কে অলি কে অলি নয়?
লিখেছেন লিখেছেন ওসমান গনি ০১ আগস্ট, ২০১৫, ১০:৪১:৩৮ সকাল
নির্দ্দিষ্ট করে আমরা কেউ কাউকে অলি ঘোষণা দিতে পারবো নাা। এটা বৈধও নয়। যে রকম আলেম চিহ্নিত করতে পারেন। আবার আলেমে ’ছু’ (দুনিয়াদার আলেম) থেকে সতর্ক থাকার জন্য হাক্কানী ওলামায়েকেরাম মিল্লাতকে হুশিয়ার করেছেন। অনেক ক্ষেত্রে অলি হওয়া সম্পর্কে আমাদের সমাজের প্রচলিত ধারণা থেকে মিস গাইডেড(ভুল পথে পরিচালিত) হতে পারে সাধারণ মানুষ,হচ্ছেও। এক কথায় সাধারণ জনগণ বিভ্রান্তিতে নিপতিত হয় সহজেই। এর দ্ধারা শিরিক বিদাআত ও কুফরীর মত কবীরা গুনাহও সংগঠিত হচ্ছে সমাজে অহরহ।কিছু লোক এর মাধ্যমে বড় অংকের ব্যবসায়িক সুবিধা নিচ্ছে নি:সন্দেহে।চেতন মানুষ বিশেষত:আলেমদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিৎ। মানুষদের মধ্য থেকে অলি হওয়ার জন্য স্পষ্ট কোনো ক্রাইটেরিয়া কুরআন ও হাদিসে আছে কিনা আমার জানা নেই। দলিল সহকারে কেউ উদ্ধৃতি দিলে উপকৃত হব।
অলি আপনিও হতে পারেন অথবা এমন ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে গেল আপনি কল্পনাও করতে পরেবেন না। কে আল্লাহর বন্ধু কে নয় কেবল আল্লাহই ভাল জানেন। তবে তার কিছু সিম্পটম নিশ্চয় আছে। অপরপক্ষে আমাদের সমাজে অলির ধারণা সঠিক নয় বলে আমার মনে হয়েছে। এক শ্রেণির মানুষ একে হাতিয়ার হিসেবে নিয়ে ফায়দা লুটার অভিযোগ বহু পুরনো। এর থেকে পরহেজ থাকা উচিৎ। বাকী বিজ্ঞজনদের উপর ছেড়ে দিলাম। সমাজকে কলুষমুক্ত করতে কেবল বিজ্ঞজনেরাই পারেন।
দূর্ভাগ্যের বিষয় বর্তমানে সঠিক জ্ঞানের অভাবে আধুনিক শিক্ষিত ও অশিক্ষিত মানুষের একটি বড় অংশ আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে দরগাহ,মাজারে ও ভণ্ড পীরের পেছনে দৌড়াচ্ছে এবং ঈমান হারা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আল্লাহর রাসুল স. বলেন “ এমন এক যুগ আসবে যখন মানুষ সকালে ঈমানদার থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে আর সন্ধ্যায় ঈমানদার থাকবে সকালে কাফের হয়ে যাবে। আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার লোকদের চিহ্নিত করা উচিত এবং তাদের থেকে জাতিকে সাবধান করা উচিত।নিজেকে নিজে অলি দাবী করে যারা মানুষদের ঈমানহারা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সত্যিকারের মুসলিমগন একেক জন আল্লাহর অলি।
সত্যিকারের মুসলিম বলতে বুঝায় তাদের, যাদের মনমানসিকতা ইসলামী শরীয়তের অনুগত হয়ে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমন মুসলিম খবই কম সংখ্যক পাওয়া যায়। মনমানসিকাতয়, আমল, আদব, আখলাখ, মুয়ামালা, মুয়াশারাসহ সর্ব ক্ষেত্রে ১০০% শরীয়তের উপর অধিষ্ঠিত হতে পারলেই উনি ওলি বা কামেল মুসলিম।
জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন