ঈমানের বলে বলিয়ান প্রতিবাদী জনতাকে রুখবে সাধ্য কার ??

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ০৬ এপ্রিল, ২০১৩, ০১:৩৩:৪৯ দুপুর



আজ সকাল থেকেই অফিসে বসে কাজের ফাকে ফাকে অনলাইনে নিউজ Facebook আর ব্লগে লংমার্চের খবর দেখছি-পড়ছি আর দু-চুখের কোন বেয়ে ঝর ঝর করে পানি পড়ছে , আবেগে আপ্লুত হচ্ছি বার-বার , শুকরিয়া জানাচ্ছি মহান বারি তা'আলার আর দোআ করছি সেই সব ভাইদের জন্য যারা বাস-ট্রাক না পেয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে হাতে তসবীহ,মুখে জিকির নিয়ে শত বাধার প্রাচীর ডিঙিয়ে পায়ে হেটে হেটে ঢাকায় আসছে......স্যালুট জানাই আমার এই সংগ্রামী ভাইদের , প্রতিবাদী জনতা যখন রুখে দাড়ায় তাদের রুখার সাধ্য কারো হবেনা , জয় আমাদের হবেই ইনশাআল্লাহ ।

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File