বাবা মাকে কেন বৃদ্বা আশ্রমে পাঠানো হয়??? ভিডিও

লিখেছেন লিখেছেন মেরাজ ২৯ মার্চ, ২০১৪, ০৩:০৬:৩২ রাত

মা সন্তানের জান্নাত আবার মা-ই সন্তানের জাহান্নাম।

মাকে সেই সন্তানেরাই কষ্ট দেয় যে মা তার সন্তানকে আদর, মমতা, ভালবাসা আর স্নেহ দিয়ে বড় করে তুলতে পারেন না, আবার এর ব্যতিক্রমও আছে। (কিছু কিছু অমানুষ মানব সন্তান ছাড়া)

সাথে সাথে সেই সব মানুষদের ধীক্কার জানাই যারা নারীর সমান অধিকারের ধোঁয়া তুলে মেয়েদেরকে (মা) তার আপন কর্মস্থল বাদ দিয়ে পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে মাঠে ঘাটে অফিস আদালতে কাজ করতে বলে। তারা ঐসব মায়ের সন্তান যারা কাজের মেয়ে কিংবা বুয়ার হাতে মানুষ হয়েছে। যখনই মানুষ আল্লাহর দেয়া নিয়মের বাহিরে যায় তখনই সমাজে নেমে আসে বিপর্যয় আর সংসারে অশান্তি। অবশেষে সেই সব আদরের সন্তানেরা তাদের বাবা মা-দের রেখে আসে বৃদ্বা আশ্রমে।

তারা কি আল্লাহর চেয়ে বেশী প্রজ্ঞাময়? (নাউজুবিল্লা) আল্লাহ সেই সব ডিজিটাল মা-দের হেদায়েত দান করুণ। আমীন।

ভিডিও টা দেখে জেনে নিন আপনি যখন ঘরের বাহিরে যান সন্তানের যত্ন (দায়িত্ব) কাজের মেয়ে কিংবা বুয়ার কাছে দিয়ে তখন কতটা যত্নে থাকে আপনার আদরের সন্তান যার জন্য আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।


বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199537
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : মডার্ন মা বাবার এতে কিছু এসে যায়না৷ তাদের অনেক টাকা আর সমাজে স্টাটাস দরকার৷
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
149340
মেরাজ লিখেছেন : Applause Applause
199560
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:১০
লোকমান লিখেছেন : আল্লাহ সেই সব ডিজিটাল মা-দের হেদায়েত দান করুণ। আমীন।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
149341
মেরাজ লিখেছেন : আমীন Praying
199625
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
149343
মেরাজ লিখেছেন : Good Luck
199825
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : তার মানে আপনে বলতে চাইছেন তেতুল হুজুরের মত মেয়েদের ঘরের মধ্যে বন্দি করে রাখতে? আপনাদের ধ্যান ধারণা আর পাল্টালো না সেই আদিম যুগেই থেকে গেলেন।
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫০
152398
মেরাজ লিখেছেন : বেয়াদপের কথা বলবেন না। আললামা শফি সাহেবের জুটা বহন করার যোগ্যতা আপনার নাই। ঘরে বন্দি রাখা আর আমার বক্তব্য কি একই রকম হয়েছে?
199844
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫১
152399
মেরাজ লিখেছেন : আমাকে বলেছেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File