বিশ্বে আছে কি কোন মানবতাবাদী সংস্থা ?
লিখেছেন লিখেছেন সত্যের ০১ আগস্ট, ২০১৫, ১২:৪০:০৭ দুপুর
বিশ্বের কোন আন্তর্জাতিক সংস্থার বা কোন দেশের রাষ্ট্রীয় ভোজে প্রকাশ্যে মাদকদ্রব্য (মদ) পরিবেশন করতে দেখা যায় ।
কোন মুসলিম রাষ্ট্রের সরকারী কর্মকর্তা ঐ ভোজে অংশ গ্রহন করলে সৌজন্য মুলক হাতে তুলে নিতে হয় কিংবা কিছুটা হলেও খেতে হয়......
বিশ্বের সকল স্বাস্থ্য বিশেষজ্ঞ একমত, মাদক দ্রব্য স্থাস্থের জন্য ক্ষতিকর, যা মানুষের স্বাভাবিক বিবেগ-বুদ্ধি, চেতনা, মনুষত্যকে হারিয়ে ফেলে ও ধীরে ধীরে শরীরে নানা রোগের সৃষ্টি করে ।
নেশাগ্রস্থ অবস্থায় কোন জঘন্য, নির্লজ্য কার্য করতে দ্বিধাবোধ করে না ।
নেশা গ্রস্থ অবস্থায় যদি তার নিজ যুবতি মেয়ে বা জন্মদাতা মাকে সামনে আনা হয় দেখা যাবে যেখান দিয়ে জনাব পৃথিবীতে বের হয়ে এসেছেন সেখান দিয়েই ঢুকিয়ে দিতে দ্বিধা বোধ করবে না । এর চেয়ে জঘন্যতম কাজ হতে পারে ।
ইসলামে মাদকদ্রব্য হারাম মানবেন না । আপনাদের কথা কি মানেন !!!???
বিশ্বে আছে কি কোন মানবতাবাদী সংস্থা যে, আজ থেকে সকল প্রকার মাদকদ্রব্য উৎপাদিত কারখানা ধ্বংস করবেন । বিক্রয় করা নিষিদ্ধ করবেন । মজুদ মাদকদ্রব্য সাগরে নিক্ষেপ করবেন । প্রকাশ্যে মাদকদ্রব্য পরিবেশন কারীকে সাজা দিবেন ।
আপনারা কি এ কাজটি করে পৃথিবীর জঘন্যমুলক কাজ, মানুষের শারিরীক সুস্থতা ও মানব কল্যাণের অসীম উপকার করতে পারেন না !!!
আপনাদের বিবেগ কি বলে ?
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু তাদেরকে বলব কেন? বিবেগকে জাগ্রত করার উদ্দেশ্যেই প্রচার করুন
তবে এই জিনিস সবাইকে পান করতে হবে এমন কোন কথা নাই। অভিজ্ঞতায় দেখেছি অনেক ইউরোপিয় খৃষ্টানও মদ্যপান করেন না। এই সব অনুষ্ঠানে মদ্যপান না করায় ইউরোপিয় রা কিছুই বলেন না বরং বাঙ্গালি সাহেব রাই আন্কালচারড মনে করেন!!
এটা মানবতাবিরোধী নয় কি?
কে কালচার কে আনকালচার পোষ্টের বিসয় এটা কি?
এদের টিকে থাকার জন্য হলেও মানবাধিকার লঙ্ঘন হয় এমন ঘটনা ঘটানো উচিত । তার ফলে এরা কিছুটা কামাই করতে পারবে,পুলিতজার পাবে , ফিল্ম বানিয়ে অস্কার হাতাবে ।
ভিকটিমের এতে কোনই লাভ হয় না ।
আপনি ইসলামের বিধান গুলো পর্যবেক্ষন করে দেখুন যা মানবাধিকারের সর্ব উচ্চে।
কথাটা আপনার মুখ থেকে কিভাবে বের হল? অন্য ভাবে বুঝাতে পারতেন, যেমনটি বুঝাচ্ছেন ডা. জাকির নায়েক।
এমনকি নাবালক শিশুর ভিতরে ঢুকিয়ে দেয় কোন সুস্থ বিবেগবান লোক ?
ওরা অবশ্যই মাদকাসক্ত নরপশু !
পোষ্টের মুল মর্ম কি ? তার উপর কমেন্ট না করে আপনার এই বাক্য নিয়ে কেন আপত্তি হল ?
মন্তব্য করতে লগইন করুন