হ্যাঁ.... এটাই প্রবাস জীবন...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ মে, ২০১৬, ০১:০৪:০৩ রাত





তুমি কে সেটাই যেন বুঝিনি

তোমার সাথে নিজেকে মেশাবার আগে,

ছুটি থেকে ফিরে নিজের ভেতরে নিজে কেঁদেছি

তুমি কাছে নেই মনের সেই রাগে!

Whew!

তুমিই কেবল সুখী রেখেছিলে

আমার এই তৃষ্ণাত্ব মন,

বুঝিয়ে ছিলে আমাকে

একমাত্র তুমিই আমার আপন।

/Happy

আমি অভাবনীয় সুখে ভেসেছি,

বুঝনি তুমি, সেই ভালোবাসার ভাব,

তুমিতো এখনো অবুঝ, আমি

বুঝিছি তোমার ভালোবাসার অভাব।

Hurry Up

আমি অভাবে আছি, ভালোবাসার

অভাব, কাউকে বুঝাতে পারিনা,

তোমার ভালোবাসার স্মৃতি গুলো

আমার অস্তিত্ব জুড়ে শুধু কান্না।

Winking

তবুও প্রবাসেই পড়ে আছি

অন্য আরো দশজন আছে যেমন,

প্রতিদিনই হূদয়ের গহীনে কান্না

আর কান্না! হ্যাঁ.... এটাই প্রবাস জীবন।

Surprised

বিঃদ্রঃ আজকের লেখাটি আমার একমাত্র ছেলে রোবায়েদ হাসান এর অভাব ও এই মনের ভালোবাসার ছোট্ট প্রকাশভঙ্গি! মা-বাবা এর কাছে ছেলে মেয়ের ভালোবাসা কত গভীর তা হয়তো বুঝতে পারতাম না যদি না হতাম সন্তানের বাপ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সন্তান দান করেছেন।

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368032
০৫ মে ২০১৬ রাত ০২:২১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ছেলের প্রতি ভালবাসা প্রকাশ। এর নাম হল প্রবাস।
০৫ মে ২০১৬ রাত ০৩:০১
305402
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
368042
০৫ মে ২০১৬ সকাল ১০:১৯
জ্ঞানের কথা লিখেছেন : বাইরের লোভও ছাড়বেন না আবার কষ্টও পাবেন, এরকম মেকি আর্তনাদ দিয়ে লাভকি! বাড়িতে গিয়ে হালচাষ করেন সেটা অনেক ভালো।
০৫ মে ২০১৬ বিকাল ০৪:২৩
305450
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জ্ঞানের কথাই বলেছেন, ধন্যবাদ।
368050
০৫ মে ২০১৬ দুপুর ০১:১২
আফরা লিখেছেন : কবিতা পড়ার সময় মনে করেছিলাম ভাবীকে নিয়ে লিখেছেন শেষে এসে দেখি ছেলেকে নিয়ে ---- ।

কি করবেন এটাই জীবন এখন আপনি ছেলে কে রেখে দুরে আছেন এক সময় ছেলে আপনাকে রেখে দুরে যাবে ।


০৫ মে ২০১৬ বিকাল ০৪:২৪
305451
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ এটাই প্রবাস জীবন....!
368054
০৫ মে ২০১৬ দুপুর ০১:৪৯
দ্য স্লেভ লিখেছেন : আপনার জন্যে দোয়া রইলো
০৫ মে ২০১৬ বিকাল ০৪:২৪
305452
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে অশেষ ধন্যবাদ।
368239
০৭ মে ২০১৬ রাত ০২:২০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যদিও বলতেছেন ছেলের জন্য আপনার মন কাঁদতেছে, তয় আমরাতো বুঝি, আসলেই কার জন্য মন কাঁদে!!!
০৭ মে ২০১৬ বিকাল ০৪:১৫
305678
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখানে একটি শব্দও মিথ্যা লিখা হয়নি, হয়তো বাচ্চার বাপ হলেই বুঝতে পারবেন।

ভালোবাসা প্রত্যেকের জন্যই আছে,তা মানুষ মাত্রই বুঝে।

এইটুকু বলতে পারি প্রথম ছুটিতে থেকে ফিরে এমনটা লাগেনি। বাচ্চার সাথে মিশবার পর যেমন অনুভূতি তৈরি হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File