ফেসবুক আপনার দাম্পত্য জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না তো?
লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৯ মার্চ, ২০১৪, ০৩:১৭:০৮ রাত
খুব ভয়ংকর একটা বিষয় নিয়ে বলতে চাই যারা ফেসবুক ব্যবহার করেছেন। বিবাহে আগ্রহী ভাইদের ও বোনদের ধারণা হতে পারে দেশে প্রচুর ছেলেমেয়ে। সুন্দর ছবি, কিছু সুন্দর পোস্ট দেখে অনেককেই আকর্ষণীয় লাগে। আবার, ফেসবুকে ক্লোজ সার্কেলের প্রচুর বিবাহিত দম্পতি ও প্রেমিক-প্রেমিকাদের স্ট্যাটাসে-কমেন্টে ফেসবুকীয় প্রেম, পোস্ট, খুনসুটি, ছবি ও ফাস্টফুডে খেতে যাওয়া দেখে আপনার মাঝে ধারণা হচ্ছে দুনিয়ার সবাই আনন্দে আছে, আপনি একা।
ফেসবুকের এইটা একটা ভয়াবহ ক্ষতিকর দিক। আপনার ১০ বছর আগের ভাইবোনেরাও আপনার বয়সে এইরকম চাপ নিয়ে বেচে থাকতেন না। এখন আপনি সারাক্ষনই অন্যদের সাথে নিজেকে তুলনা করতে থাকেন। আপনার কাছে অনেক মেয়ের প্রোফাইলে ঘুরে তাদের আকর্ষণীয় মনে হতে পারে। বেশ কিছু সুন্দর প্রোপিক লাগিয়ে রেখে, দু'চার লাইনের কবিতা লিখে বা শেয়ার দিয়ে কেউ আপনার কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে হয়ত। তাই, আপনি যখন বিয়ের প্রোপোজাল হাতে পাবেন, তখন হয়ত ফেসবুকে কোন বন্ধু/বান্ধবীর স্বামী/স্ত্রীর সম্পর্কে জানা সেইসব রং-ঢং বা ক্যারিয়ার/বিউটির সাথে আপনি সম্ভাব্য বর বা কনেকে তুলনা করতে শুরু করছেন... কী ভয়াবহ একটা ব্যাপার!
অনেক পরিবারেই স্বামী-স্ত্রী ঝগড়া হলে তারা সমাধান না হলে স্বস্তি পেতেন না। এখন ঝগড়া/মনোমালিন্য হলে তারা ডুব দেন ফেসবুকে-- লাইক শেয়ার কমেন্টে মাতামাতি করে ভুলে যান তাদের জীবনের মূল্যবান সম্পর্কটা হেলায় হারানো হচ্ছে। অনেক বিবাহিত দম্পতিরা অন্য পুরুষেরা তাদের নারীকে কী কী সব গিফট দেয়, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় এসব ছবি দেখে দীর্ঘশ্বাস নিয়ে নিজ স্বামীর প্রতি অকৃতজ্ঞতা চলে আসে-- অথচ সেই লোকটি তার সামর্থ্য অনুযায়ী হয়ত স্ত্রীকে আনন্দ দিতে চেষ্টা করেন। আবার অনেক পুরুষ অন্যদের স্ত্রীদের মোহনীয়, কমনীয়, রমনীয় ছবি দেখে ভাবেন-- আমার স্ত্রী এতটা সুন্দর নয়, তাই আকর্ষণ কম বোধ করছি হয়ত ইদানিং...
খুব ভয়ংকর সব ব্যাপার। যেসব মানুষের বাস্তব জীবন বেশ পরিচ্ছন্ন -- তারাও ফেসবুকে উদ্ভিন্নযৌবনা নারীদের ছবি দেখতে বাধ্য হন ইচ্ছায়/অনিচ্ছায় এবং সেই ব্যাপারটা তার মানসিকতায় ছাপ ফেলে দেয়, তিনি তার নিজ স্ত্রী বা স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সংসারে সম্পর্কে ফাটল ধরতে ছোট বিষয়ই যথেষ্ট, অথচ আপনি তাকে অনেক যত্ন করেই হয়ত তৈরি করে তুলেছিলেন। আল্লাহ আমাদের সংসারগুলোকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন।
ভাই আমার, বোন আমার, অনুগ্রহ করে গাইর-মাহরাম পুরুষ ও নারীদের সাথে আলাপ/কমেন্টিং/খুঁনসুঁটি বাদ দিন। ফ্রেন্ডলিস্টকে পরিচ্ছন্ন রাখুন, আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখুন। এখনকার দুনিয়ার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুলনা করে, অবহেলা করে আপনার কাছের মানুষদেরকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন হয়ত, আন্তরিকতা হারিয়ে ফেলছেন কিনা কে জানে! একটা সুন্দর দাম্পত্য জীবন ও পরিবারের জন্য আপনি আজই আপনার জন্য নিষিদ্ধ পুরুষ/নারীর সাথে আলাপ ও ছবি দেখাসহ ভার্চুয়াল সম্পর্ক থেকে দূরে থাকুন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র হৃদয়ের মানুষদের ভালোবাসেন।
বিষয়: বিবিধ
২৩৬৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি একবার হলেও পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ণ আবেদন।
ধন্যবাদ।
গুরুত্বপূর্ণ আবেদন।
ধন্যবাদ।
ধন্যবাদ
মহান আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের নব প্রজম্মের ভাই বোন, সন্তানদেরকে এইসব নব নব ফিতনা থেকে হিফাজত করুন, আমিন।
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন