শাশুড়ি বৌ যখন দ্বীনি বান্ধুবী হন।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৯ মার্চ, ২০১৪, ০২:৩৩:০২ রাত

শাশুড়ি বৌ যখন দ্বীনি বান্ধুবী হন।

যিনি মধু খান , আর যিনি না খেয়ে বর্ননা শুনেন ২ জনের অনুভুতি কখন এক হতে পারে না । কারন যিনি খেয়ছেন তিনি যেই অনুভুতি উ্পভোগ করেছেন । যিনি খান নাই তিনি শুনে সেই সাধ পাবেন না ।

আল্লাহ মেয়ে আমার গর্ভে দেন নাই ।আলহামদুলিল্লাহ । আমার আগে এর জন্য সামান্য দুঃখ ছিলো কিন্তু এখন আর নেই । আল্লাহ আজ আমার সেই স্বপ্ন পু্রন করছেন।আলহামদুলিল্লাহ ।

আমি আমার মেঝে ছেলের জন্য আমার পছন্দের মেয়ে বিয়ে করাই । সঙ্গগঠনের বাহিরের হও্যাতে আমার অনেক ্দ্বীনি বোনরা আমাকে খুব বকা দেন। আমার আল্লাহর উপর এই বিশ্বাস ছিলো যে আল্লাহ হেদায়েতের মালিক । তিনি ইচ্ছা করলে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন । আমার মেয়ে হিসাবে আমার যা দায়িত্ব আমি তা প্রানপন চেষ্টা করতে থাকি । ছেলের প্রতি অনুরোধ থাকে কোন অন্যায় আচরন যেন আমার মামনির প্রতি না করা হয় ।তাই আমি ২ বাচছা রেখে তাদের কে বাহিরে ঘুরে আসতে পাঠাই।াল্লাহর রাসুল মেয়েদেরখুব ভালবাসতেন ।সেই কথা মনে করে আমার সব প্রিয় জিনিস আমি তার হাতে দিলে সে যেই মিষ্টি হাসিটা দেয় ওটাই আমার অনেক আনন্দ।

আমার সব সময় মনে হয় মা হিসাবে আমি নিজের সন্তান আর আমার মামনির মাঝে যেন বিন্ধু পরিমান তফাত না থাকে। আমার বউ অবসথ্যার খালিস্থানের অভিজ্ঞতার আলোকে আমার মামনির জীবনে যেন কোন খালিস্থান না আসে তা আমি ও আমার পরিবারের সবাইকে খেয়াল রাখার জন্য খুব তাগিদ দিতে থাকি। মামনির চাওয়া পাওয়া ও পছন্দের প্রাধান্য আমি সব সময় বেশি দেই। কারন ভিন্ন পরিবেশে সে যেন নিজেকে অসহায় বা একাকিত্ব মনে না করে । আমার মামনি খুব সুন্দর পরিবেশন করতে খুব পছন্দ ।আমি রান্না করে বা সাহেব কিছু আনলে ওর হাতে দিয়ে বলি"মামনি তুমি যাকে যা দেবার দাও"। আমি খেয়াল রাখি সে যেন কম না পায়।

আমার মামনি যেই কোন কিছু রান্না করে আমি আগেই সবাইকে সাবধান করতে থাকি কেউ যেন ভাল ছাড়া খারাপ সমালোচনা না করে ।এতে আমার মামনির মাঝে রান্না করার আগ্রহ টা বেড়ে যায়। আমার নাতি নাতনির কারনে তার পড়ার যেন ক্ষতি না হয় তাই তাদের দেখা শুনা বা অন্যান্য কোন ঝামেলায় তাকে আমি না ঝড়াতে চেস্টা করি। আমাকে অনেকে বলেছেন, আমি নাকি বৌ চালানোর মত উপযুক্ত শাশুড়ী না । আমার উনাদের কাছে একটাই উত্তর ছিলো" শশুড়ী মানে যদি পায়ের উপর পা দিয়ে বৌকে শধু হুকুম দেওয়া, কথায় কথায় ্দোষ ধরা ,ভাল খাবার নিজের সন্তানকে দেওয়া আর মুরগীর পা পচাবাসি খাবার খাওয়ানোকে বুঝায় আল্লাহ মাফ করুন আমি তা কখন হতে পারব না। আমার মামনি তার আম্মুর কাছে যেতে আমার গলা জড়ায়েধরে কান্নাশুরু করে সে যাবে না । অনেক বুঝায়ে পড়ার কথা বলে পাঠাতে হত।পড়া শেষ করে এই বার এসে বলে মামনি আমার আর যেতে হবে না । তাও আমি বলেছি "না আম্মু, মা বাবা থাকলে গিয়ে বার বার দেখা করে বেড়াতে হয়। তোমার যখন মন চায় তুমি চলে যেও"।

শাশুড়ি বৌ যখন দ্বীনি বান্ধুবী হন।

আমার মনে হয়,আমিই তার জন্য ইসলামের উদাহরন। আমার ছেলেদের ও সাহেব কে বলতাম ইনশাল্লাহ আমার মামনি ইসলামের দাও্যাত আমাদের থেকেই পাবে। তাই আমি চাইতাম জোর করে নয় সে নিজের ইচ্ছায় জানতে থাকুক যে অন্যান্য ফরজের মত ইকামতে দ্বীনের দায়িত্ব আমাদের উপর ফরজ । কিসের নেশায় শারিরিক কষ্ট বা হাজার ব্যাস্ততার মাঝেও আমি কোথায় যাই প্রতিদিন ? কেন যাই ? এই কাজের কি লাভ ? এতে তার মাঝে ইসলামের প্রকৃত শিক্ষাটা আসবে।

আলহামদুলিল্লাহ তাই আল্লাহ করলেন । আমি আমার দাদুমনি কে আমি খুব ছোট থেকে আমার সথে নিয়েঘুরি ।তারা মাছেলে বাসায়থাকে ।আমার মামনি আমাকে বলল" মামনি, আপনি যেখানে যেখানে যাবেন আমাকেও সথে নিয়ে যাবেন। আমার বিকালে একা বাসায় ভাল লাগে না ।আপনি যেই যেই কাজ করবেন ইসলামের আমিও তা করব ইনশাল্লাহ ।" আমি তো আলহামদুলিল্লাহ বলে সথে নিয়ে গেলাম।

পরপর আরো কয়টা প্রোগ্রামে নিয়ে গেলাম । এখন সে একবাচ্চা সহ আমার এপার্ট্মেন্টের একদ্বীনি বোনের মাধ্যমে ভিবিন্ন প্রোগ্রামে উপসথাপনা বা কোরান হাদিসের দারর্স দিতে পারে । আমি দূর থেকে খবর নেই আর একজন বাচ্চা নিয়ে আলাদা অন্য প্রোগ্রামে যে আছি তাকে তা জানই। আমার মামনি আমার সেই প্রোগ্রামে হাজির । আর সেখানে আপারা আমার মামনির আন্তরিকতা আর ভালবাসা এবং ইসলাম জানার জন্য ও সিলেবাস শেষ করার টান দেখে উনারা এখন আমাদের নাম দিয়েছেন শাশুড়ি বৌ দ্বীনি বান্ধুবী ।

আল্লাহ যে হেদায়াতের মালিক ।আলহামদুলিল্লাহ ।আমি আমার মামনির , ইসলামের প্রতি তার ভালবাসা , নিজেই পর্দা নেকাব সহ সব কিনে এনে পর্দা পালন করা শুরু করলেন , দাওয়াতি কাজের প্রতি আগ্রহ আলহামদুলিল্লাহ ৬০ জন দাওয়াত দিয়ে পরের দিন সেই খানে ২৫ জন নিয়ে প্রোগ্রাম করে ফেলেছেন,রিপোর্ট রাখা , সবার আগে বৈঠকে হাজির হওয়া , দান করার প্রবনতা সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমার মামনি আখিরাতের প্রতিযোগীতায় আমার আগে চলে যাচছেন । আমার মেয়েকে আমি এমনই চেয়েছিলাম । আমার এই রকম একজন বান্ধুবীর খুব প্রোয়জন ছিলো ।আল্লাহ তা মিলায়ে দিলেন ।আলহামদুলিল্লাহ । কি মজা যে সে পেয়েছে? তা দেখেই আমার ৃদয়টা শীতল হয়ে যায় । এখন সে তার ২ ছেলেমেয়ে কে ইনশাল্লাহ এই পথের খাদেম হিসাবে কোরানের হাফেজ বানাবেন বলে পরিকল্পনা করেছেন ।আল্লাহ কবুল করুন ।

আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া চাইওবেন তিনি যেন ইসলামের জন্য কোরানের খেদমতের জন্য রাসুলের একজনখাটি উম্মত হবার তাওফিক দান করেন। আমাকে সহ আমার স্বামী সন্তানদের নাতিনাতনি দের কে শয়তানের অসওয়াস থেকে রকষা মরে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন । আমিন ।

