সামনে ৩ টি!
লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ০১ আগস্ট, ২০১৫, ১০:০০:৫৬ সকাল
সামনের কথা বললে কি বুঝ
টের পেয়েছি আমি,
৩ টি জিনিস তোমার
হিসাবে সব চেয়ে দামী!
৩ টি নিয়ে গর্ব ভালো
একটি নিয়ে নয়,
মনের চেয়ে দামী জিনিস
কি করে অন্য কিছু হয়?
মন জয়ী যারা তারা'ই
সুখের স্রোতে ভাসে,
দুঃখ গুলো বেঁচে দিয়ে
মিস্টি সুখে হাসে...!
সামনে মানে দূরে যাওয়া নয়
কাছের ফোটানো ফুল,
তুমি যখন শুনতে থাক
দোলনা খায় তোমার কানের দুল!
তুমি বুঝ বেশি ভাবো কম
এটাই আমার ভাগ্যের পরিনতি,
আমাকে দূরে রাখতে চেয়েছ
এটাই আমার বড় ক্ষতি!!
দূরত্ব বাজিয়ে রাখবে রাখ
ভুলে যেওনা কখনো,
কান পেতে দাও বুকে
হূদয়ে গুনগুন করে শুনো।
গুনগুন শব্দের গতিপথ
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তুমি!
তোমার জন্য দখল দিলাম
আমার এই বুকের জমি।
বেশি কথায় তর্ক বাড়ে
মনে আসে অশান্তির শব্দ উ...!!
মিস্টি কথায় আয়ু বাড়ে
বাড়ে শান্তির নদে ঢেউ।
কে কারে জানতে চাই
কার এত সময় অবসর?
আপন ভাবার চেয়ে সহজ-
এখন ভেবে নেয়া পর।
পরের কাছে চাওয়া নেই
নেই হারানোর সেই ভয়,
আপন হলে হার আছে
কাঁদতে হয়; ....হতে বিদায়।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন