সামনে ৩ টি!

লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ০১ আগস্ট, ২০১৫, ১০:০০:৫৬ সকাল



সামনের কথা বললে কি বুঝ

টের পেয়েছি আমি,

৩ টি জিনিস তোমার

হিসাবে সব চেয়ে দামী!

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

৩ টি নিয়ে গর্ব ভালো

একটি নিয়ে নয়,

মনের চেয়ে দামী জিনিস

কি করে অন্য কিছু হয়?

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

মন জয়ী যারা তারা'ই

সুখের স্রোতে ভাসে,

দুঃখ গুলো বেঁচে দিয়ে

মিস্টি সুখে হাসে...!

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

সামনে মানে দূরে যাওয়া নয়

কাছের ফোটানো ফুল,

তুমি যখন শুনতে থাক

দোলনা খায় তোমার কানের দুল!

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

তুমি বুঝ বেশি ভাবো কম

এটাই আমার ভাগ্যের পরিনতি,

আমাকে দূরে রাখতে চেয়েছ

এটাই আমার বড় ক্ষতি!!

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

দূরত্ব বাজিয়ে রাখবে রাখ

ভুলে যেওনা কখনো,

কান পেতে দাও বুকে

হূদয়ে গুনগুন করে শুনো।

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

গুনগুন শব্দের গতিপথ

একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তুমি!

তোমার জন্য দখল দিলাম

আমার এই বুকের জমি।

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

বেশি কথায় তর্ক বাড়ে

মনে আসে অশান্তির শব্দ উ...!!

মিস্টি কথায় আয়ু বাড়ে

বাড়ে শান্তির নদে ঢেউ।

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

কে কারে জানতে চাই

কার এত সময় অবসর?

আপন ভাবার চেয়ে সহজ-

এখন ভেবে নেয়া পর।

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

পরের কাছে চাওয়া নেই

নেই হারানোর সেই ভয়,

আপন হলে হার আছে

কাঁদতে হয়; ....হতে বিদায়।

Wave Wave Wave Wave Wave Yahoo! Fighter Hurry Up Tongue Love Struck

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332996
০১ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগলো .. ধন্যবাদ।
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
280508
পুরুষের কঙ্কাল লিখেছেন : Angel
333002
০১ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৫
নাবিক লিখেছেন : Big Hug
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
280509
পুরুষের কঙ্কাল লিখেছেন : Tongue
333120
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:০৩
মারুফ_রুসাফি লিখেছেন : ফটো টা না দিলে চলত না??
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৮
280507
পুরুষের কঙ্কাল লিখেছেন : ফটো মুছে দেয়া হলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File