কা’বা শরীফের প্রধান ইমাম শায়খ ডঃ আব্দুর রহমান আস-সুদাইসের জীবন কথা"

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১২:০১ দুপুর



সঊদি আরবের আল-ক্বাসীম এলাকার বুকাইরিয়া শহরে তার জন্ম হয় ১৩৮২ হিজরীতে। তার মানে ২০১৪ সালে তাঁর বয়েস হলো মাত্র ৫৩ বছর। তিনি ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। প্রায় ১২ বছর বয়েসে তিনি পবিত্র কোরআনের হাফিয হন। লেখাপড়া করেছেন রিয়াদে। ১৯৯৫ সালে মক্কার উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয়-এর শরিয়া ফ্যাকাল্টি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তিনি ছোট বেলার একটা ঘটনা বলতে গিয়ে খুব আবেগী হয়ে যান। ছোট বেলায় কি একটা দুষ্টুমি করেছিলেন ফলে তার মা তার ওপর রেগে যান। রেগে গিয়ে বলেনঃ তুই বের হয়ে যা, গিয়ে হারামাইনের ‘ইমাম’ হ।

আল্লাহ সুবহানাহু ও তায়ালা তার আম্মার এই দোয়া কবুল করেছেন। তিনি কা’বা শরীফের ইমাম হওয়ার আগে অনেক ছোটবড় মসজিদের ইমামতিও করেছেন।

তিনি উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তিনি শরীয়া কোর্টের বিচারপতিও ছিলেন। তাঁর এই গুরু দায়িত্বের পাশাপাশি তিনি সব সময় শিক্ষকতার পেশাকে অত্যন্ত সম্মানের সাথে কাছে টেনে নিয়েছেন। সৌদি সরকারের অনুমোদিত জামেয়াতুল মা’রেফা আল-আলামিয়্যাহ (নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর) যার শিক্ষকতায় আছেন সৌদি গ্রান্ড মুফতি, ধর্মমন্ত্রী সহ অনেক উচ্চ পদস্থ উলামায়ে কেরাম।

তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা হলো ৯টা এবং আরো ৬ টি গ্রন্থ ও গবেষনা পত্র প্রকাশের অপেক্ষায় আছে।

তিনি খুবই বিনয়ী। সব সময় সাধারণ মানুষদের কাছে থাকতে ও সাথে থাকতে ভালোবাসেন। তিনি এখন কা’বা শরীফ ও মসজিদে নববীর প্রধান ইমাম। কিন্তু এখনও তিনি ক্লিনারদের সাথে বসে ইফতার করতে ও খাবার খেতে পছন্দ করেন। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকেন। সবার সাথে হাসি মুখে মন খুলে কথা বলেন। খুব বিনয়ের সাথে নরম ও মিষ্টিস্বরে কথা বলেন। তিনি হাল্কা কৌতুক করতে ও চুটকি বলতে পছন্দ করেন। তবে, নামাযে দাড়ালেই কেঁদে ফেলেন।

শেখ সুদাইস একবার এক টিভি অনুষ্ঠানে প্রশ্নোত্তর দিচ্ছিলেন। এমন সময় এক মহিলা ফোন করে বলেনঃ আমি স্বপ্নে দেখেছি যে এক বড় বিখ্যাত শায়খ কা’বা শরীফে উলংগ হয়ে কা’বা শরীফ তাওয়াফ করছেন। তিনি আমার কোন আত্মীয় নন, বা কাছের কেউ নন। কিন্তু আমি তাকে খুব ভালো করেই চিনি। এই স্বপ্নের ব্যাখ্যা কি?

