‘’মানব চেতনা জেগেছে এবার’’
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ এপ্রিল, ২০১৩, ০১:২৭:০৫ দুপুর
অবাক হয়েছি সবে বাংলার ইসলামই চেতনা দেখে। এতদিন যে শোষন হয়ে আসছিল তার অবশান এবার ঘটবে ইন.....লাহ। আল্লাহ চাহে তো ইন........লাহ সাড়া বিশ্ব এবার দেখছে বাংলার মানুষ কতটা ইসলাম প্রিয়, কতটা রাসূল (সঃ) প্রেমীক, আজ আর গোপন নেই বাংলার ইসলাম প্রিয় মানুষ জীবন দিতে জানে ধর্মের তরে। তারা কতটা ত্যাগ করে ঢাকা লংমার্চে এসেছে তা ঢাকার মানুষের অজানা নয়।
আজ সকাল থেকে দেখলাম বৃহত চিটাগাং রোডে কত বড় বড় ইসলামই হেফাজতের মিছিল। এমিছিল দেখে মনে হয়েছে যেন মহান আল্লাহর ফেরেশতাদের দ্বারা সাহায্য করছেন। নয়তো বিভিন্ন জেলা থেকে ঢাকা এসে পৌছানোর কোন সম্ভবনাই ছিলনা। মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে ঢাকা এসে পৌছিয়েছে আল................লাহ। বাংলার বুকে যেন ইসলামের শানে লাখো মানুষের ঢল নেমেছে।
বাংলার পথঘাট যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এ যেন মনে করিয়ে দেয় ইসলামই চেতনা, নবী (সঃ) এর জীবনীতিহাস। যেন গত তিনদিন থেকে বাংলার বুকে নতুন করে জেগেছে আত্মচেতনা। মানব চেতনা জেগেছে এবার। সত্যের ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়েছে আলেম ওলামা সহ আবাল বৃদ্ধ বোনিতা এমন কি শিশু কিশোর। মনে নিয়ে শাহাদাতের তামান্না আর আর মাথায় নিয়ে সাদা কাফন।
তারা ঘর ছেড়েছে একমাত্র আল্লাহর ডাকে হেফাজতে ইসলামের নামে। যুগে যুগে যখনই মানুষ গোমরাহীতে বেশি লিপ্ত হয়েছে সব যুগেই মহান আল্লাহ সেই গোমরাহীকে মোকাবেলা করেছেন তার প্রিয় বান্দাদের জবান দিয়ে, হাত দিয়ে, এবং ঈমানী শক্তি দিয়ে। তারই রেশ ধরে এখনো মানুষ সত্য প্রতিষ্ঠায় জীবন বিলাতে প্রস্তুত হয়েছে এবার। আমার মায়েরা বোনেরা ঘরে বসে বসে রোজা রেখে, নফল নামাজ পড়ে, এবং দু’হাত মহান আল্লাহর দরবারে তুলে আকুল ভাবে ফরিয়াদ জানাচ্ছে,
হে আল্লাহ! আমাদের ইসলামকে আপনি শক্তিশালি করুন আপনার অনুগ্রহে, আজকে যারাই ঢাকা লংমার্চে এসেছে তাদের অধিকাংশই গত কয়েকদিন ধরে নফল রোজা ও নফল নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে উড্ডীন করার জন্য। আজকেই এই শান্তির মিছিলে শান্তির আয়োজনে যোগ দেয়া ধর্মপ্রান মুসলমানের উপর গুরুদায়িত্ব, আজকের এই ডাকে যারাই চুপ থাকবে বা মুখ ফিরিয়ে নেবে বা
কটিলতা জটিলতার সৃষ্টি করবে, বা বিপরীত মুখী কর্মসূচি বাস্তবায়নের কুন্ঠাবোধ হবে বুঝতে হবে তারাই প্রকৃতপক্ষে মহান আল্লাহ ও তার প্রিয় নবী (সঃ) বিদ্দ্যেশী। আমরাও ঘরে বসে মহান আল্লাহর দরবারে তাদের এই ত্যাগকে তাদের এই কোরবানিকে কবুল করুন। সমস্ত গোমরাহী থেকে বাংলাদেশকে মুক্ত করুন। আজকের এই আয়োজনকে সফল করুন মহান আল্লাহর কাছে প্রার্থনা
তিনি হেফাজতে ইসলামের সব কাজকে কবুল করুন তাদের সত্যেরপক্ষের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করুন। আর তাদের এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তির ও রহমতের বৃষ্টি বর্ষন করুক আর যে যেখানে আছে সবাইকে মহান আল্লাহ হেফাজতের সাথে রাখুন। আমিন!! আমিন!! আমিন!! ছুম্মা আমিন!!
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন