ফেসবুকে বাড়ছেই প্রতারণা; সাবধান হওয়া জরুরী৷

লিখেছেন লিখেছেন নীলসালু ০১ আগস্ট, ২০১৫, ১২:০৭:১৯ দুপুর



জীবনে চলার পথে আমাদের নানা ধরনের মানুষের সাথেই পরিচয় হয়৷ সমাজে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষেরও অভাব নেই আমাদের সমাজে৷ এই খারাপ মানুষদের মধ্যে কিছু আছে প্রতারক৷ যাদের কাজ হলো মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া৷ হতে পারে সেটি বেশ মোটা অংকের অথবা কিছুটা কম৷

ব্যাক্তি জীবন ছাড়াও ভার্সুয়ালেও এদের বিচরণ অনেক বেশি৷ অনলাইনে অচেনা ব্যক্তির সাথে ভালো লোকের মুখোশ পরে মিশবে এবং সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিবে মোটা অংকের টাকা৷ বেশিরভাগ সময় এদের শিকারী হয় অনলাইনের মেয়েরা৷ ফেসবুকে পরিচয় গড়ে তোলে এবং নানা সমস্যা অথবা বিপদের কথা বলে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা৷ তারপর গায়েব হয়ে যায়৷

তাদের মধ্যে একজনের আংশিক পরিচয় তুলে ধরছি আপনাদের সামনে৷ ছবিতে দেখানো ব্যক্তিটি রাজধানীর গোড়ান, খিলগাঁও এলাকায় থাকে৷ কারো কাছে 'নিষাত' নামে পরিচিত৷ আবার কারো কাছে 'বিল্লাল' নামে, আবার কারো কাছে 'তাজু' নামে পরিচয় দেয় এই ব্যাক্তি৷

একাধিক সূত্রে জানা যায়, ফেসবুকে তরুনীদের সাথে প্রেমের সম্পর্কে গড়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অনেক অর্থ৷ শুধু তা-ই নয় অনেক দিন আগে থেকেই সে করে আসছে এমন প্রতারণা৷ কোনো প্রতারক চক্রের সদস্য বলেও অনেকের ধারণা৷ জানা যায়, তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একের অধিক মামলা রয়েছে ইতিমধ্যেই৷ কিন্তু তবুও থেমে নেই তার প্রতারনামূলক কর্মকান্ড৷

একাধিক মোবাইল ফোন এবং ফেসবুক একাউন্ট ব্যবহার করে সেলেব্রেটিদের সাথে ভাব জমায়৷ আবার ফেসবুকে তরুনীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ তারপর একসময় মোটা অংকের অর্থ দাবি করে নিজের নানা সমস্যার কথা বলে৷ আবার কখনো কখনো অন্যকে সাহায্যের কথা বলেও অর্থ দাবি করে৷ অথবা ধার হিসেবে মোটা অংকের অর্থ নেয়৷ আর নেওয়ার কিছুদিন পরেই নাম্বার এবং আইডি বন্ধ করে দিয়ে উধাও হয়ে যায়৷ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবার ফিরে আসে নতুন নামে৷ আবার শুরু করে প্রতারণা৷ যার বেশি শিকার হয় তরুনীরা৷

প্রিয় পাঠকবৃন্দ, এদের বিরুদ্ধে সোচ্চার হোন৷ অপরিচিত কারো সাথে কোনো ধরনের সম্পর্ক অথবা লেনদেন করবেন না৷ আর করলেও তাঁর ব্যাপারে ভালো করে জেনে নিন৷

(প্রতিবেদনটি বিডিটুডে নিউজ থেকে সংগৃহীত)

বিষয়: বিবিধ

৩৪০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332998
০১ আগস্ট ২০১৫ দুপুর ১২:২২
শামীমা শারনীম শাম্মী লিখেছেন : এইভাবে আর কত?? এর কি শেষ নেই। যারা ওদের প্রশয় দেয় তারা বড় অপরাধি।
332999
০১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
মু নূরনবী লিখেছেন : একটি অপরিচিত ছেলে বা মেয়ে বল্ল আর আপনি ঢলে পড়লেন!

কত পাব্লিক ছেলে হয়ে মেয়ের আইডি খুলে লুল পাব্লিকদের নাছায়..আর আমিও হাসি...!


সো বি কেয়ারফুল।
333000
০১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন : এই চেহারার ছেলের সাথে মেয়েরা প্রেম করবো , তার উপরে টাকাও দেবে !!!!
০১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৭
275205
নীলসালু লিখেছেন : করছে তো....আজকাল চেহারা দেখা লাগেনা.মিষ্টি কথা শুনেই যা হবার হয়ে যায়
০২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৮
275274
হতভাগা লিখেছেন : মেয়েরা টাকা খসায় ছেলেদের কাছ থেকে । কথা বলার জন্য মিস কল দেয় , পরে ছেলেটিই কল ব্যাক করে।

আর বন্ধুদের কাছে নিজের দাম বাড়াতে ছেলেটি আগে মেয়েটির নাম্মারে টাকা পাঠিয়ে কল দেওয়ায় ।
333007
০১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২১
অভ্র হাসান আবির লিখেছেন : সত্যি, বড়ই আজিব এ অনলাইন প্রতারক চক্র।লোকচক্ষুর অন্তরালেই থেকে যাচ্ছে আর হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।
333008
০১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : হতভাগা লিখেছেন : এই চেহারার ছেলের সাথে মেয়েরা প্রেম করবো , তার উপরে টাকাও দেবে !!!!
333027
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫২
333079
০২ আগস্ট ২০১৫ রাত ১২:২৬
প্রবাসী যাযাবর লিখেছেন : হুম
333092
০২ আগস্ট ২০১৫ রাত ০৪:৫৮
মোঃআয়নাল হক লিখেছেন : সবাই কে সচেতন হতে হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File