে দিও,

আমাদের প্রতি দয়া করে

রহমতের নজরে তাকিও,

গুনাহগার অধম মোরা

পরকালে দিও জান্নাতের সুখ।

দেখিও না এ দু'চোখে

জাহান্নামের মুখ।

১৯শে ফেব্রুয়ারী ২০১২

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File