বিষয়: বিবিধ

২৯৬৫ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199451
২৯ মার্চ ২০১৪ রাত ০২:৩৯
গেরিলা লিখেছেন : ভালো লাগলো । ব্যালেন্ডস লেখা
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৮
149373
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৮
149374
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৮
149375
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
151655
সত্যলিখন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এক সালামের এতো বেশি ফজিলতঃhttp://www.onbangladesh.org/.../2662/sottolikhon/42053...
199453
২৯ মার্চ ২০১৪ রাত ০২:৪১
সাদাচোখে লিখেছেন : মাশাআল্লাহ্‌।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
149378
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
199459
২৯ মার্চ ২০১৪ রাত ০২:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : দ্বীনের বান্ধুবী কি জিনিস আপু?
রাতের বান্ধুবী হলে সমস্যা কি? Tongue Tongue
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৮
149392
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । াল কোরান কে আল্লাহর জমিনে কায়েম করার কাজে সহযোগী বান্ধবীরা শুধু দিনের বা রাতের নয় ,দুনিয়াও আখিরাতের জন্যই আমরা একে অন্যকে ভালোবাসি। আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
199466
২৯ মার্চ ২০১৪ রাত ০৩:০৫
নিউজ ওয়াচ লিখেছেন : দারুন লাগলো। অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৯
149394
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
199500
২৯ মার্চ ২০১৪ রাত ০৪:৫৯
মাটিরলাঠি লিখেছেন : আমাদের জন্য দোওয়া করবেন আপু। আল্লাহ্‌ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
149395
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে
দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
149396
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে
দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
199513
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : অনেক দোআ ও শুভকামনা রইলো! Good Luck
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
149397
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে
দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
199539
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:২২
শেখের পোলা লিখেছেন : আমার আর বলার কিছু নাই রাইশা আপার স্টিকি পোস্টে দিয়ে এসেছি৷ আপনা সাথে এক মত৷
আপনার অবগতির জন্য সংশোধনি;-তৃতীয় প্যারার পঞ্চম লাইনে একটি 'না' শব্দ দিতে ভুলে গেছেন৷ অযাচিত উপদেশের জন্য মাফ চাই৷ ধন্যবাদ৷
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
149399
সত্যলিখন লিখেছেন : প্রথম বাক্য তে কি বুঝালেন তা বুঝি নাই। আমি ভূল করি বলেই আমার ভুল গুলো সংশোধন করার জন্য আল্লাহ আমার জন্য আপনাদের মতো জ্ঞানীদের রাবার প্লুইড এর মত নেয়ামত দান করেছেন । তাই আমি ক্ষমা চাই ।আলহামদুলিল্লাহ । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে
দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন । আমিন ।
199607
২৯ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
আমি মুসাফির লিখেছেন : শাশুড়ি বৌ যদি দ্বীনি বান্ধুবী হন ইসলাম প্রতিষ্ঠিত হতে সময় লাগবে না। অনেক ধন্যবাদ।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
151656
সত্যলিখন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এক সালামের এতো বেশি ফজিলতঃhttp://www.onbangladesh.org/.../2662/sottolikhon/42053...
199626
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য। তবে আমাদের সামাজিক অবস্থায় বেী শাশুড়ির দন্দ কে স্বাভাবিক মনে করা হয়। আমার মনে হয় আমাদের মধ্যে একটি বড় জেনারেশন গ্যাপ হয়েগেছে। কিছু পরিবারের বৈীরা হন অতি আধূনিক। তারা স্বামিকে তাদের নিজস্ব সম্পদ মনে করেন। শাশুড়ি থেকে স্বামিকে উদ্ধার করাকে তার কাজ মনে করেন। আর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন। আবার কিছু শাশুড়ি বেীদেরকে মনে করেন তার চাকরানি। এমনকি অনেক শাশুড়ি বেী এর পর্দানসিনতাকেও মেনে নিতে পারেননা। মনে করেন তিনি যা জানেন তাই প্রকৃত ইসলাম। এই উভয় মানসিকতারই আশু সমাপ্তি প্রয়োজন।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
151657
সত্যলিখন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এক সালামের এতো বেশি ফজিলতঃhttp://www.onbangladesh.org/.../2662/sottolikhon/42053...
১০
199827
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
151658
সত্যলিখন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এক সালামের এতো বেশি ফজিলতঃhttp://www.onbangladesh.org/.../2662/sottolikhon/42053...
১১
199855
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
নীল জোছনা লিখেছেন : আল্লাহ তুমি আমাদের সবাইকে শয়তানের অসওয়াসা থেকে রক্ষা করে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। আমিন
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
151659
সত্যলিখন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এক সালামের এতো বেশি ফজিলতঃhttp://www.onbangladesh.org/.../2662/sottolikhon/42053...
১২
200154
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
প্রেসিডেন্ট লিখেছেন : নীল জোছনা লিখেছেন : আল্লাহ তুমি আমাদের সবাইকে শয়তানের অসওয়াসা থেকে রক্ষা করে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। আমিন
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
151660
সত্যলিখন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এক সালামের এতো বেশি ফজিলতঃhttp://www.onbangladesh.org/.../2662/sottolikhon/42053...
১৩
207427
১৪ এপ্রিল ২০১৪ রাত ০২:০৬
ইসমাত সুলতানা কোয়েল লিখেছেন : আমি কিভাবে এই সগগঠনে জোগ ডিটে পারি জানাবেন ওকে
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৯
156264
সত্যলিখন লিখেছেন : https://www.facebook.com/parvins3
১৪
210521
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
সিটিজি৪বিডি লিখেছেন : ফেইসবুকে শেয়ার করে দিলাম..আপা........https://www.facebook.com/pages/Conjugal-Life-দাম্পত্য-জীবন/168737609927991?fref=ts
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৯
159592
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । জামাল,তোমাদের এই অকৃত্রিম ভালবাসার ঋন আমি কি দিয়ে শোধ করব ?ইয়া য়াল্লাহ তুমি জানো আমি কত অসহায় আর দূর্বল তাই আমার এই দায়িত্ব আমি তোমার উপর সপর্দ করলাম। তুমিই দুনিয়া ও আখিরাতে উনাদের কে উত্তম পুরুস্কার দান কর। আমার প্রিয়দের কে তোমার প্রিয়দের কাতারে তুলে নিও।আমিন
১৫
210543
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ব্যতিক্রমধর্মী লেখটা পড়ে মনে খুবই আনন্দ পেলাম। সবাই যদি আপনার মত করে স্যাকরীফাইজ করতো তবে পৃথিবীটা অনেক সুন্দর হতো।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
159602
সত্যলিখন লিখেছেন : আপা আসসালামুয়ালাইকুম ।আপা আমি ভাল নআ ।আমার মামনিটাই অনেক ভাল ও মুত্তাকিন মেয়ে আলহামদুলিল্লাহ । আমার অনেক কিছু তার থেকে শিখার আছে । দুনিয়া ও আখিরাতে আপনাকে কে উত্তম পুরুস্কার দান ক্রুন। আমার প্রিয়দের কে তোমার প্রিয়দের কাতারে তুলে নিও।আমিন
১৬
216902
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৫০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর।
০৩ মে ২০১৪ বিকাল ০৪:৫৭
165128
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আমাদেরকে দুনিয়া,কবর,আখিরাত কোথাও শাস্তি দিবেন না।
আপনি ক্ষমাকারী তাই এই পাপীদেরকে ক্ষমা করেন।
হে আল্লাহ আপনি মহা দয়ালু তাই এক মুহুর্তেই আমাদের ক্ষমা করতে পারেন।
তাই আমাদের কে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস দান করেন।
হে প্রভু দয়াময় আপনি আমাদের দুয়ার জীবনের সকল পরিক্ষাকে সহজ করে দেন।
হে সন্মানিত রিজিক দাতা আমাদেরকে অতি উত্তম রিজিক ও স্বচ্ছল রাখেন।
হে শ্রেষ্ট অভিভাবক আমাদের উত্তম বন্ধু বান্ধব ও জীবনসঙ্গী দান করেন।
হে সন্মানিত মর্যাদাদানকারী, কাফেরদের মুকাবিলায় সকল সময়ে আমাদের কে মর্যাদাশলিী দের সাথে দৃড় ইমানে রাখেন।
হে মুক্তকারী জালিমের কারাগার থেকে মুত্তাকিন সকল মজলুম কে মুক্তি করে দিন ।
হে কোরানের স্রষ্টা কোরানের সৈনিকদের রাজপথে কাজ করার জন্য সাহস ও ঈমানী এলেমী আমোলী জ্ঞান দান করুনম্নহগ



হে প্রভু দয়াময় রহমানুর রাহিমের নিকট আমি সবার পক্ষ থেকে দরখাস্ত পেশ করেছি। হেক্ষমাকারী দয়ালুদের মধ্যেও শ্রেষ্ট্য দয়ালু আমাদেরসবার একই মনের আকুতি শুধু আমাদের জন্য নয় আমাদের বাবা মা ও সারা বিশ্ব জাহানের মুসলিম উম্মাহের জন্য তা কবুল করে নাও ।
তুমি ছাড়া আর কেউ যে আমাদের মনের ফরিয়াদ শুনার মত নেই
তাই দয়া করে দোয়া কবুল মঞ্জুর করুন ।
আমিন সুম্মা আমিন ইয়া রাহমানুর রাহিম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File