মনে পড়ে ৫ই মে ২০১৩ শাপলা চত্বরের কথা।

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ০৫ মে, ২০১৬, ০১:৩০:০১ রাত



মনে পড়ে সেই শাপলা চত্বরের কথা। ৫ই মে ২০১৩ ইং একদল ক্লান্ত-শ্রান্ত,ঘুমন্ত,নিরস্ত্র-নিরিহ আল্লাহর নামে তাসবীহরত,রাব্বে কারীমের দরবারে সেজদাবনত মানুষগুলোর উপর রাতের আধারে সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীর অত্যাচার আর নিপিড়নের কথা।

যতদিন বাংলাদেশ থাকবে,যতদিন পৃথিবী বাচবে ততদিন শাপলা চত্বরের ইতিহাস লেখা থাকবে।

শেষ বিচার দিবসে সাক্ষী দিবে শাপলার পিচঢালা রক্তাত্ত রাজপথ, শাপলার বুক চিড়ে গড়ে উঠা বিশাল ইমারতগুলোর ইট-পাথর।

কেন ইতিহাসের সবচাইতে বড় এই গন জমায়েত হয়েছিল শাপলা চত্বরে?

কারন একটাই কিছু লম্পট নাস্তিক ব্লগার কর্তৃক ইসলামও রাসুল (সাঃ) এবং তার পবিত্র বিগিগণকে নিয়ে ব্লগে অব্যাহত কটুক্তির প্রতিবাদে ইসলামও নবী (সাঃ) এর অবমাননাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে স্মরনকালের এই বৃহত্তম গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছিল।

আঘাত প্রাপ্ত হয়ে বিচারের দাবী জানাতে এসে উল্টো বিচার প্রার্থীর উপর আঘাত পৃথিবীর কোন সভ্য জাতির ইতিহাসে না থাকলেও আমাদের বাংলাদেশে তাই হয়েছে।

মা-বাবাকে কেউ অপমান করলে তার অবাধ্য সন্তানও প্রতিবাদমুখর হয়ে উঠে। আমাদের নবীজি (সাঃ) আমার মা-বাবা পরিবার পরিজনের চেয়ে এমনকি আমার জানের চেয়েও বেশী প্রিয়।

সেই প্রিয় মানুষের অবমাননা এবং তার পবিত্র বিবিগণের উপর মিথ্যা অপবাদ দান কারী কুলাঙার ব্লগারদের দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানাতে নবী প্রেমিক কোটি জনতা জমায়েত হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে।

এই নিরস্ত্র অসহায়-দুর্বল বিচার প্রার্থীদের উপর গভীর রাতে আলো নিভিয়ে পাষানদের অত্যাচার এইটা কাগজে লেখা কোন কাল্পনিক গল্প-উপন্যাস নয়। তরুন প্রজম্মের নবীন সদস্যদের চোখের সামনে ঘটে যাওয়া এক জ্বলন্ত ইতিহাস।

শাপলার সেই রক্তের দাগ হয়তো মুছে গেছে। কিন্তু হ্রদয়ে লেগে থাকা সেই রক্তমাখা শহীদানের রঙিন ছবি কখনো মুছে যাবেনা। প্রজন্ম থেকে প্রজন্ম তক সেই রক্তমাখা ইতিহাস ছড়িয়ে পড়বে।

নবীজির চির দুশমন আবু জেহেলের নাম শোনলে যেমন মুসলমানেরা অভিষাপ দেয়। তেমনী করে একদিন রক্তাক্ত শাপলার ইতিহাস শোনেও তার নায়কদের অভিষাপ দিবে ।

০৫ই মে ২০১৩ ইং আমি তখন পবিত্র মদীনায় (এখনো আছি) সারাদিন টিভি এবং অনলাইন মিডিয়ায় ঢাকা শহরে নবী প্রেমিক কোটি জনতার পদচারনা দেখে আশাবাদি হয়েছিলাম সরকার এই এতগুলো মানুষের দাবীর প্রতি একাত্মতা ঘোষনা করে ইসলামও নবী (সাঃ)এর অবমাননাকারীদের বিচারের উদ্যোগ নিবেন।

সরকার তা করলেননা পরবর্তী ঘটনা সবারই জানা “রক্তাক্ত শাপলা”

বিষয়: বিবিধ

২০৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368066
০৫ মে ২০১৬ দুপুর ০৩:৫৮
নকীব কম্পিউটার লিখেছেন : রক্ত একদিন কথা বলবে। সেদিনের আশায় রইলাম। আমি নিজেও ছিলাম সেদিন।
০৬ মে ২০১৬ রাত ০১:০০
305484
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সে অপেক্ষায় রইলাম। আমীন।
368084
০৫ মে ২০১৬ রাত ০৯:০০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একদিন সবকিছুই বলে দিবে।
০৬ মে ২০১৬ রাত ০১:০১
305485
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। সে আশায় আছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File