বীর মুজাহিদ

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১১ আগস্ট, ২০১৩, ০৮:২০:৩৫ রাত

মুসলমানের এই দুর্দিনে

একটি দল-ই করছে প্রতিবাদ,

জিন্দাবাদ,বীর মুজাহিদ জিন্দাবাদ

আল্লাহর সৈনিক জিন্দাবাদ।

ভন্ডদের আজ হিংস্র থাবায়

সারা বিশ্বে আহাজারী,

সব যুলুম-ই পন্ড যাবে

ইনসাফি আইন হবে জারি।

দুনিয়াটা ভরে গেছে

কুফুর আর হায়ানায়,

যুলুম আর নির্যাতনে

মা বোনরা কাতরায়।

ভন্ডদের শ্রম পন্ড করে

মজলুমানের দ্বারে চল,

আমরা হলাম বীর মুজাহিদ

মুক্তিকামী বীরের দল।

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File