তখন শেখ সুদাইস বললেনঃ সেই লোকের জন্যে সুসংবাদ, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছেন এবং তিনি গুনাহ থেকে মুক্ত হয়েছেন। তখন প্রশ্নকারী মহিলা বললেনঃ আমি যে শায়খকে স্বপ্ন দেখেছি তিনি হলেন ‘আপনি’ (শায়খ সুদাইস)। এ কথা শুনার সাথে সাথেই শায়খ সুদাইস অঝোর ধারায় কেঁদে দিলেন।

#বিঃদ্রঃ সপ্নব্যাখ্যা একমাত্র তারাই দেয়ার যোগ্য যাদের হাদীস ও এলেমের ওপর বিশেষ জ্ঞান রয়েছে। মুহাদ্দীস ও মুফতী। তাই এখানে শায়েখ নিজেই সপ্নের ব্যাখ্যা দিয়েছেন যে, 'উলঙ্গ দেখার মানে গুনাহ থেকে পবিত্র হওয়া'। তাই কোন সন্দেহের অবকাশ নেই।

আল্লাহ্ হজরতকে হায়াতান তায়্যিবা দান করুন। এবং দুনীয়া ও আখিরাতে আরও সম্মানীত করুন। আমিন।।

#বিঃদ্রঃ অনেক মায়েরা সন্তানকে অভিষাপ দেন, মনে রাখবেন আপনার এই অভিষাপ আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে পরে কিন্তু সন্তানের জন্য আপনীই সবার আগে কাঁদেন। সন্তানের ভুলের জন্য তাকে অভিষাপ নয় ভাল হওয়ার দোয়া করুন মহান রব্বের কাছে।

বিষয়: বিবিধ

৪১৩২২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377417
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:১৩
তবুওআশাবা্দী লিখেছেন : ভালো লাগলো আপনার লেখা|আমি উনার কুরআন তেলাওয়াতের খুবই ভক্ত|
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:১৯
312839
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভাল লাগলো জেনে আমারো ভাল লাগলো। তার তেলাওয়াত অত্যন্ত চমৎকার
377418
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:১৩
হতভাগা লিখেছেন : মক্কাতে প্রথম প্রথমবার যখন নামাজে সূরা পড়ার সময় উনাকে কাঁদতে শুনি তখন হকচকিয়ে গিয়েছিলাম । পরে শুনলাম যে আয়াতের মর্মার্থ বুঝে উনি প্রায়ঃশই আবেগে কেঁদে ফেলেন ।

আমরা তো কেবল মুনাজাতের সময়ই কাঁদতে দেখেছি , শুনেছি ।

আল্লাহ উনাকে ভাল রাখুন আর আমাদেরকেও সঠিক পথে আসার ও থাকার সৌভাগ্য দিন - আমিন ।
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:২১
312840
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ওনার তেলাওয়াত খোবই আবেগময়ী। তেলাওয়াত শোনলে যেমন মজা লাগে , আবার মানুষের কান্নাও আসে। আল্লাহ পাক কোরআনের এই পাখিকে হায়াতে তায়্যিবা দান করুন। আমিন
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১৭
312845
হতভাগা লিখেছেন :


আস-সুদাইস সাহেবের চেয়ে মনে হয় গ্র‍্যান্ড মুফতিকে আমরা দেখেছি বেশী টিভিতে। এবার নাকি উনাকে চেন্জ করা হয়েছে ?
১২ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:০০
312855
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : পরিবর্তন করা হয়নী। শাররিক অসুস্থার কারনে তিনি সেচ্ছায় অবসর নিয়েছেন।
১২ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৫০
312864
হতভাগা লিখেছেন : হুম , তাই তো দেখলাম । আস-সুদাইস সাহেবেই খুতবা পড়েছেন ।
377419
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:২৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:২৮
312842
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
377422
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
312847
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
377442
১১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৫৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো।
১১ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:৫৯
312854
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ
377470
১২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:২০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক কিছু জানলাম, শিক্ষিত মায়ের অভিশাপই দোয়া মিশ্রিত থাকে।
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:১৭
312878
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : প্রতিটি মাকে এমন হওয়া দরকার। অভিশাপেও যেন সন্তানের কল্যাণ কামনা করা হয়
377628
১৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৮
আবু নাইম লিখেছেন : অনেক কিছু জানলাম,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File